রবিবাসরীয় ভোরের অপেক্ষায় শহর। এক ঝটকায় শীতের আলসেমি ঝেড়ে দৌড়ের প্রস্তুতি সারা। দৌড় কলকাতা ম্যারাথনের। উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে এ বার ম্যারাথন ঘিরে। শহরবাসীর সঙ্গে পা মেলাতে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকাও।
সৌরভের মতো কলকাতা ম্যারাথনে অংশ নেবে সিএবি-ও। সিএবি-র কর্তা ও প্লেয়ার মিলিয়ে মোট একশো জন আজ রবিবার ‘দিল দিয়ে দৌড়বেন’ দারিদ্রসীমার নীচে থাকা ক্যানসার রোগীদের জন্য। সিএবি-র তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ছ’টায় ইডেনে উপস্থিত থাকবেন সিএবি কর্তা এবং ক্রিকেটাররা। সকাল সাতটায় রেড রোড থেকে দৌড় শুরু হবে। আয়োজকদের কথায় যা ‘ফান রান’।
তবে তার আগে কাঁটায় কাঁটায় সকাল ছ’টায় শুরু হবে মূল ম্যারাথন। যার সূচনা করবেন রাজ্যপাল এমকে নারায়ণন। ৪২.১৯৫ কিমি কলকাতা ম্যারাথনে যোগ দেওয়ার জন্য আগ্রহ কতটা তুঙ্গে সেটা শনিবার রাত থেকেই স্পষ্ট। এ দিন, রাত সাড়ে এগারোটা পর্যন্ত খবর, অংশ নিচ্ছেন প্রায় সাড়ে বারো হাজার প্রতিযোগী। রেস শুরুর আগের রাতেও নাম দেওয়ার জন্য লম্বা লাইন রেড রোডে। ম্যারাথন উপলক্ষ্যে সেজেও উঠেছে কলকাতার রাজপথ। এ দিনই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছেন মহিলাদের দূরপাল্লার অ্যাথলিট সুধা সিংহ। গত বারের রানার্স অঙ্গদ সিংহ-সহ দেশের ম্যারাথন সার্কিটের প্রথম সারির বেশ কয়েকজন প্রতিযোগী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহীরাও চলে এসেছেন কলকাতায়। শহরের প্রথম শ্রেণির পঁচিশটি স্কুলের ছাত্রছাত্রীদেরও দৌড়তে দেখা যাবে। |