মগজাস্ত্রের লড়াইয়ে কি আর্সেন ওয়েঙ্গারকে টেক্কা দিতে পারবেন ডেভিড মোয়েস? না কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্র্যাফোর্ডে হারিয়ে জয়ের ধারা বজায় রাখবে ওজিল-র্যামসির দল?
রবিবার প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-আর্সেনাল মহারণের আগে এই কয়েকটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরো ফুটবলমহলে। গত কয়েক বছর ওল্ড ট্র্যাফোর্ড হয়ে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের জন্য দুঃস্বপ্নের স্টেডিয়াম। পরিসংখ্যান জানাচ্ছে, শেষ ন’টা প্রিমিয়ার লিগ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের মুখ দেখেনি আর্সেনাল। এমনকী ২০০১ সালে স্যর অ্যালেক্স ফার্গুসনের দলের বিরুদ্ধে ৮ গোল হজম করতে হয় ওয়েঙ্গারকে। এই কারণেই ‘মেগাম্যাচের’ চব্বিশ ঘণ্টা আগে ব্রিটিশ প্রচারমাধ্যমে একটাই বক্তব্য- “আশা করা যাক ২০১১ সালের সেই ২-৮ হারের ভূত ভাগাতে পারবেন ওয়েঙ্গার।” ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ছিল ওয়েঙ্গোর ও স্যর অ্যালেক্সের মধ্যে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী অবসর নেওয়ায় প্রথম এই ম্যাচে ওয়েঙ্গারের বিপরীত ‘ডাগআউটে’ দেখা যাবে না ম্যান ইউর কিংবদন্তি স্কটিশ ম্যানেজারকে। ম্যাচের আগে ফার্গুসন প্রসঙ্গে ওয়েঙ্গার বলেন, “খুব অদ্ভুত লাগবে ফার্গুসন ছাড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলতে।” সঙ্গে ম্যান ইউর নতুন প্রজন্ম তৈরি করতে, আরও সময় দিতে হবে মোয়েসকে, সেই কথা জানিয়ে ওয়েঙ্গার যোগ করেন, “যদি কেউ একটা ক্লাবে দীর্ঘ ছাব্বিশ বছর থাকে তার জায়গায় এসে ম্যানেজ করা খুবই শক্ত। কিন্তু মোয়েস ভাল কাজ করছে।” |
ঘুঁটি সাজাচ্ছেন ওয়েঙ্গার-মোয়েস। ছবি: এএফপি। |
ম্যাচের আগে ম্যান ইউ স্ট্রাইকার রবিন ফান পার্সিকে আর্সেনালের ‘আইকন’ আখ্যা দিয়েছিলেন ওয়েঙ্গার। কিন্তু আর্সেনালের ফরাসি ম্যানেজারের কথা উড়িয়ে মোয়েসের পাল্টা, “ফান পার্সি অনেক দিন খেলেছে আর্সেনালে, এটা মানছি। কিন্তু প্রিমিয়ার লিগ খেতাব ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েই জিতেছে।” দলবদলের বাজারে ওজিলকে সই করানোর সুযোগ নষ্ট করার পর অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন মোয়েসকে। কিন্তু মোয়েসের ব্যাখ্যা, “ওজিলের জন্য আমার দলে জায়গা ছিল না। হ্যাঁ ওকে সই করানোর সুযোগ ছিল কিন্তু দরকার হয়নি।”
আর্সেনাল ম্যাচের আগে চোটের জন্য বাদ পড়লেন ম্যান ইউ-র জনি এভান্স এবং রাফায়েল। কিন্তু চোট সারিয়ে প্রথম দলে ফিরতে পারেন মাইকেল ক্যারিক ও ড্যানি ওয়েলবেক। পাশাপাশি আর্সেনালের দলে ফিরবেন থিও ওয়ালকট। কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের মতে আবার এই ম্যাচের তুরুপের তাস হতে চলেছেন ম্যান ইউর তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। নিজের ফুটবল কেরিয়ারে আর্সেনালের বিরুদ্ধে ২৬ সাক্ষাতে ১২ গোল করেছেন রুনি। ম্যাচের আগে তাই ওয়েঙ্গারের দলকে সতর্ক করে রুনি বলেন, “আর্সেনালের বিরুদ্ধে অনেক গোল করেছি। আশা করছি রবিবারও ছবিটা পাল্টাবে না।” |