টুকরো খবর
পেনাল্টি নষ্ট করে ডোবালেন র‌্যান্টি
র‌্যান্টি মার্টিন্স পেনাল্টি মিস করলেন। নষ্ট করলেন প্রচুর গোলের সুযোগও। ফলে জেতা হল না ইউনাইটেড স্পোর্টসের। পিয়ারলেস এসি-র মতো দুর্বল দলের সঙ্গে ম্যাচ ১-১ ড্র করেই তাই সন্তুষ্ট থাকতে হল এলকো সাতোরির দলকে। যদিও ভিসা সমস্যায় এলকো এখন দেশে। ফলে তিনি ছিলেন না মাঠে। কোচিং করান তাঁর সহকারী অঞ্জন নাথ। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। কলকাতা লিগে চার ম্যাচ খেলে ফেললেও, এখনও একটি ম্যাচও জিততে পারেননি র‌্যান্টিরা। পেনাল্টি নষ্ট করায় আই লিগে শেষ তিন বারের সর্বোচ্চ গোলদাতা র‌্যান্টি নিজেও ভীষণ ভেঙে পড়েছেন। ম্যাচ শেষ হওয়ার প্রায় ত্রিশ মিনিট আগে পেনাল্টি পায় ইউনাইটেড। পরে পিয়ারলেস কিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন র‌্যান্টি। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বললেন, “খুব খারাপ লাগছে। তবে এটাই ফুটবল।” প্রথমার্ধে স্নেহাশিস চক্রবর্তীর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে পিয়ারলেসের হয়ে গোল শোধ করেন ক্রিস্টোফার।

মারেকে ‘বন্দুক’ দেখিয়ে গ্রেফতার
উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে ‘বন্দুক’ উঁচিয়ে ভয় দেখানোর দায়ে গ্রেফতার হয়েছেন চার জন। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, চার জনকে গ্রেফতার করা হলেও তাঁদের গাড়ি তল্লাশি করে কোনও আগ্নেয়াস্ত্র না পাওয়ায় আপাতত তাঁদের জামিন দেওয়া হয়েছে। তবে তদন্ত চলছে। ব্রিটিশ দৈনিক দ্য সান-এর খবর অনুয়াযী, বুধবার লন্ডেনের রাজপথে দাঁড়িয়ে থাকা মারের গাড়ির কাচে টোকা মেরে চ্যাম্পিয়নের কাছে একটা র্যাকেটের উপর আটোগ্রাফ চান ওই চারজন। কিন্তু মারে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ায় তাঁরা নিজেদের গাড়িতে মারের পিছু নেন। যা দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। চার অটোগ্রাফ শিকারীর এক জন বন্দুক উঁচিয়ে টেনিস তারকাকে ভয় দেখাচ্ছিলেন বলেও পুলিশকে জানানো হয়। তার পরেই ওই চার জনকে গ্রেফতার করে স্কটল্যান্ড ইয়ার্ড। পুলিশের তরফে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, “বুধবার বিকাল পাঁচটা নাগাদ আমরা একটা টেলিফোন পাই। জানানো হয় অ্যাভিনিউ রোড-এ একটা গাড়িতে চার জন আছে যাদের এক জনের হাতে বন্দুক। সেই খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে গিয়ে ধরে। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওই চার জনকে গ্রেফতার করা হয়।” তবে পুলিশ এখনও পর্যন্ত কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। কিন্তু এ ব্যাপারে কোনও ঝুঁকি নিতে পুলিশকর্তারা রাজি নন। যে কারণে তদন্ত চলছে। তবে ব্রিটিশ প্রচারমাধ্যমের দাবি, ওই চার জনের হাতে টেনিস র্যাকেটের থেকে বেশি বিপজ্জন আর কোনও অস্ত্র ছিল না।

