l
Anandabazar Patrika Epaper
l
Online Recharge
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Apps
l
My Anandabazar Apps
আজকের শিরোনাম
• তৃণমূল থেকে সাসপেন্ড কুণাল ঘোষ
• বিরোধীহীন মনোনয়ন পেশ শ্রীনির
• জঙ্গি অনুপ্রবেশ, জম্মু-কাশ্মীর জুড়ে সতর্কতা
বিস্তারিত...
দাগি মুছতে কামান দাগা
অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার ডাক রাহুলের
জয়ন্ত ঘোষাল • ওয়াশিংটন
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
পাঁচ মিনিটের একটা ঝড়। আর তাতেই ছন্নছাড়া হয়ে গেল কংগ্রেস এবং সরকারের অন্দরমহল। প্রশ্ন উঠে গেল প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ভবিষ্যৎ নিয়েও। সাজাপ্রাপ্ত সাংসদ-বিধায়কদের সুপ্রিম কোর্টের রায়ের হাত থেকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের জারি করা অর্ডিন্যান্স ঘিরে বিতর্ক চলছিলই। গত কালই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই অর্ডিন্যান্সে সই না-করার আর্জি জানিয়ে এসেছেন বিজেপি নেতারা। রাষ্ট্রপতি নিজেও তিন কেন্দ্রীয় মন্ত্রীকে ডেকে পাঠিয়ে অর্ডিন্যান্সের ব্যাখ্যা চেয়েছেন। এই পরিস্থিতিতে আজ দিল্লি প্রেস ক্লাবে কংগ্রেসের প্রধান মুখপাত্র অজয় মাকেনের সাংবাদিক সম্মেলনে আচমকা হাজির হয়ে দলের সহ সভাপতি রাহুল গাঁধী বলে দিলেন, “আমার মতে, সরকার যে অর্ডিন্যান্স এনেছে, সেটা একেবারে ফালতু (ননসেন্স)। ওটা টুকরো টুকরো করে ছিঁড়ে ছুড়ে ফেলে দেওয়া উচিত।”
বিস্তারিত...
না-ভোটেরও অধিকার চাই, বলল আদালত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
নির্বাচনে স্বচ্ছতা এবং সংস্কারের পথে আরও এক ধাপ। কোনও প্রার্থীকেই পছন্দ না হলে এ বার থেকে ভোট দিয়ে সেই মত প্রকাশের অধিকার ভোটারদের হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ এক ঐতিহাসিক রায়ে বলেছে, বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) বা ব্যালটে ‘উপরের কোনও প্রার্থীকেই নয়’ বলে একটি বোতাম বা চিহ্ন রাখতে হবে। যে বোতাম টিপে বা যে চিহ্নে ছাপ দিয়ে ভোটার নিজের অসন্তোষ নথিভুক্ত করতে পারবেন। এই ব্যবস্থা রাজনৈতিক দুর্নীতি, দাগি প্রার্থী আর পেশিশক্তির বিরুদ্ধে প্রতিবাদের বড় অস্ত্র হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। এই রায়ের পরে পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনেই ইভিএমে এমন বোতাম রাখার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ‘পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ’ (পিইউসিএল) নামে একটি বেসরকারি সংস্থার আবেদন করা মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানায়, কোনও প্রার্থীকেই ভোট না দিয়ে তাঁদের প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে নাগরিকদের।
বিস্তারিত...
