টুকরো খবর
|
ফালোপা নিয়ে ধোঁয়াশা চলছে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল কোচ নিয়ে ধোঁয়াশা কাটছে না। লাল-হলুদ কর্তারা যখন এক দিকে বলছেন, কোচ বদল নিয়ে আপাতত কোনও ভাবনা নেই তাঁদের। ঠিক তখনই কলকাতায় কোচিং করাতে যাচ্ছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আর্মান্দো কোলাসো। যাঁকে নিয়ে এই ধোঁয়াশা, সেই মার্কোস ফালোপা কিন্তু নিশ্চুপ। এ দিন ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল না। কোচ প্রচারমাধ্যমের সঙ্গে কথাও বলেননি। শনিবার ক্লাব তাঁবুতে কর্মসমিতির বৈঠকের পর ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছিলেন, কোচ বদলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফুটবল সচিব। এ দিন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “কর্মসমিতির বৈঠকের পর কোচ বদল নিয়ে আমরা কিছু ভাবছি না। ফালোপাই সোমবার অনুশীলন করাবেন।” তা হলে আর্মান্দো কলকাতার কোন দলে কোচিং করানোর ব্যাপারে গোয়ায় বন্ধুমহলে উৎসাহ দেখালেন? লাল-হলুদ কর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে না চাইলেও ময়দানে গুঞ্জন আর্মান্দোর সঙ্গে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত। তবে কর্তাদের একটা অংশ বড় ম্যাচের আগে কোচ নিয়ে এই ডামাডোল চাইছেন না। তাঁদের আশঙ্কা এর জেরে দলের ফোকাস নড়ে যেতে পারে। সেক্ষেত্রে বড় ম্যাচকেই লাইফলাইন হিসেবে ফালোপা পেতে পারেন বলে অনুমান ময়দানের। এ দিন রাতের দিকে রটে যায়, ন’টা নাগাদ ফালোপা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন কর্তাদের। ফুটবল সচিব অবশ্য এই খবর হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।
পুরনো খবর: ফালোপাকে কবে সরানো হবে তা নিয়ে ধোঁয়াশা তুঙ্গে
|
সিবিআই সম্মেলনে দ্রাবিড়
নিজস্ব প্রতিবেদন |
ক্রিকেটে দুর্নীতি যে ভাবে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে, তা নিয়ে আইনের রক্ষকরা যে কতটা দুশ্চিন্তায়, তা বোঝা যাচ্ছে দেশের এক নম্বর সরকারি তদন্ত সংস্থা সিবিআই তাদের আন্তর্জাতিক মহাসম্মেলনে রাহুল দ্রাবিড়কে আমন্ত্রণ জানানোয়। ক্রমশ বাড়তে থাকা দুর্নীতির প্রভাবে ভারতীয় ক্রিকেটের কত ক্ষতি হতে পারে এবং ক্রিকেটকে এই বিপদ থেকে কী ভাবে বাঁচানো যায়, সিবিআই কর্তা ও বিভিন্ন দেশের গোয়েন্দা দফতরের প্রতিনিধিদের তা বোঝাবেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। সোমবার নয়াদিল্লিতে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মঙ্গলবার দ্রাবিড়ের বিশেষ ‘সেশন’। ‘খেলায় নীতি ও সততা আইনের প্রয়োজনীয়তা ও সিবিআই-এর ভূমিকা’ শীর্ষক আলোচনাচক্রে দ্রাবিড়ের সঙ্গে থাকতে চলেছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস সিকিউরিটি-র ডিরেক্টর ক্রিস ইটন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধান রবি সাওয়ানি। কিন্তু কেন এই সেশন? সিবিআই মুখপাত্র কাঞ্চন প্রসাদের জবাব, “সমস্যাটার মূলে পৌঁছনোই এর প্রধান উদ্দেশ্য। খেলায় দুর্নীতিকে রুখতে সত্যিই আলাদা করে আইনের প্রয়োজন আছে কি না, তাও এই আলোচনা থেকেই উঠে আসতে পারে।” প্রায় ২০টি দেশের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
|
