টুকরো খবর
আজ শিলিগুড়িতে কোভারম্যান্স
সুব্রত পাল-সহ দশ ফুটবলারকে বাদ দিয়েছেন। কার্যত নতুন ভারতকে নিয়ে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবেন উইম কোভারম্যান্স। গোয়ায় শিবির শেষ করে আজ মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছনোর কথা মেহতাবদের। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফিলিপাইনস (১৫ নভেম্বর) আর নেপালের (১৯ নভেম্বর) সঙ্গে খেলবে ভারত। টাইফুনে বিপর্যস্ত ফিলিপাইনস। তাই হঠাৎ-ই রটে যায় এই বিপর্যয়ের জন্য টিম পাঠাচ্ছে না তারা। কিন্তু রাতে জানা যায় ভিসা নিয়ে ফিলিপাইনস দুবাইয়ের পথে। বুধবারই তাদের শিলিগুড়ি পৌঁছোনোর কথা। এ দিকে আরাতা ইজুমির পর নতুন করে চোট পেলেন ডওসন ফার্নান্ডেজ। আরাতার বদলে দলে ঢুকেছিলেন স্পোর্টিং ক্লুবের এই স্ট্রাইকার। এ বার ডওসনের বদলি হয়ে এলেন ডেম্পোর জেজে।

পুরনো খবর:
মেয়েদের স্কুল ফুটবল
মেয়েদের স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল হুগলি। সোমবার ফাইনালে তারা পশ্চিম মেদিনীপুরকে ১-০ গোলে হারিয়ে দেয়। শনিবার থেকে শালবনিতে বসেছিল ৫৯তম রাজ্য বালিকা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনুর্ধ্ব ১৯)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ প্রমুখ। সভাধিপতিই প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে এবং জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন। সোমবার ফাইনাল হয় শালবনি স্টেডিয়ামে। মাঠে এসেছিলেন শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ।

ছোটদের জাতীয় ফুটবলে বাংলা শেষ আটে
অনূর্ধ্ব ১৪ জাতীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা। সোমবার কল্যাণীতে গুজরাতকে ১-০ হারাল শ্যামল বন্দ্যোপাধ্যায়ের দল। ম্যাচের একমাত্র গোল করে রহিম আলি। বয়স ভাঁড়ানোয় প্রথম ম্যাচ বাতিল হয়ে যায় উত্তরপ্রদেশের। যার জন্য বাংলা ওয়াকওভার পায়। কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে বুধবার থেকে।

আসরে কাসপারভ
চেন্নাইয়ে পৌঁছে সস্ত্রীক কাসপারভ। ছবি: পিটিআই।
বিশ্বনাথন আনন্দ বনাম ম্যাগনাস কার্লসেন একেবারে ফটোফিনিশের রুদ্ধশ্বাস উত্তেজনাতেই শেষ হবে, ভবিষ্যদ্বাণী করে দিচ্ছেন তিনি। তবে আনন্দের শহরে পা রেখে দাবার প্রাক্তন বিশ্বসেরা কিনা বাজি ধরলেন তাঁর প্রতিদ্বন্দ্বী কার্লসেনের উপরেই! কার্লসেনের প্রাক্তন গুরু কাসপারভ এ দিন বলেছেন, “এখানে ওকে গুড লাক বলার বাইরে আর কোনও সাহায্য করতে আসিনি। তবে মেনে নিচ্ছি আমি কার্লসেনকেই বিজয়ী দেখতে চাই। কারণ আমি বিশ্বাস করি ভবিষ্যৎটা তরুণদের। তবে দাবায় কিছুই বলা যায় না। ভিশির অভিজ্ঞতা বিশাল। ম্যাগনাসের কাজটা মোটেই সহজ নয়।” দু’দিনের জন্য চেন্নাই আসা কাসপারভ আরও বলছেন, “ভিশি বনাম ম্যাগনাস নিয়ে যেরকম উৎসাহ তৈরি হয়েছে, আমার মনে হয় এতে বিশ্বজুড়ে আবার একটা দাবার পুনরুত্থান দেখব আমরা।”

পুরনো খবর:
সচিন সংগ্রহশালা
সচিন তেন্ডুলকরকে নিয়ে সংগ্রহশালা তৈরি করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিংবদন্তি ব্যাটসম্যানকে এ ভাবেই তাঁর বিদায়বেলায় সম্মান জানাতে চায় তারা। এইচপিসিএ-র তরফে আজ বলা হয়েছে, “আমরা ধর্মশালায় সচিনকে নিয়ে সংগ্রহশালা তৈরি করছি। আমাদের বিশ্বাস, পর্যটকদের কাছে ধর্মশালার আকর্ষণ এতে আরও বেড়ে যাবে। ছবির মতো সুন্দর স্টেডিয়ামের পাশাপাশি লোকে ওই সংগ্রহশালার টানেই একানে ছুটে আসবেন।” শুধু সচিন নয়, সংগ্রহশালায় ভারতীয় ক্রিকেটের ইতিহাস এবং কিংবদন্তি ক্রিকেটারদের নানা দিকও তুলে ধরা হবে।