নিন্দা কোর্টের, শ্রীনি তবু কাঁটার মুকুটেও রাজি
গৌতম ভট্টাচার্য • কলকাতা
আদিত্যপ্রতাপ বর্মাকে গত ক’দিন ধরেই তাঁর বন্ধুরা বলছেন, “বিগ বসের জন্য তুই হলি একেবারে আদর্শ ক্যান্ডিডেট।” বন্ধুদের বিশ্বাস, পরের বার বিগ বস হাউসে যদি আদিত্যকে দেখা যায়, তা হলে তিনি মুহূর্তে হিট হতে বাধ্য। প্রতিদ্বন্দ্বী নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে তাঁর ততটাই মিল, যতটা বিস্কুট আর পাঁঠার মাংসে। শ্রীনি ক্রিকেটবিশ্বে বহু বছর ধরে বহু আলোচিত নাম। আদিত্য যতই বিহার ক্রিকেট সংস্থার সচিব হোন না কেন, মাত্র ক’দিন আগেও গুগল তাঁর অস্তিত্ব স্বীকার করার কোনও কারণ দেখেনি। আদিত্যর মোট যত শার্ট-প্যান্ট আছে, শ্রীনির শুধু সাফারি স্যুটের সংখ্যা তার চেয়ে বেশি। শোনা যায়, শ্রীনির আছে ছত্রিশটা বিদেশি গাড়ি। আদিত্য সেখানে নিজেই বড়াই করে বলেন, তিনি সুপ্রিম কোর্টের একমাত্র আবেদনকারী, যিনি কি না অটোয় করে সর্বোচ্চ বিচারালয়ে নামেন! ইশপের গল্পে এক জন যদি খরগোশ হন, এক জন মার্কামারা কচ্ছপ।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
• ‘যত দিন এন শ্রীনিবাসনরা থাকবে, তত দিন একটা আদিত্য বর্মাও থাকবে’
• শ্রীনি আর চেয়ারে বসারই যোগ্য কি না, এ বার সেই বিচার
খুনের মামলায় অধীরের বিরুদ্ধে পরোয়ানা
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
শুভাশিস সৈয়দ • বহরমপুর
ফের খুনের মামলায় জড়িয়ে পড়লেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পরে ১৫ মে বহরমপুরে কামাল শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করা হয়। সেই ঘটনার দু’বছর চার মাস পরে গত বুধবার পুলিশ চার্জশিট দিয়েছে। তাতেই রেল প্রতিমন্ত্রী অধীরবাবুর নাম রয়েছে। চার্জশিটে মন্ত্রীকে ‘পলাতক’ বলে উল্লেখ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। অধীরবাবু সহ মোট ১০ জনের নাম রয়েছে ওই চার্জশিটে। আরও এক অভিযুক্ত লোচন বাগদি ওরফে হাজরাও ‘পলাতক’। বাকি ৮ জন জেল হেফাজতে। তার মধ্যে চার জন জামিন পেলেও অন্য মামলায় জেলেই রয়েছেন। সকলের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১২০বি (ষড়যন্ত্র), ৩৪ (এক সঙ্গে অনেকে মিলে অপরাধমূলক কাজে জড়ানো) ধারায় অভিযোগ রয়েছে।
বিস্তারিত...
• থিম আর সাবেকিয়ানার মেলবন্ধন মণ্ডপ জুড়ে
• পুরাণের পাশাপাশি সচেতনতার পাঠও
• দুঃখেই আনন্দের রসদ খুঁজবে উৎসবের শহর
• উজ্জ্বল রং শাড়িতেই পুজোয় নজরকাড়া
• ক্লাবের পুজোতেও এ বার আর্থিক সাহায্য রাজ্যের
তামাঙ্গ জিটিএ প্রধান, সংঘাতের বার্তা মোর্চার
কিশোর সাহা • শিলিগুড়ি
রেজা প্রধান • দার্জিলিং
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চালানোর পথে হাঁটলেও রাজ্য সরকারের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা বজায় রাখলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। শুক্রবার দার্জিলিঙের ভানু ভবনে জিটিএ-র নতুন ‘চিফ এগজিকিউটিভ’ পদে মনোনীত করা হল জেলবন্দি বিনয় তামাঙ্গকে। তামাঙ্গের বিরুদ্ধে ২০১১ সালে নাগরাকাটায় ভাঙচুর, আগুন লাগানো, শিপ চুতে পুলিশের সঙ্গে সংঘর্ষ-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। মোর্চার অন্দরের খবর, রাজ্য সরকার যাঁকে পাহাড়ে সাম্প্রতিক অশান্তিতে গুরুঙ্গের অন্যতম মদতদাতা বলে সন্দেহ করছে, তাঁকেই জিটিএ-র সর্বোচ্চ পদে মনোনীত করে সংঘাত অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন গুরুঙ্গ। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির কথায়, “রাজ্য নতুন চিফ-এর নাম চেয়েছিল। তা দেওয়া হয়েছে। এখন কী ভাবে, কী হবে সেটা রাজ্য ঠিক করবে। আমরা রাজ্যের কোর্টে বল গড়িয়ে দিয়েছি।”
বিস্তারিত...