টেবিল টেনিস প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দীপেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল নবম উত্তরবঙ্গ রাজ্য ও আন্তঃজেলা টেবিল প্রতিযোগিতা শেষ হল। উত্তরবঙ্গ টেবিল টেনিস সংস্থার উদ্যোগে ও মালদা জেলা ক্রীড়া সংস্থা ও মালদা জেলা টেবিল টেনিস সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল টুর্নামেন্টটি। মালদা সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে ৭ নভেম্বর ১০ নভেম্বর প্রতিযোগিতাটি চলে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালদহ জেলার পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়। টুর্নামেন্টের ২৩টি বিভাগে খেলা হয় বলে জানিয়েছেন উত্তরবঙ্গ টেবিল টেনিস সংস্থার সচিব সুব্রত রায়। বিজয়ী হন সায়ন পাল রায়, রানার্স অর্ণব অধিকারী, মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন সুকন্যা বসু এবং রানার্স ঐশ্বর্য দেব। পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন বিরূপাক্ষ সাহা-সায়ন পাল রানার্স সন্দীপন দে-অমরনাথ দাস। মিক্সড ডাবলসে অর্নব অধিকারী-টেকমি সরকার জয়ী, রানার্স সায়ন পাল রায়-সুকন্যা দাস। খেলা সফল করতে মালদহ ক্রীড়া সংস্থা, মালদহ টিটি সংস্থা সহযোগিতা করেছে।
|
হারল জলপাইগুড়ি
নিজস্ব সংবাদদাতা • কামাখ্যাগুড়ি |
রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ আলিপুরদুয়ার পূর্ব মন্ডলের পরিচালনায় ৫৯ তম পশ্চিমবঙ্গ রাজ্য ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা রবিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে নদিয়া জলপাইগুড়িকে ৩-০ গোলে পরাজিত করে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী হিতেন বর্মন, বিধায়ক অনিল অধিকারী, সাংসদ মনোহর তিরকি প্রমুখ। শুক্রবার টুর্নামেন্ট শুরু হয়। ৮টি জেলা অংশ নিয়েছিল।
|
জয়ী উত্তর ২৪ পরগনা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনূর্ব্ধ ১৯ আন্তঃ জেলা স্কুল ভলিবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। ফাইনালে তারা হুগলিকে ২৫-২১, ২২-২৫, ২৫-২০ ও ২৫-১৩ পয়েন্টে হারিয়েছে। ছেলেদের বিভাগে তৃতীয় হয়েছে বর্ধমান। তারা তৃতীয় স্থান নির্ণায়ক খেলায় হাওড়াকে ২-১ সেটে হারিয়েছে।
|
রজারের লজ্জা বাড়ালেন রাফা |
বিজয়ী-বিজিত
ম্যাচ হেরে নাদালকে অভিনন্দন জানাচ্ছেন ফেডেরার। রবিবার লন্ডনে। ছবি: রয়টার্স। |
ইন্ডোর হার্ডকোর্টেও চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের কাছে হারতে হল টেনিসের সর্বকালের সেরা গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে। এত দিন রাফার বিরুদ্ধে মহাযুদ্ধে রজার ১০-২১ পিছিয়ে থাকলেও ইন্ডোর হার্ডকোর্টে কোনও দিন হারেননি। ফেডেরার এগিয়ে ছিলেন ৪-০। রবিবারই ফেডেরারের পছন্দের ইন্ডোর হার্ডকোর্টে তাঁকে প্রথম হারান নাদাল। স্ট্রেট সেটে ৫-৭, ৩-৬। হারিয়ে পৌঁছে গেলেন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ফাইনালে। সেখানে বিশ্বের এক নম্বর নাদালের সামনে অপর সেমিফাইনাল জকোভিচ-ওয়ারিঙ্কা ম্যাচের জয়ী। লন্ডনের ইন্ডোর স্টেডিয়ামে প্রথম সেটে ৪-৪ অবধি সমানে লড়েছিলেন একত্রিশ পেরোনো ফেডেরার। প্রথম সেট যখন টাইব্রেকের দিকে এগোচ্ছে, তখন দ্বাদশ গেমে পরপর চারটে ব্যাকহ্যান্ড উইনারে নাদাল ‘লভ’-এ ফেডেরারের সার্ভিস ভেঙে কার্যত ম্যাচের রাশই হাতে তুলে নেন। পরে বলেন, “জীবনের সম্ভবত সেরা মরসুমের শেষটাও পারফেক্ট হতে চলেছে।”
|
ওয়ার্নারের প্রেম |
