|
|
|
|
স্মৃতি উস্কে ফেডেরার বনাম হিউইট
সংবাদ সংস্থা • ব্রিসবেন |
তারুণ্যের দাপটের যুগে ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে মুখোমুখি বত্রিশের দুই ‘বুড়ো’!
সময়ের চাকা প্রায় সতেরো বছর পিছিয়ে দিয়ে রবিবার ট্রফির লড়াইয়ে নামছেন দুই পুরনো প্রতিদ্বন্দ্বী, রজার ফেডেরার ও লেটন হিউইট। এ দিন সেমিফাইনালে যাঁরা বয়স এবং ক্লান্তিকে হারিয়ে জিতলেন নিজেদের থেকে বেশ ছোট দুই প্রতিপক্ষের বিরুদ্ধে। কুইন্সল্যান্ড টেনিস সেন্টারের একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টুর্নামেন্টের শীর্ষ বাছাই ফেডেরার বিশ্বের ৩৪ নম্বর, ফ্রান্সের ছাব্বিশ বছরের জেরেমি শার্ডির কাছে এক সেট খুইয়ে শেষ পর্যন্ত জিতলেন ৬-৩, ৬-৭ (৩-৭), ৬-৩। চব্বিশ বছরের জাপানি কেই নিশিকোরিকে ৫-৭, ৬-৪, ৬-৩ মাত দিতে হিউইটের লাগল ফেডেরারের তুলনায় আরও ৩৫ মিনিট বেশি। |
|
গত বছরের গোড়া থেকে টানা খারাপ ফর্ম চলছিল ফেডেরারের। জেতেন একমাত্র গ্যারি ওয়েবার ওপেন। যে কারণে নতুন মরসুমে নিজের টেনিসে নতুন গতি আনতে স্তেফান এডবার্গের সাহায্য নিচ্ছেন। অস্ট্রেলীয় ওপেনে দেখা যাবে ফেডেরার-এডবার্গ নতুন জোট। তবে অস্ট্রেলীয় ওপেনের প্রস্তুতি পর্বের এই টুর্নামেন্টে পুরনো বন্ধুর বিরুদ্ধে ফাইনালের আগে এ দিন নস্ট্যালজিয়ায় ভাসলেন বিশ্বের ছ’নম্বর। বললেন, “সতেরো বছর আগে আমাদের দু’জনের কোচরা বেস্ট ফ্রেন্ড ছিল। আর কেরিয়ারের গোড়ায় লেটনের সামনে পড়লেই ভুগতাম আমি।” হিউইট আবার বলেছেন, “গ্র্যান্ড স্ল্যাম, ডেভিস কাপ মিলিয়ে আমরা বহুবার মুখোমুখি হয়েছি। এ বারও যুদ্ধ জমবে বলেই মনে হচ্ছে।”
রবিবারের ফাইনাল ফিরিয়ে আনছে সেই যুগের স্মৃতি, যখন রজার ফেডেরার বনাম লেটন হিউইট টেনিসের অন্যতম ধুন্ধুমার যুদ্ধ ছিল। রবিবারের ফাইনালে বিশ্বের দুই প্রাক্তন এক নম্বর কোর্টে আবার তোলপাড় ফেলতে পারেন কি না সেটা দেখার। তবে একটা তথ্য অবাক করছে দু’জনকেই।
সতেরো বছরে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ফাইনালে মুখোমুখি বত্রিশের দুই তারকা! |
পুরনো খবর: এখনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারি: ফেডেরার |
|
|
|
|
|