ওয়াংখেড়েতে স্লো টার্নার
ইডেনের বাইশ গজে তিন দিনে শেষ হয়ে গিয়েছে সচিন-উৎসব। ওয়াংখেড়েতে কী হবে? সচিন তেন্ডুলকরের দু’শোতম টেস্ট শুরুর আগে সবার নজর এখন ওয়াংখেড়ের বাইশ গজে। এবং কিউরেটরের কথা অনুযায়ী, পিচ স্লো টার্নার হবে এবং বাউন্সও থাকবে। সুধীর নায়েক বলেছেন, “ইংল্যান্ডের সঙ্গে টেস্টে যে রকম স্কোয়ার টার্নার ছিল, এ বার সে রকম হবে না। বরং ২০১১-তে যে রকম স্লো টার্নার ছিল, অনেকটা সে রকম হবে। সঙ্গে কিছুটা বাউন্সও থাকবে।” পিচ সম্পর্কে নায়েক বলছেন, “আমরা চার দিন আগে পিচ তৈরির কাজ ভাল মতো শুরু করেছি।” পিচে এখনও হাল্কা ঘাসের আভা আছে। কিন্তু জানা যাচ্ছে, সেই ঘাসও ছেঁটে ফেলা হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওয়াংখেড়েতে ৯৪ রানে আউট হয়ে গিয়েছিলেন সচিন। একশোতম সেঞ্চুরি হয়নি। এ বার কি জীবনের শেষ টেস্টে নিজের শহরকে একটা সেঞ্চুরি উপহার দিয়ে যেতে পারবেন সচিন?

বিধ্বস্ত লর্গ্যাট
ভারতীয় বোর্ডের সঙ্গে শত্রুতা করলে কী হয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন হারুন লর্গ্যাট। তিনি স্বীকারই করে নিলেন, তাঁকে আইসিসি-র তদন্তের মুখে পড়তে হবে কিনা, এই প্রশ্ন শুনতে শুনতে বিধ্বস্ত হয়ে পড়েছেন। বললেন, “প্রশ্নটা শুনতে শুনতে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। তদন্তের অনুরোধটা আমিই করেছিলাম। কারণ, সমানে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল।” তাঁর বিরুদ্ধে আইসিসি-র এথিক্স কমিটির তদন্তের দাবি তুলেছে বোর্ড। আইসিসি-র ফিউচার ট্যুর প্রোগ্রামের দফা রফা করছে বিসিসিআই ও এই নিয়ে এন শ্রীনিবাসন নিজস্ব প্রভাব খাটানোর চেষ্টা করছেন। লর্গ্যাট এ কথা প্রকাশ্যে বলে বেরিয়েছিলেন বলে অভিযোগ। এ দিকে, ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ছেঁটে ফেলায় ফাঁকা সময়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হলেন গ্রেম স্মিথরা।

শুমাখারদের সঙ্গে পাল্লা দেবেন স্কটিশ মেয়ে সুজি
রেসিংয়ের দুনিয়ায় ঐতিহাসিক কাণ্ড ঘটাতে চলেছেন স্কটিশ মেয়ে সুজি উলফ! প্রথম মহিলা চালক হিসাবে মরসুম শেষের রেস অব চ্যাম্পিয়ন্স-এ মাইকেল শুমাখারদের সঙ্গে টক্কর দিতে নামছেন তিনি। আগামী ১৪-১৫ ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠেয় রেস অব চ্যাম্পিয়ন্স-এ ওয়ার্ল্ড র্যালি থেকে শুরু করে ফর্মুলা ওয়ান, বিভিন্ন রেসিং সিরিজের বিশ্ব সেরারা গতির যুদ্ধে নামেন। এ বছর সেই রেসেই গ্রেট ব্রিটেন দলের হয়ে নামবেন সুজি। ফর্মুলা ওয়ানে এক সময়ের ডাকসাইটে চালক ডেভিড কুল্টহার্ডের টিমমেট হিসাবে। পুরুষ প্রধান ফর্মুলা ওয়ানের দুনিয়ায় সুজি অবশ্য ইতিমধ্যেই চর্চিত নাম। মার্সিডিজ ফর্মুলা ওয়ান দলের এক্সিকিউটিভ ডিরেক্টর টোটো উলফের স্ত্রী, তিরিশ বছরের সুজি ২০১২ থেকে উইলিয়ামস দলের সঙ্গে যুক্ত তাদের ডেভালপমেন্ট ড্রাইভার হিসাবে। রেসিং দুনিয়ায় একেবারে কার্টিং পর্যায় থেকে উঠে এসেছেন নিজের প্রতিভার জোরে। ফর্মুলা রেনোঁ, ফর্মুলা থ্রি-তে চালিয়েছেন। তার পরে মার্সিডিজ বেঞ্জের হয়ে জার্মানির টুরিং কার সিরিজ ডিটিএম-এ। শেষে ফর্মুলা ওয়ানে। তবে ডেভেলপমেন্ট ড্রাইভার নয় সুজির স্বপ্ন, এক দিন সেবাস্তিয়ান ভেটেলদের সঙ্গে পাল্লা দিতে নামবেন রীতিমতো রেস ড্রাইভার হয়ে। স্বপ্ন পূরণ হোক বা না হোক, রেস অব চ্যাম্পিয়ন্স-এ সেরাদের বিরুদ্ধে নিজের শক্তি পরীক্ষার সুযোগ পেয়ে যাচ্ছেন সুজি।

