|
|
|
|
ডিডিসিএ-র উইকেট নিতে পারলেন না বেদী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পারলেন না বিষেণ সিংহ বেদী! ডিডিসিএ-র নির্বাচনে এস পি বনশল গোষ্ঠী সত্তর শতাংশের উপর প্রক্সি ভোট নিজেদের দখলে রেখে হারালেন করলেন বেদী-আকাশলাল-কীর্তি আজাদদের দলকে।
দিল্লি ক্রিকেট সংস্থার নির্বাচনে চিরকাল প্রক্সি ভোটেরই জয়জয়কার। অতীতেও বেদীরা অনেক বার চেষ্টা করে নির্বাচনে প্রক্সি ভোট বন্ধ করাতে ব্যর্থ হয়েছেন। এ বারও তাই হল। বিজেপি সাংসদ এবং ডিডিসিএ-র বর্তমান প্রেসিডেন্ট অরুণ জেটলি এই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই বেদী-আকাশলাল-কীর্তি আজাদ-মদনলাল-সুরিন্দর খন্নার মত প্রাক্তন টেস্ট ক্রিকেটাররা একজোট হয়ে বনশল-সুনীল দেব-চেতন চৌহানদের হটানোর সর্বাত্মক চেষ্টা করেও বিফল হলেন। বকলমে ক্ষমতায় থেকে গেলেন অরুণ জেটলি। ক্রিকেটমহলে অনেকের তবু ধারণা, বেদীরা অন্তত পরিবর্তনের জন্য একটা আওয়াজ তুলেছিলেন। জিততে না পারুন, একটা প্রভাব ফেললেন।
ডিডিসিএ-র মোট ৪৩০০ ভোটের মধ্যে ৩৪০০ ভোট এ দিন দুপুরের মধ্যেই চলে আসে বনশলদের পকেটে। তাঁদের গোষ্ঠীর চেতন চৌহান সাংবাদিকদের বলেন “তেতাল্লিশ হাজার ভোটের মধ্যে বিকেল চারটের মধ্যেই আমরা চৌত্রিশশো প্রক্সি ভোট জমা দিয়ে সত্তর শতাংশের উপর ভোট নিজেদের দখলে রেখে দিয়ে নির্বাচন বিপুল ভাবে জিতে গিয়েছি। ডিডিসিএ-র সদস্যরা আমাদের উপর ভরসা রেখে বিষেণ বেদীর গোষ্ঠীকে প্রত্যাখ্যান করেছে।” হবু প্রেসিডেন্ট বনশল বলেন, “বেদীরা প্রক্সি ভোটের বিরুদ্ধে যতই চেঁচাক না কেন, আসলে কোম্পানি অ্যাক্ট-এ প্রক্সি ভোট দেওয়ার নিয়ম রয়েছে এবং সেটা বেআইনি নয়। সুতরাং ওদের এত চেঁচামেচি করার কিছু নেই। ওরা যে বলে বেড়াচ্ছে যে, ডিডিসিএ-র ফান্ডের টাকা নয়ছয় করা হচ্ছে, বা বয়স ভাড়িয়ে ক্রিকেটারদের জুনিয়র টুর্নামেন্টে খেলানো হচ্ছে, সেগুলোর একটাও ঠিক নয়।” সুনীল দেব আবার বরং বলেন “আসলে প্রক্সি ভোটের নিয়মটা ডিডিসিএ-তে বাইরের অবাঞ্ছিত লোকেদের প্রবেশ বন্ধ করতে আমাদের দারুণ ভাবে সাহায্য করে।”
অন্য দিকে হেরে গিয়ে কীর্তি আজাদ বলেন “ডিডিসিএ-র নির্বাচনের বিরুদ্ধে আমরা আদালতে যাচ্ছি। কারণ আমরা চাই ডিডিসিএ-কে কোম্পানি হিসেবে ধরা যেন না হয়। সেই কারণে ডিডিসিএ কমিটি ভেঙে দিক কোর্ট।” এ দিন ডিডিসিএ-র নতুন প্রেসিডেন্ট হয়েছেন এস পি বনশল। তিন ভাইস প্রেসিডেন্ট: চেতন চৌহান, সি কে খন্না এবং গঙ্গা প্রসাদ গুপ্তা। সচিব: অনিল খন্না। ক্রীড়া সচিব: সুনীল দেব। |
|
|
|
|
|