বেড়াল মায়ের কোলে নিশ্চিন্তে ছোট্ট নোল্যান্ড
|
চোখ ফোটার আগেই মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। এক দিনের পিটবুল কুকুরছানাটিকে জঞ্জালের
স্তূপে খুঁজে পায় ক্লিভল্যান্ডের একটি পশু-সুরক্ষা সংগঠন। তার গায়ে তখন মাছি ভনভন করছে। মৃতপ্রায় দশা।
সংগঠনের কর্মীরা ছানাটিকে তুলে দেয় লারলিনের হাতে। থুরি থাবায়! লারলিন আসলে বেড়াল। সদ্য মা হয়েছে।
নিজের তিন ছেলেমেয়ের সঙ্গেই কুকুরছানাটিকে সযত্নে ‘মানুষ’ করতে শুরু করে সে। তার নাম রাখা নোল্যান্ড।
পিটবুল সাধারণত হিংস্র প্রকৃতির কুকুর। কিন্তু লারলিনের যত্ন, ভালবাসায় প্রকৃতির নিয়ম ভাঙে সহজেই।
শুধু লারলিনই নয়, তার ছানাদের সঙ্গেও বেশ ভাব হয়ে গিয়েছে নোল্যান্ডের। সম্প্রতি
লারলেন-নোল্যান্ডের
খবর
ছড়িয়ে পড়েছিল চারপাশে। আর তাতে তাদের নামে সংগঠনের
ঠিকানায়
পৌঁছে গিয়েছে প্রায় ২৫ হাজার ডলার উপহার। ছবি: এপি।
|
ডানা ভাঙা দুই লক্ষ্মীপেঁচার চিকিৎসা চলছে পশু হাসপাতালে। বহরমপুরে তোলা নিজস্ব চিত্র।
|
মধু সংগ্রহ। দুবরাজপুরে। ছবি: দয়াল সেনগুপ্ত।
|
আমুর চিতাবাঘ, নাম চিল্কা। বয়স চার মাস। রাশিয়া আর চিনের সীমান্তেই মূলত
এদের দেখতে
পাওয়া যায়। যদিও সংখ্যা কমতে কমতে এখন বিপন্নপ্রায় এরা।
শুক্রবার ফ্রান্সের লিয়ঁ শহরের একটি সংরক্ষিত এলাকায়। ছবি: এএফপি।
|
মধু চাষ। বালুরঘাটে মৌমাছি পালনের ছবিটি তুলেছেন অমিত মোহান্ত।
|