ওল্ড ট্র্যাফোর্ড ফের হয়ে উঠল আর্সেন ওয়েঙ্গারের ‘দুঃস্বপ্নের মাঠ।’ শেষ ন’টা প্রিমিয়ার লিগ ম্যাচের মতোই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে ওয়েঙ্গারের হারের ধারা বজায় থাকল। রবিবার প্রিমিয়ার লিগ মহারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ০-১ হারল ওয়েঙ্গারের আর্সেনাল। তাও আবার প্রাক্তন মহাপ্রতিদ্বন্দ্বী স্যর অ্যালেক্স ফার্গুসনের উপস্থিতিতে। ঘরের মাঠে মেগা লড়াইয়ের জন্য রক্ষণে জনি এভান্স-ভিদিচ জুটি রেখে শিনজি কাগাওয়া-ওয়েন রুনি-রবিন ফান পার্সিকে নিয়ে প্রথম দল সাজান ম্যাঞ্চেস্টারের নতুন ‘বস’ মোয়েস। উল্টো দিকে ওজিল-র্যামসি জোড়া অস্ত্র নিয়েই একাদশ গড়েন ওয়েঙ্গার।
প্রথমার্ধের শুরুতে অনেক সুযোগ তৈরি করলেও, গোল পায়নি মোয়েসের দল। অ্যাওয়ে ম্যাচে ‘ডিপ ডিফেন্ডিং’ মানসিকতা নিয়েই রুনি-ফান পার্সি জুটির দাপট শান্ত রাখতে সফল হয় আর্সেনাল। কিন্তু ২৬ মিনিটে আচমকাই ম্যাচের রং পাল্টায়। রুনির কর্নার থেকে দুর্দান্ত হেডে ম্যাঞ্চেস্টারকে গোল এনে দেন ওয়েঙ্গারের প্রাক্তন ছাত্র ফান পার্সি। |
ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। সুযোগের পর সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু ‘রেড ডেভিল’দের আঁটোসাঁটো রক্ষণে ফাটল ধরেনি। ওজিল-জিরুদের আক্রমণের জবাবে সময়ে-সময়ে প্রতিআক্রমণে আর্সেনাল রক্ষণকেও নাস্তানাবুদ করেন রুনি। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন আর্সেনালের পরিবর্ত বেন্ডনার। জয়ের সুবাদে আবার প্রিমিয়ার লিগ খেতাব জেতার দৌড়ে ঢুকে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, সেই কথা জানিয়ে রুনি বলেন, “আর্সেনাল খুব ভাল দল। লিগে সবার আগে আছে। কিন্তু ওদের হারিয়ে আমরা প্রমাণ করলাম, প্রিমিয়ার লিগ খেতাব অত সহজে হাতছাড়া হতে দেব না।” অন্য ম্যাচে হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার সিটি। সান্ডারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ভাবে ০-১ হারল তারা। |