এক অ্যাসেজের আগে ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মেরে ক্রিকেটের ব্যাড বয় হিসাবে শিরোনামে ছিলেন। মাস পাঁচেক পর আর এক অ্যাসেজ যুদ্ধে নামার আগে আবার শিরোনামে ডেভিড ওয়ার্নার। বিস্ফোরক অস্ট্রেলীয় ওপেনার এ বার হইচই ফেলেছেন অস্ট্রেলিয়ার ডাকসাইটে পেশাদার ট্রায়াথ্যালিট এবং মডেল ক্যান্ডিস ফ্যালজনের প্রেমে পড়ে! আঠাশের ফ্যালজন সমুদ্র সৈকতের সার্ফিং লাইফগার্ডও। বর্ণময় ব্যক্তিত্বের এই সুন্দরী একদা টেনিস তারকা মার্কোস বাগদাতিসের বান্ধবী ছিলেন। ক্যান্ডিসের জীবনে ওয়ার্নারের প্রবেশ ঘটার আগে তাঁর নাম জড়িয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা অলিভেরার সঙ্গেও। তবে সাতাশ বছরের ওয়ার্নার বলেছেন, “ক্যান্ডিস আমার জীবনের মানেটাই বদলে দিয়েছে। ভোর পাঁচটায় দু’জনে মিলে ব্রেকফাস্ট তৈরির মধ্যেও যে এত আনন্দ, ক্যান্ডিসকে কাছে পেয়ে জেনেছি।” সম্পর্কটা ‘খুবই সিরিয়াস’ জানিয়ে ওয়ার্নার বলেছেন যে, এক বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চান। ওয়ার্নারের কথায়, “ক্যান্ডিস হ্যাজ টেমড্ দ্য বুল”।
|
মরসুম শেষ কিমির |
আগামী বছর ফেরারি দলে ফের্নান্দো আলোন্সোর সঙ্গে তাঁর জুটি নিয়ে ফর্মুলা ওয়ান দুনিয়ার হাজারো জল্পনার মধ্যেই চলতি মরসুমের শেষ দুই রেস থেকে সরে দাঁড়ালেন কিমি রাইকোনেন। ফিনল্যান্ডের ৩৪ বছরের তারকা জানিয়েছেন, তাঁর পিঠে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তিনি আর এ বছর রেস করবেন না। ফলে আবু ধাবির রেসই লোটাস দলের সঙ্গে তাঁর শেষ রেস হয়ে রইল। মাঝে ফর্মুলা ওয়ান ছেড়ে যাওয়া প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে রেসিংয়ের সর্বোচ্চ আসরে ফিরিয়েছিল লোটাস। কিন্তু কিমি আচমকা ফেরারিতে যোগ দেওয়ায় লোটাসের সঙ্গে তাঁর সম্পর্ক শীতল হতে শুরু করে। চলতি মরসুমে চালকদের চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে থাকা রাইকোনেন আবু ধাবি রেসের আগে বলে বসেন, লোটাস তাঁকে সারা বছর বেতন দেয়নি। এবং বকেয়া না মেটালে শেষ দুই রেস বয়কট করবেন তিনি।
|
অধিনায়কের শাস্তি |
টিমমেটকে মারধর করায় দু’ম্যাচ সাসপেন্ড হলেন কেনিয়ার ক্রিকেট অধিনায়ক কলিনস ওবুয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামার আগে দু’টো প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। ২০০৩ বিশ্বকাপে কেনিয়াকে সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক ওবুয়া সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে দলের ওপেনার ইরফান করিমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। তীব্র কথাকাটাকাটি থেকে করিমকে মেরে বসেন ওবুয়া। কেনিয়া ক্রিকেটের শৃঙ্খলারক্ষা কমিটি করিমকেও এক ম্যাচ সাসপেন্ড করেছে।
|
এশীয় হকিতে ভারত পাঁচে |
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ওমানকে ৬-১ হারিয়ে পঞ্চম স্থানে শেষ করল ভারতের পুরুষ হকি দল। গতকাল ভারতের মেয়েরা ফাইনালে হেরে রানার্স হয়েছিলেন। জাপানের কাকামিগাহারায় এ দিন পঞ্চম স্থানের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখায় তরুণ প্লেয়ারে ভরা ভারতীয় দল। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কোঠাজিৎ সিংহ প্রথম গোল করার পর থেকে বিপক্ষ ম্যাচে ফিরতে পারেনি। বাকি গোল গুরিন্দর সিংহ, আকাশদীপ (৩) ও মালেক সিংহের।
|
হার অনির্বাণদের |
রুদ্ধশ্বাস শেষ রাউন্ডে যুদ্ধটা কার্যত দাঁড়িয়েছিল এপার বাংলা বনাম ওপার বাংলা। একেবারে শেষ হোল-এ কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া বার্ডি ফস্কানোয় বাজিমাত করে গেলেন বাংলাদেশের মহম্মদ সিদ্দিকুর। মাত্র এক শটের ব্যবধানে বাঙালি অনির্বাণ লাহিড়ী আর বাংলার শিবশঙ্করকে পিছনে ফেলে ১২৫০ মার্কিন ডলার পুরস্কার মূল্যের ইন্ডিয়ান ওপেন গল্ফ জিতে নিলেন বাংলাদেশের ছেলে। যুগ্ম দ্বিতীয় অনির্বাণ আর শিবশঙ্কর। |
|