|
|
|
|
নিজেদের মাঠ নেই, পেনরা যাচ্ছেন হাওড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপের প্রস্তুতির জন্য মহমেডানকে যেতে হচ্ছে হাওড়ায়। ঘাসের মাঠে অনুশীলন করার জন্য। নিজেদের মাঠ থাকা সত্ত্বেও। কেন?
প্রায় দু’বছর ধরে মহমেডান মাঠে কাজ চলছে। এখনও যা শেষ হয়নি। মাঠ-সচিব কামরুদ্দিন বললেন, “এই মুহূর্তে পাইপ লাইনের কাজ হচ্ছে। মাঠ পুরো তৈরি হতে এপ্রিল মাস হয়ে যাবে।” অগত্যা হাওড়া স্টেডিয়ামই ভরসা সাদা-কালোর নতুন কোচ সঞ্জয় সেনের, যিনি সোমবার থেকে সরকারি ভাবে মহমেডান অনুশীলনে যোগ দিলেন। সঞ্জয় অবশ্য চেয়েছিলেন ১ জানুয়ারি থেকে হাওড়ায় অনুশীলন করাতে। কিন্তু কলকাতা লিগের সূচি পরিবর্তন হওয়ায় নতুন বছরের দ্বিতীয় দিন মোগা-চিডিদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মহমেডানের। তাই ৩ জানুয়ারি থেকে হাওড়া স্টেডিয়ামে অনুশীলন করবেন পেন-জোসিমাররা। সঞ্জয় বললেন, “ফেড কাপ স্বাভাবিক ঘাসের মাঠে হবে। মহমেডানের মাঠ এখনও তৈরি নয়। তাই হাওড়া স্টেডিয়ামে স্বাভাবিক ঘাসে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছি।”
এ দিকে টোলগেকে ছেড়ে দেওয়ার পর মহমেডানে এখনও নতুন কোনও বিদেশি ট্রায়ালে আসেননি। আর্থিক সমস্যা থাকায় এখনই চতুর্থ বিদেশি নেওয়ার কথা নাকি ভাবছেন না ক্লাব-কর্তারা। রহিম নবিদের নতুন কোচও বললেন, “একমাত্র ভাল বিদেশি স্ট্রাইকার পেলে তবেই নেব। কিন্তু চতুর্থ বিদেশি নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নই। তিন জন বিদেশিকে দিয়েই তো এখন কাজ চলে যাচ্ছে।” এমনকী শোনা যাচ্ছে, মহমেডানের আর্থিক সমস্যার কারণেই শেষ পর্যন্ত গোয়ায় চলে গিয়েছেন সঞ্জু প্রধান। সোমবার ডেম্পোতে সই করলেন আইএমজি রিলায়্যান্সের ফুটবলারটি। গোয়ায় সঞ্জুকে ফোনে ধরা হলে বললেন, “মহমেডান কর্তারা সই করানোর তারিখ বারবার পিছিয়ে যাচ্ছিলেন। খোলাখুলিও কিছু বলছিলেন না। সেই সময় ডেম্পোর প্রস্তাব পাই। এ দিন, গোয়া এসে সই-ও করে ফেললাম।”
এ দিকে, র্যান্টিকে ফেড কাপের আগে কোনও ভাবেই ইউনাইটেড স্পোর্টস ছাড়ছে না। সে কথা ডেম্পোকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নাইজিরীয় গোলমেশিন। ফেড কাপ সামনে। তাই আর র্যান্টির জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি গত বছর চার্চিলে খেলা লেবানিজ আক্রমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ডেম্পো। আর্থার পাপাসের সহকারী মরিসিয়ো আফন্সো ফোনে বললেন, “র্যান্টি ফেড কাপের আগে রিলিজ পাবে না বলেই জানিয়েছে। তাই আক্রামের সঙ্গে যোগাযোগ করা হয়। ওর সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।” |
|
|
|
|
|