জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট নিয়েই শেষ পর্যন্ত ঘরে ফিরছে বাংলা।
রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা বাংলা শিবিরের কাছে কিছুটা স্বস্তিদায়ক তো বটেই, তবে সোমবার সকালে দল নিয়ে যখন কলকাতার বিমানে উঠবেন বাংলার কোচ অশোক মলহোত্র, তখন তাঁর মাথায় হয়তো থাকবে দলের পেস বোলিং নিয়ে দুশ্চিন্তাও। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে আশার আলো দেখিয়েছিলেন অশোক দিন্দা। দ্বিতীয় ইনিংসে তা পারলেন না এই বাংলা দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্র। যদিও বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল ফোনে বললেন, “ওদের দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটসম্যানদের বেশ সাহায্য করেছে।” বাংলা কোচও বললেন, “ওরা তো এ দিন শুরু থেকেই দাঁতে দাঁত চেপে উইকেটে পড়ে থাকার চিন্তা নিয়েই মাঠে নেমেছিল।” কিন্তু তার পরেও প্রশ্ন থাকছে, বাংলার বোলারদের বিপক্ষ ব্যাটিংয়ের সেই গেমপ্ল্যান নষ্ট করে দেওয়ার মতো কোনও নিজস্ব স্ট্র্যাটেজি ছিল কি? তা হলে কি তিন পয়েন্ট সুরক্ষিত করতে পেরেই সন্তুষ্ট বাংলা শিবির?
প্রথম ইনিংসে রাজস্থানকে ২৪৪ রানে অল আউট করে দেয় বাংলা। দ্বিতীয় ইনিংসে বোলাররা সেই দাপট দেখাতে পারলেন না। রবিবার শেষ দিনে ১৭৫ রানে এগিয়ে থেকে ২৫৭-৫-এর মাথায় যখন দান ছাড়ে রাজস্থান, তখন আর মাত্র ২৪ ওভার ম্যাচ বাকি। পাঁচ পয়েন্টের জন্য ২৪ ওভারে ১৭৬ রানের টার্গেট টি-টোয়েন্টির জমানায় অবাস্তব নয়। কিন্তু বাংলার ব্যাটসম্যানদের তাড়া করার ইচ্ছে বা মানসিকতা সে ভাবে দেখা যায়নি জয়পুরের বাইশ গজে। ১১ ওভারে ২৫-১-এ পৌঁছনোর পর দুই অধিনায়কের সম্মতি নিয়ে ম্যাচ শেষ করে দেন আম্পায়াররা। তার মধ্যেই অরিন্দম দাস ৩ রানে মানেরিয়ার বলে বোল্ড হয়ে ফিরে গিয়েছেন। রোহন বন্দ্যোপাধ্যায় ১২ আর সন্দীপন দাস ১০ রানে অপরাজিত।
আগের দিন ৬২-১-এ থাকা রাজস্থানের রবিন বিস্ত ৭৫ আর দিশান্ত যাজ্ঞিক ৬৬ রান করেন এ দিন। দিন্দার ব্যর্থতার মাঝে সৌরাশিস লাহিড়ী দু’টি এবং মনোজিৎ ঘোষ, শিবশঙ্কর পাল আর লক্ষ্মী একটি করে উইকেট পান। যদিও পরের ম্যাচে মধ্যপ্রদেশকে হারানো নিয়ে আশাবাদী কোচ অশোক। ইনদওরে মধ্যপ্রদেশকে ফলোঅন করানোর পর রবিবার তাদের থেকে তিন পয়েন্ট কেড়ে নিয়েছে তামিলনাড়ু। এই দলের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ পয়েন্ট পাওয়ার কথা ভাবছে বাংলা। কিন্তু বাংলা দলের সমস্যা ধারাবাহিকতা। যা কার্যত মেনেও নিলেন অধিনায়ক লক্ষ্মী। “এটা আমাদের বরাবরের সমস্যা। আশা করি এ বার আর তা হবে না,” বললেন তিনি। |