ডার্বির টিকিট
কলকাতায় উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখানোর উদ্বোধন হচ্ছে মোহনবাগান মাঠ থেকে। শুক্রবার বিকেলে ট্রফি উন্মোচনের উৎসবের পরেই মুরসুমের প্রথম ডার্বির টিকিট বিক্রি করতে বসে যাবেন করিম বেঞ্চারিফা-ওডাফা ওকোলিরা। ম্যাচ সংগঠক মোহনবাগান সূত্রের খবর, যুবভারতীতে আই লিগ ডার্বির জন্য ১ লক্ষ টিকিট ছাপা হচ্ছে। সর্বোচ্চ দাম ৩০০, সর্বনিম্ন ৭০। টিকিট বিক্রির সময় পুরো মোহনবাগান টিমকেই রাখতে চান কর্তারা। এ দিন কলকাতা লিগে মোহনবাগানকে (৬ ম্যাচে ১৪) টপকে গেল এরিয়ান (৬ ম্যাচে ১৫)। সোমবার রঘু নন্দীর দল আর্মি একাদশকে ২-১ হারিয়ে লিগ টেবিলে এক নম্বরে। এরিয়ানের দুই গোলদাতা স্ট্যানলি ও প্রসেনজিৎ।

মাসা উইলিয়ামসে
ফেরারি দলে তাঁর আসন চলে গিয়েছে কিমি রাইকোনেনের দখলে। এই অবস্থায় আগামী ফর্মুলা ওয়ান মরসুমে অনিশ্চিত হয়ে পড়েচিল ফিলিপে মারাস ভবিষ্যৎ। কিন্তু এ দিন নতুন দল পেয়ে গেলেন প্রতিভাবান ব্রাজিলীয় চালক। এ দিন তিনি যোগ দিলেন উইলিয়ামস দলে। মাইকেল শুমাখারের মতো কিংবদন্তির প্রাক্তন টিমমেট এবং প্রিয়পাত্র মাসা ২০০৯ সালের মোনাকো গ্রা প্রি-তে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন। তবে দারুণ মানসিক শক্তির পরিচয় দিয়ে মস্তিষ্কের গুরুতর চোট সারিয়ে আবার ফিরে আসেন ফর্মুলা ওয়ানে।

পৃথিবীতে মশাল
মহাকাশে পদযাত্রা শেষে পৃথিবীতে ফিরল অলিম্পিক মশাল। রাশিয়া, আমেরিকা ও ইতালির তিন মহাকাশচারীর ছ’মাসের দীর্ঘ ‘মিশন’-এর অন্যতম ছিল অলিম্পিক মশালের সফল মহাকাশ পদযাত্রা। এ দিনই মিশন শেষে পৃথিবীতে ফেরেন তাঁরা। এর আগে ১৯৯৬ আটলান্টা অলিম্পিক আর ২০০০ সিডনি গেমস উপলক্ষে মহাকাশে নিয়ে যাওয়া হলেও মহাকাশযানের বাইরে নিয়ে আসা হয়নি অলিম্পিক মশালকে। ২২তম শীতকালীন অলিম্পিক, সোচি গেমসের অলিম্পিক শিখা প্রজ্বলিত হবে এই অলিম্পিক মশালেই।

ম্যারাথনে ডাকলে আসবে সচিন: সৌরভ
কলকাতা ম্যারাথনে দৌড়বেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ম্যারাথনের উদ্বোধনও হবে তাঁর হাত ধরে। এ দিন সৌরভকে জিজ্ঞেস করা হয়, কোনও ভাবে সেখানে সচিন তেন্ডুলকরকে আনা যায় কি না। উত্তরে সৌরভ বলেন, “কেন নয়? সচিন একটা ফোন কলের দূরত্বে আছে। উদ্যোক্তাদের আমি বলব সচিনকে আমন্ত্রণ জানাতে। আর সচিনকে যতটা চিনি, ওকে আমন্ত্রণ করলে ও নিশ্চয়ই আসবে।”

জাতীয় কবাডি
বহুদিন পর জাতীয় কবাডির পূবাঞ্চলীয় পর্বের খেলা কলকাতায়। ১৪-১৬ নভেম্বর ময়দানে কবাডির নতুন কৃত্রিম টার্ফে। বাংলা-সহ মোট নয়টি দল অংশ নেবে। রাজ্য সংস্থার চেয়ারম্যান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, জাপান-সহ কয়েকটি দেশকে এনে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট হবে সামনের বছর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.