আমরি-র আর্জি মেনে বার্তা শিল্পবন্ধু মমতারই
পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা
প্রশাসনের অনুমোদন চেয়ে গত দেড় বছরে নয় নয় করে এগারোটি চিঠি লিখেছিলেন ওঁরা। জবাব ছিল একটাই ফাইল রয়েছে ম্যাডামের কাছে। তিনি সবুজ সঙ্কেত না-দিলে অনুমতি মিলবে না। অবশেষে সবুজ সঙ্কেত মিলল। যাকে নতুন এক পরিবর্তনেরও সঙ্কেত বলে মনে করছেন রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। ওঁদের দাবি, আপাতদৃষ্টিতে বিষয়টির সঙ্গে আমরি হাসপাতালের তিনটি ভবন (মেন বিল্ডিং, অ্যানেক্স-টু এবং আমরি ডায়াবেটিক ক্লিনিক তথা নার্সিং ট্রেনিং স্কুল) পুনরায় চালু করতে দেওয়ার সিদ্ধান্ত জড়িয়ে থাকলেও এর মাধ্যমে আর একটা গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝাতে চাইলেন, রাজ্যের শিল্পে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে আগের ভাবমূর্তি অনেকটাই ঝেড়ে ফেলে কার্যত ‘শিল্পবন্ধু’-র ভূমিকা নিতে চলেছেন তিনি।
বিস্তারিত...
বিনোদন
• দুর্গাপুরে এসে ডেঙ্গি নিয়ে ফিরলেন রণবীর
সুসম্পর্কই দিশা মনমোহন-ওবামা বৈঠকে
জয়ন্ত ঘোষাল • ওয়াশিংটন
বড় শক্তির তরফে চাপ নয়, বরং পরস্পরের প্রতি মর্যাদার মনোভাব নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা এল হোয়াইট হাউস থেকে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়ে দিলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসের মোকাবিলা থেকে শুরু করে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, এমনকী বিশ্বের তেল বাজারকে আরও স্বচ্ছ করে তোলার মতো বিষয়েও ভারতকে গুরুত্বপূর্ণ শরিক হিসেবেই দেখছে আমেরিকা। পাকিস্তান যে বিশ্বে সন্ত্রাসের আঁতুড়ঘর, বৈঠকে সেই প্রসঙ্গ তোলেন মনমোহন। বলেন, জম্মুতে সাম্প্রতিক জঙ্গি হামলার কথাও। বৈঠকে ও তার পরে যৌথ সাংবাদিক সম্মেলনেও ওবামা জম্মুতে হতাহতদের জন্য শোকপ্রকাশ করেন। ওই হামলার নিন্দা করার পাশাপাশি তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতকে সব রকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা।
বিস্তারিত...
ইঞ্জিনিয়ার বাড়ন্ত, মুখ্যমন্ত্রীর উদ্বেগ ঘিরে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যে পরিকাঠামো উন্নয়নে কাজের যা চাপ, সেই তুলনায় সরকারের বিভিন্ন দফতরে ইঞ্জিনিয়ারের সংখ্যা কম। এ কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সায়েন্স সিটিতে ইঞ্জিনিয়ারদের এক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের পূর্ত, আবাসন ও সেচ দফতরে ইঞ্জিনিয়ারদের উপরে কাজের চাপ অনেক বেশি। আপনাদের কাছে ইঞ্জিনিয়ার থাকলে দিন। অবসরপ্রাপ্ত হলে অসুবিধা নেই। পঁচাত্তর বছর বয়স হলেও চলবে।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সংশ্লিষ্ট নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। তা উস্কে দিয়েছে বিতর্কও। রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারদের সংগঠন, বণিকসভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা মনে করছেন, পশ্চিমবঙ্গে পাশ করা ইঞ্জিনিয়ারের অভাব নেই। আবার সরকারের বিভিন্ন দফতরেও ইঞ্জিনিয়ারের বহু পদ খালি। অথচ চাহিদা-জোগানে সেতুবন্ধন না-হওয়ায় সমস্যা থেকে যাচ্ছে।
বিস্তারিত...
