|
|
|
|
এডবার্গ স্টাইলে খেলতে চান |
এখনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারি: ফেডেরার
নিজস্ব প্রতিবেদন |
গত মরসুমে ট্রফি ক্যাবিনেটে ওঠেনি কোনও গ্র্যান্ড স্ল্যাম। বিশ্ব র্যাঙ্কিংয়েও নেমে গিয়েছেন অষ্টম স্থানে। অনেক টেনিস বিশেষজ্ঞের মন্তব্য, আর হয়তো তাঁর মধ্যে বড় মঞ্চে জেতার সেই পুরনো ঝাঁঝ নেই। আর কোনও গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাওয়ার ক্ষমতা নেই। কিন্তু স্বয়ং রজার ফেডেরার জানিয়ে দিলেন, ফেডেরার-অধ্যায়ের শেষ লিখে ফেলার সময় এখনও আসেনি। ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর মধ্যে আজও জেতার খিদে আছে আগের মতোই তীব্র।
তাঁর ২০১৪ এটিপি মরসুম প্রথম সপ্তাহেই শুরু করে দিতে ব্রিসবেনে পৌঁছে ফেডেরারের হুঙ্কার, “ভাল খেলতে পারলে আমি সব সময় বিশ্বাস করি যে, এখনও উইম্বলডন জিততে পারব।” ফেডেরারের আত্মবিশ্বাসের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে নিজের পুনরুত্থানের আসন্ন লড়াইয়ের অঙ্গীকারও। ব্রিসবেন ওপনে দ্বিতীয় রাউন্ডে ‘বাই’ পাওয়া ফেডেরারের সংযোজন, “নতুন মরসুমে অস্ট্রেলীয়, ফরাসি ও যুক্তরাষ্ট্র ওপেনেও ভাল ফল করার আশা রাখছি। আমাকে আবার প্রমাণ করতে হবে, আজও সুযোগের সদ্ব্যবহার করতে পারি আর বড় মঞ্চে জেতার ক্ষমতা রাখি।” |
মগ্ন অনুশীলন। ব্রিসবেনে সোমবার। ছবি: এপি। |
অস্ট্রেলীয় ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে এ বার তাঁর দীর্ঘ কেরিয়ারে প্রথম বার ব্রিসবেন ওপেনে খেলছেন ফেডেরার। ফের গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের স্বাদ পেতে নিজের কোচিং দলে যোগ করেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা স্তেফান এডবার্গকে। ছয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সুইড বিখ্যাত ছিলেন সার্ভ আর ভলি প্লেয়ার হিসাবে। এডবার্গের খেলার ধরন অনুকরণ করতে ইচ্ছুক জানিয়ে ফেডেরার বলেছেন, “এডবার্গের মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। স্লো কোর্টগুলোয় সার্ভিস আর ভলির উপরেই ভরসা করব, না নেটের সামনে খেলব, সেটাই আমার প্রথম জিজ্ঞাস্য স্তেফানের কাছে। কারণ এই বিষয় অনেক বার কথা বলেছি আমার আর এক কোচ লুথি-র সঙ্গে। তবু কোনও সমাধানে পৌঁছতে পারিনি।”
শুধুমাত্র খেলার ধরন নিয়ে নয়, বিশ্বমানের টেনিস প্রতিভাদের বিরুদ্ধে কী ছক নিয়ে কোর্টে নামবেন, তার নীল নক্সাও এক প্রকার তৈরি করে ফেলেছেন ফেডেরার। “শুরুর থেকেই অনেক বেশি আক্রমণাত্মক খেলতে হবে এ বার। ম্যাচের উপরে নিজের প্রভাব কায়েম করতে হবে। বড় টেনিস প্লেয়ারদের সঙ্গে প্রতি মিনিটে লড়াই করতে হবে। খুব বেশি শট মিস করলে চলবে না,” বলেন ফেড-এক্স।
নতুন মরসুমেও নাদাল এবং জকোভিচের দাপট বজায় থাকবে সেই কথাই মনে করছেন ফেডেরার। বলেন, “আমার মতে জকোভিচ আর নাদাল নতুন মরসুমের সবচেয়ে বড় বাজি। ওদের হারানোই আসল চ্যালেঞ্জ।” পাশাপাশি উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে কোর্টে ফিরতে দেখে খুশি ফেডেরার বলেছেন, “খুব ভাল যে, মারে কয়েকটা প্রদর্শনী ম্যাচ খেলতে পেরেছে। ওর আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু অস্ট্রেলীয় ওপেনে পাঁচ সেটের লড়াই কঠিন পরীক্ষা মারের জন্য।” |
|
|
|
|
|