|
|
|
|
চোট পেয়ে দু’মাস বাইরে মেসি |
নিজস্ব প্রতিবেদন |
তৃতীয় বারে নাকি ভাগ্য ফেরে। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে বলতেই হচ্ছে, ‘থার্ড টাইম আনলাকি’। তৃতীয় বারেও ভাগ্য ফিরল না।
রিয়াল বেটিসের সঙ্গে লা লিগা ম্যাচে মরসুম শুরুর পরে তৃতীয়বার চোট পেয়ে মাঠ ছাড়তে হল মেসিকে। চোট থাই মাসলে। সোমবার এক্স রে হওয়ার পরে বার্সেলোনা সরকারি ভাবে জানায় যে, হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার জন্য দু’মাস মাঠে নামতে পারবেন না এলএম টেন। মেসির চোটের প্রথম পর্যায়ের চিকিৎসা চলবে বার্সেলোনাতে। যার পরে বার্সার মহাতারকা উড়ে যাবেন আর্জেন্তিনায়। |
|
রবিবার লা লিগার ম্যাচে প্রথম দলে থাকলেও, ১৮ মিনিটে বল নিয়ে দৌড়োতে গিয়ে চোট পান মেসি। বার্সেলোনা সমর্থকদের আবার সেই ভীতিপ্রদ দৃশ্য দেখতে হয়। যখন খোড়াঁতে খোড়াঁতে মাঠ ছাড়েন মেসি। কিন্তু মেসি চোট পেলেও, ম্যাচের ফলে কোনও প্রভাব পড়েনি। সেস ফাব্রেগাসের জোড়া গোলের সৌজন্যে বেটিসকে ৪-১ হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থান নিজেদের দখলে রাখল বার্সেলোনা। প্রথমার্ধের মাঝামাঝি গোল করে বার্সেলোনাকে ১-০ এগিয়ে দেন নেইমার। তার কিছুক্ষণ পরেই পেদ্রোর গোলে ব্যবধান বাড়ায় জেরার্ডো মার্টিনোর দল। দ্বিতীয়ার্ধে ফাব্রেগাসের জোড়া গোলে ম্যাচ একতরফা লড়াইয়ে পরিণত হয়। অতিরিক্ত সময়ে জর্জ মোলিনা গোল করলেও, ম্যাচ ৪-১ শেষ হয়।
কিন্তু জয়ের থেকেও ফাব্রেগাসের বেশি চিন্তা ছিল মেসির চোট নিয়ে। ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন, “মেসিকে ভাল করে বিশ্রাম নিতে হবে। আমিও এ রকম চোট পেয়েছিলাম। তাই আমার পরামর্শ যে মেসি পুরোপুরি ফিট হয়ে তবেই মাঠে নামুক।” শুধু মাত্র ফাব্রেগাস নয়। মেসির চোটের প্রসঙ্গে বার্সেলোনা কোচ মার্টিনো বলেন, “খুবই দুর্ভাগ্যজনক মেসি আবার চোট পেল। কিন্তু আমাদের দলে অন্য তারকারা আছে, যারা অজুহাত না দিয়ে জিততে জানে।”
২৪ ডিসেম্বরের পরেই শীতের ছুটিতে বন্ধ থাকবে লা লিগা। পাশাপাশি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করায়, কোনও গুরুত্বপূর্ণ ম্যাচে বসে থাকতে হবে না এলএম টেনকে। সম্ভবত জানুয়ারিতে এলচে ম্যাচের আগেই অনুশীলনে ফিরবেন বার্সেলোনার মহাতারকা। |
|
|
|
|
|