অবশেষে গেটের তালা খুলল
ক্রাইস্ট চার্চে, স্বস্তিতে সবাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অবশেষে ছন্দে ফিরল দমদমের ক্রাইস্ট চার্চ স্কুল। বৃহস্পতিবারই স্কুল-কর্তৃপক্ষ জানিয়েছিলেন, শুক্রবার স্কুল খুলবে। তাই এ দিন অনেক আগেই পৌঁছে গিয়েছিল ছাত্রীরা। স্কুলের প্রথম বাসটি ঢুকল সওয়া ৯টা নাগাদ। ষষ্ঠ শ্রেণির অঙ্কিতার মা বললেন, “আজ মেয়ে ভোরবেলাই উঠে পড়েছে। এত উৎসাহ নিয়ে আগে ওকে স্কুলে আসতে দেখিনি।” অঙ্কিতার কথায়, “বাড়িতে থেকে ভাল পড়া হচ্ছিল না। বন্ধুদের সঙ্গে দেখাও হচ্ছিল না। এখন খুব ভাল লাগছে।” গত দু’সপ্তাহ ধরে স্কুল গেটের সামনে ছিল শুধু পুলিশ-সাংবাদিকের ভিড়। এ দিন চোখে পড়ল স্বাভাবিক ছবিটা। স্কুলের উল্টো দিকে বইখাতার দোকান খুলে গিয়েছে। আইসক্রিম, ফুচকা, আচারওয়ালারাও হাজির। অনেক দিন পরে বন্ধুদের পেয়ে পড়ুয়াদেরও হুটোপাটির শেষ নেই। তবে অভিভাবকদের একাংশ একটু চিন্তায় ছিলেন মেয়েদের নিরাপত্তা নিয়ে।
বিস্তারিত...
এক নজরে...
• সিডি জাল করলে শাস্তি দিতে আসছে অর্ডিন্যান্স
জেলা সংস্করণ
কলকাতা
গেটে সুরক্ষার বহর,
তবু দিনেদুপুরেই
ডাকাতি আবাসনে
এলাকা ভাগ করে বিসর্জনে
বিকেন্দ্রীকরণ চান মুখ্যমন্ত্রী
রাজ্য
বাগডোগরার
নিয়ন্ত্রণ কলকাতায়
ধান নিয়েও চাল দেয়নি,
তিন কলে গোয়েন্দা তদন্ত
দেশ
কংগ্রেস-প্রশ্নে সুর বদলে
বিভ্রান্তিই বাড়াচ্ছেন কারাট
শান্তিপ্রক্রিয়া ভেস্তে দিতে
আরও হানার আশঙ্কা
বিদেশ
চার পাশে গুলি, সাহায্যের
হাত বাড়ালেন তরুণ
ব্যবসা
আশঙ্কা মিলিয়ে বিপুল
ক্ষতি ব্ল্যাকবেরির
খেলা
ফালোপার চিন্তায়
চোট-রক্ষণ-রেফারি
ব্যাটে ফের ঝড়
তুললেন যুবরাজ
স্বাস্থ্য
ডেঙ্গি ছড়াচ্ছে উত্তরে,
মৃত্যু ডুয়ার্সবাসীর
রোগীর হাতে কামড়,
অভিযুক্ত চিকিৎসক
জীবজগত্
রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া
রিপোর্টে নেই নতুনত্ব
সম্পাদকীয়
বিপজ্জনক
অবান্তর
Content on this page requires a newer version of Adobe Flash Player.
কলকাতা
৩৪.৭/২৬.৩
আজকের দিনে
•
বিশ্ব
জলাতঙ্ক
দিবস।
•
১৮৯৫
:
ফরাসি
বিজ্ঞানী
লুই
পাস্তুরের
মৃত্যু
হয়।
তিনি
মাইক্রোবায়োলজির
অন্যতম
প্রতিষ্ঠাতা।
তিনি
প্রথম
র্যাবিস
ও
অ্যানথ্রাক্স
-
এর
প্রতিষেধক
আবিষ্কার
করেন।
হপ্তা জুড়ে...
শনিবার
রবিবার
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
সোমবার সারাবেলা
সপ্তাহে তিন দিন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.