ক্ষতিপূরণের আশায় শ্রীলঙ্কা
টিম বাসে জঙ্গি হানার পর যে ভাবে তাদের দেশের ক্রিকেটারদের তড়িঘড়ি লাহৌরের বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে জন্য যে বিপুল পরিমান অর্থব্যয় হয়েছিল, তার ক্ষতিপূরণ অনেক দিন আগেই পাকিস্তান বোর্ডের কাছে চেয়ে শ্রীলঙ্কার বোর্ড। কিন্তু সেই ৩০ হাজার ডলার এখনও পায়নি তারা। ২০০৯-এর মার্চের সেই ভয়ঙ্কর জঙ্গিহানার ঘটনায় সারা ক্রিকেট দুনিয়া আতঙ্কিত হয়ে পড়েছিল। ওই ঘটনার পরই ক্রিকেটারদের লাহৌরের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ারবাস ভাড়া করেছিল শ্রীলঙ্কার বোর্ড। সেই বিমানেই সঙ্গকারারা শহর ছেড়ে চলে যান। কেউ নিহত না হলেও সেই ঘটনায় আহত হয়েছিলেন অনেকেই। সেই বিমানের ভাড়া পাকিস্তান বোর্ডেরই দেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত তা দিয়ে উঠতে পারেনি তারা।

রানার্স ভারত
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের মহিলা হকি দলকে। ফাইনালে জাপানের কাছে এক গোলে হেরে রুপো জিতলেন তাঁরা। কাকামিঘারায় নিজেদের ঘরের মাঠে ওতসুকা সিহোর দ্বিতীয় মিনিটের গোলেই জাপান এগিয়ে যায়। সারা ম্যাচে সেই গোল আর শোধ করতে পারেনি ভারত। আট মিনিটে পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে গোলকিপার সবিতা অসাধারণ পারফরম্যান্স না দেখাতে পারলে ব্যবধান আরও বাড়ত।

দেশে ফিরছেন রোচ
সচিন তেন্ডুলকরের শেষ টেস্টে থাকা হচ্ছে না এক নম্বর ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোচের। কাঁধের চোটের জন্য দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিচ্ছেন ত্রিনিদাদের ২৫ বছর বয়সি পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন এই খবর দিয়ে বলেন, “ও থাকলে হয়তো দলের পারফরম্যান্সে আরও উন্নতি হত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তা আর হচ্ছে না।” এমনিতেই রবি রামপল এবং ডোয়েন ব্র্যাভো না থাকায় দুবর্ল হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর রোচ না থাকায় আরও দুবর্ল হয়ে গেল।

শীর্ষে অশ্বিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। ইডেনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১২৪ করেন অশ্বিন, যা তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আর দু’ইনিংস মিলিয়ে বোলার অশ্বিন শেষ করলেন ৪০-১১-৯৮-৫ হিসেব নিয়ে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে একে এখন অশ্বিন। তা ছাড়া টেস্ট বোলার এবং ব্যাটসম্যানের তালিকায়ও উন্নতি করেছেন ভারতীয় স্পিনার। বোলারের তালিকায় তিনি ছ’নম্বরে, আর টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে।

সেমিফাইনালে সাদার্ন
কলিঙ্গ কাপের সেমিফাইনালে উঠল সাদার্ন সমিতি। শনিবার কটকে জোবড়া দুর্গা সিটিসি-কে ২-১ গোলে হারাল তারা। সাদার্নের দুই গোলদাতা ইনামুয়েল ও জিমো।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.