হোসে ব্যারেটোর টিমকেই মাঠে ফেরার মঞ্চ করতে চাইছেন ওকোলি ওডাফা।
আজ রবিবার কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক। বারাসত স্টেডিয়ামে সবুজ তোতা বনাম কিং কোবরার লড়াই ঘিরে তাই উত্তেজনার পারদ চড়ছে।
ব্যারেটো নিয়মিত খেলছেন ভবানীপুরের হয়ে। কিন্তু চোট সেরে বেরিয়ে আসার পর এ দিনের ম্যাচই অভিষেক হবে ওডাফার। তাঁকে কতক্ষণ মাঠে রাখা হবে, কখন নামানো হবে তা অবশ্য বলতে চাননি করিম বেঞ্চারিফা। বলে দিয়েছেন, “ওডাফা ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নামবে ঠিকই। শুরু থেকে ওকে খেলাব কি না এখনও ঠিক করিনি। তবে পুরো ম্যাচ খেলবে না।” যখনই নামানো হোক ওডাফা নিজে কিন্তু তেতে রয়েছেন। শনিবার অনুশীলনের পর বলেও দিলেন, “আমি কতটা ম্যাচ-ফিট, সেটা বুঝে নিতেই ভবানীপুরের বিরুদ্ধে মাঠে নামছি। ম্যাচটা জিততে চাই।”
এমনিতে মোহনবাগান বনাম ভবানীপুর মানে দাদা-ভাই ম্যাচ। বাগানের যাঁরা প্রধান কর্তা তাঁরাই চালান ভবানীপুর। কিন্তু দু’দলের ফুটবলাররা অবশ্য এ সব নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বরং একে অপরকে টেক্কা দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামতে চান ব্যারেটো-ওডাফারা।
এ দিন সকালে অনুশীলনে কিন্তু দেখা গেল নিজেকে ফের ‘গোলমেশিন’ করে তোলার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছেন ওডাফা। গোল লক্ষ করে একের পর এক শট মারছেন। তবে সেই শটগুলোর মধ্যে নাইজিরীয় ফুটবলারের পরিচিত সেই ‘অহঙ্কার’ নেই। বড় সাধারণ এবং দুর্বল শটগুলো দেখেই মনে হচ্ছিল এখনও পুরো ফিট হননি মোহন-অধিনায়ক। করিম স্বীকারও করে নিলেন, “মাঠে ফেরার জন্য ওডাফা খুব পরিশ্রম করছে। ও ফিট। তবে ম্যাচ-ফিট হতে আরও কিছুটা সময় দিতে হবে।”
ব্যারেটোদের অবশ্য এ দিন কোনও অনুশীলন হয়নি। একাই জিমে গা ঘামিয়েছেন সবুজ তোতা। মোহনবাগানকে সমীহ করলেও বলে দিলেন, “আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে হলে এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
কলকাতা লিগের টেবিলে ভাল জায়গায় রয়েছে রয়েছে করিম ব্রিগেড। বাগানে ট্রফির খরা কাটানোর অন্যতম সুযোগ কলকাতা লিগ। এ দিন অনুশীলনে সে কথা ফুটবলারদের আরও একবার মনে করিয়ে দিয়েছেন মরক্কান কোচ। বললেন, “কলকাতা লিগে ভাল জায়গায়। সেটাই ধরে রাখার চেষ্টা করব।”
কলকাতা লিগে দু’জন বিদেশি খেলানোর সুযোগ। যা পরিস্থিতি তাতে কাতসুমি আর ইচেকে প্রথমে নামিয়ে পরে ওডাফাকে নামানোর কথা ঘুরছে করিমের মাথায়। আবার এও ভাবছেন, শুরুতে ইচে-ওডাফাকে নামিয়ে পরে কাতসুমিকে নামাবেন কি না। তবে ওডাফা যখনই নামুক, ব্যারেটোর সামনে তাকে পড়তে হচ্ছেই।
|
রবিবারে কলকাতা লিগ
মোহনবাগান: ভবানীপুর (বারাসত ৪-০০) |