চোট থেকে ফিরে প্র্যাকটিস ম্যাচেই হ্যাটট্রিক মেসির
নিজস্ব প্রতিবেদন
৩ জানুয়ারি |
বার্সেলোনার মিনিয়েস্তাদি স্টেডিয়ামের টানেল থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির চেনা দশ নম্বর বেরোলেন তখন সমর্থকদের চিত্কার “হি ইজ ফাইনালি ব্যাক।” সব জল্পনা সরিয়ে রেখে তিনি ফিরলেন। আর বার্সেলোনার সেই চেনা দশ নম্বর মাঠে নামতেই সমর্থকদের চিত্কারে ফেটে পড়ল গ্যালারি— ‘দ্য ম্যাজিশিয়ান ইজ ব্যাক’। জাদুকর আবার ফিরলেন মাঠে।
নভেম্বর মাসে হ্যামস্ট্রিং চোটের পরে জল্পনা চলছিল, কবে আবার মাঠে ফুটবল নিয়ে মাতাবেন তিনি? সব প্রশ্নের উত্তর দিয়ে সময়ের আগেই চোট সারিয়ে বার্সেলোনা অনুশীলনে প্রত্যাবর্তন ঘটল দলের মহাতারকা লিওনেল মেসির। বৃহস্পতিবার বার্সেলোনায় পৌঁছেই বার্সার ট্রেনিং গ্রাউন্ডে একাই হালকা অনুশীলন করেন মেসি। শুক্রবার বার্সা সমর্থকদের জন্য ওপেন ট্রেনিং সেশনের ব্যবস্থা করেছিল ক্লাব। যেখানে পুরোদমে নেইমারদের সঙ্গে অনুশীলন করেন মেসি। এলএম টেন-কে দেখার জন্য গ্যালারিতে ছিল ১৩,২০০ সমর্থক। স্প্যানিশ প্রচারমাধ্যম যাকে বলছে, ‘মেসি মাঠে নামতেই যেন দ্বিতীয় ক্রিসমাস পালন করতে দেখা গেল তাঁর ভক্তদের। বার্সা অনুশীলনে নিজের চেনা মেজাজেই দেখা গেল মেসিকে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে আগাম সতর্কবার্তা পাঠিয়ে প্রত্যাবর্তনের পর প্রথম অনুশীলন ম্যাচেই হ্যাটট্রিক করলেন এলএম টেন। |
|
শিশুদের পাশে। বার্সেলোনার এক হাসপাতালে নেইমার ও মেসি। ছবি: এএফপি ও রয়টার্স। |
বার্সা অনুশীলনে মেসি ফিরলেও ক্লাব ডাক্তার রিচার্ড প্রুনা আরও কয়েকটা পরীক্ষা করতে চান মেসির চোটের। যার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত যে, রবিবার লা লিগায় এলচে-র বিরুদ্ধে মেসি বার্সেলোনা দলে থাকবেন কি না। যদিও স্প্যানিশ ফুটবলমহলের অনেকের মতে, দু’সপ্তাহের মধ্যে আটলেটিকো মাদ্রিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবেই এলচের সঙ্গে মেসিকে নামিয়ে হয়তো ঝুঁকি নেওয়া হবে না।
বার্সেলোনার ‘চোখের মণি’ অনুশীলনে ফেরায় খুশি তাঁর সতীর্থরা। অনুশীলনের পরে যেমন বার্সেলোনার মাঝমাঠ তারকা ফাব্রেগাস বলেছেন, “আজকের দিনটা স্পেশ্যাল। প্রথমত মেসি আবার দলে ফিরল। দ্বিতীয়ত বার্সেলোনা সমর্থকরা সুযোগ পেল ফুটবলারদের অনুশীলন দেখার। কিন্তু দলের সব চাপ মেসির ঘাড়ে ফেললে হবে না। ওকে সময় দিতে হবে পুরোপুরি সুস্থ হওয়ার।” ফাব্রেগাসের সঙ্গে একমত দলের ডিফেন্ডার মাসচেরানো। বলছেন, “মেসি ফেরায় নতুন প্রাণ ফিরল দলে। তার সঙ্গে আজ সমর্থকদের সামনে অনুশীলন করতে পেরে বাড়তি আত্মবিশ্বাস পেল দল।” মেসির নতুন বছরের শপথ“আমার লক্ষ্য চোটমুক্ত বছর কাটানো।” এখন দেখার মেসির লক্ষ্য পূরণ হয় কিনা। |
পুরনো খবর: চোট পেয়ে দু’মাস বাইরে মেসি |
|