এক বছরেই ঝলমলে ইকো পার্ক
ত বছর ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন নিউ টাউনের ইকো পার্ক। নিজেই সে পার্কের নাম দিয়েছিলেন ‘প্রকৃতি তীর্থ’। এক বছর কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় ওই পার্কে বিশ্ব বাংলা হাট থেকে শুরু করে ১৮ মিটার উচ্চতা, ৯০ মিটার বিস্তারের ভাসমান মিউজিক্যাল ঝর্না, প্রজাপতি পার্ক-সহ ১২টি আকর্ষণীয় প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
নাচে আলো নাচে...রাজারহাটের ইকো পার্কে ভাসমান সুরেলা ঝর্নায়
আলোর খেলা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার। —নিজস্ব চিত্র।
রাজারহাটের ৪৮০ একর জমিতে তৈরি হয়েছে পরিবেশবান্ধব এই ভ্রমণ কেন্দ্র ইকো ট্যুরিজম পার্ক। পার্কের চত্বরের মধ্যে রয়েছে ২০০ একরের জলাশয়ও। সেখানে শুরু হয়েছে নৌকাবিহার। চালু হয়েছে ফুড কোর্টও। শীত পড়তেই সেখানে ঢল সাধারণ মানুষের। এ দিন মুখ্যমন্ত্রী ১২টি প্রকল্পের উদ্বোধন করার সঙ্গে সঙ্গে সেগুলিও সাধারণের জন্য খুলে গেল। শহরের একমাত্র মোমের মূর্তির সংগ্রহশালারও ভিত্তিপ্রস্তরও স্থাপন হল এ দিন। সেই সঙ্গে এ দিন হিডকোর উদ্যোগে প্রকৃতি তীর্থের ভিতরেই এলসিডি পর্দায় দেখানো হল ‘চাঁদের পাহাড়’। অনুষ্ঠানের শেষে নায়ক দেবের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী দেখেন ছবিটি। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন প্রমুখ। জলাশয়ে যে ইকো-আইল্যান্ড হয়েছে, মুখ্যমন্ত্রী তার নাম রেখেছেন ‘সবুজ সাথী’। সেখানে পৌঁছতে হবে ভাসমান জেটির মাধ্যমে। সবুজ সাথীতে ব্যবস্থা করা হয়েছে আধুনিক ব্যাঙ্কোয়েট হলের। ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া যাবে সেই হল।

পুরনো খবর:

মন্ত্রীবদলে বন্ধ ‘পাইথন বাড়ি’
বনমন্ত্রী বদলের জেরে পিছিয়ে গেল রসিকবিলে পাইথনের নয়া আবাসস্থল তৈরির কাজ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খরচ করে রসিকবিল মিনি জু এলাকায় পাইথন রাখার জন্য নতুন ওই আবাসস্থল তৈরি করা হয়েছে। কাচের ঘেরাটোপ, নকল পাহাড়ে সাজানো এলাকাটি ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে ঠিক হয়। প্রাক্তন বনমন্ত্রী হিতেন বর্মন উদ্বোধন করছেন লেখা ফলক নয়া আবাস স্থলের সামনে বসানো হয়। যদিও বনমন্ত্রী বদলের জেরে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের সঙ্গে কথা বলে নয়া তারিখ ঠিক করা হবে। এ দিন ফলকটিও খুলে ফেলা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বিনয়বাবু বলেনস “জেলায় ফিরে দ্রুত ওই পাইথন আবাসস্থল চালুর উদ্যোগ নেব।” মন্ত্রী বদলের ওই ঘটনায় ৩০ ডিসেম্বর কোচবিহারে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও এদিন নতুন করে ছাপানো হয়েছে। বনমন্ত্রী হিসাবে হিতেন বর্মনের নাম ছাপানো কয়েকশ আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। শুক্রবার বিনয় বর্মনের নামে চিঠি বিলি করেন উদ্যোক্তারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.