আরও আন্তর্জাতিক ম্যাচ কাঞ্চনজঙ্ঘায়

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ফুটবল ম্যাচ আরও বেশি করে করাতে উদ্যোগী হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ‘ফিফা ডে’ উপলক্ষে আগামী ১৫ এবং ১৯ নভেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভারতের সঙ্গে ফিলিপিন্স ও নেপালের দু’টি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়। এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, চেন্নাই স্টেডিয়ামে এই দু’টি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছে বলে শিলিগুড়িতে ম্যাচ দু’টি করানোর প্রস্তাব দেওয়া হয়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচ হওয়ার বিষয়টি চূড়ান্ত করেন ফিফার কর্মকর্তারা। ফেব্রুয়ারি থেকে সন্তোষ ট্রফির মূল পর্বের খেলাও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই হচ্ছে বলে জানিয়েছে ফেডারেশন।
ফেডারেশন সহ সভাপতি সুব্রত দত্ত (সিনিয়র) বলেন, “শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ফুটবলের পক্ষে উপযুক্ত। মাঝে ক্রিকেট পিচ থাকায় সমস্যা হচ্ছিল। তবে এখন তা সরিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে। এই স্টেডিয়ামে বেশি করে ম্যাচ করাতে আগ্রহী আমরা। সে কারণেই এই ম্যাচগুলির জন্য চেন্নাই স্টেডিয়াম পাওয়া যাবে না জানার পর কাঞ্চনজঙ্ঘায় তা করানোর প্রস্তাব দেওয়া হয়।” স্টেডিয়ামে বেশি করে ফুটবল ম্যাচ আয়োজন করতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব-ও। তিনি ফেডারেশনের কর্তাদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শিলিগুড়িতে ফুটবলারদের থাকা খাওয়ার উপযুক্ত ব্যবস্থা রয়েছে। তবে আন্তর্জাতিক স্তরের ম্যাচ করানোর ক্ষেত্রে কয়েকটি সমস্যা রয়েছে। ফেডারেশন সূত্রেই জানা গিয়েছে, অনুশীলনের জন্য বেশি সংখ্যক মাঠ দরকার। মাঠগুলি ওই ফুটবলারদের অনুশীলনের উপযুক্ত হওয়া প্রয়োজন। বিষয়টি স্থানীয় ক্রীড়া পরিষদ এবং স্টেডিয়াম কমিটির কর্মকর্তাদেরও তাঁরা জানান। সেই সঙ্গে বাগডোগরা বিমানবন্দর আন্তর্জাতিক স্তরে উন্নীত হলে তা বড় ম্যাচের আয়োজনের পক্ষে সহায়ক হবে বলে সুব্রতবাবু, ফেডারেশন কোঅর্ডিনেটর দেবজ্যোতি মুখোপাধ্যায়রা মনে করেন। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ বলেন, “পর্যাপ্ত অনুশীলন মাঠের ব্যবস্থা করতে তাই আমরাও উদ্যোগী। রানিডাঙায় এসএসবি-র, ফুলবাড়িতে এনএইচপিসি, কদমতলায় বিএসএফ-এর মাঠ রয়েছে। শালুগাড়ায় সেনাবাহিনীর মাঠ রয়েছে। ৬টি মাঠ নজরে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা সেগুলি অনুশীলনের মাঠ হিসাবে ব্যবহার করার কথা চলছে।”
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরির পর ১৯৮৮ সালে নেহেরু গোল্ডকাপের খেলা হয় এখানে। এর দু’বছর পরে এয়ারলাইন্স গোল্ডকাপের খেলা হয়। মাঝে সাওপাওলো, বায়ার্ন মিউনিখের মতো দলগুলির দু-একটি প্রদর্শনী ম্যাচ হলেও বড় মাপের খেলা হয়নি। গত বছর ফ্লাড-লাইট বসানোর পরে মাঠের জৌলুস বাড়ে। ফেব্রুয়ারিতে কলকাতা ফুটবল লিগের খেলা হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। স্টেডিয়ামের সংস্কারও হয়। সন্তোষ ট্রফির আগে আপাতত, ঘরের মাঠে সুনীল ছেত্রীদের দেখার অপেক্ষায় শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ফুটবলপ্রেমীরা। ম্যাচগুলি ফিফার র‌্যাঙ্ক পেতে সাহায্য করে। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১৫৪, ফিলিপিন্স ১৩৭ ও নেপাল ১৬৫ নম্বরে আছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.