আজকের শিরোনাম
তৃণমূল থেকে সাসপেন্ড কুণাল ঘোষ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে। তাঁকে দল থেকে সাসপেন্ড করা প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শোকজের পরেও একের পর এক মন্তব্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন কুণাল। দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না। কোনও ব্যক্তিই দলের উর্ধ্বে নয়।’’
পার্থবাবুর অভিযোগ, কুণাল ঘোষকে ২০ সেপ্টেম্বর চিঠি দেওয়ার পরেও মানুষের কাছে দলকে হেয় করার চেষ্টা করেছেন। তাঁর এই কাজকর্মের জন্য ২৭ সেপ্টেম্বর তৃণমূলের ৩ সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটির এক বৈঠকে সর্বসম্মতভাবে কুণালকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কুণাল ঘোষ দাবি করেছেন, তিনি শোকজের কোনও চিঠি পাননি। তাই তার উত্তর দেওয়ারও কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, দলের কোনও বদনাম তিনি করেননি। বিনা বিচারেই তাঁকে সাজা দেওয়া হয়েছে। তাঁর মন্তব্য: ‘‘আমি তৃণমূল কংগ্রেসকে ভালবাসি। আমি দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) শ্রদ্ধা করি, ভালবাসি।’’ অন্য দিকে, কুণালের সাসপেনশন নিয়ে তৃণমূল সাংসদ সোমেন মিত্রের প্রতিক্রিয়া, ‘‘আমি এই সিদ্ধান্তে বিস্মিত। এক জন আসমিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।’’

বিরোধীহীন মনোনয়ন পেশ শ্রীনির
আপাতত জল্পনার অবসান। কোনওরকম বিরোধিতা ছাড়াই বিসিসিআই প্রেসিডেন্ট পদের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। আগামী এক বছর বোর্ড প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেশের আজকেই ছিল শেষ দিন। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও শ্রীনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমাই দিলেন না। ফলে আগামিকালের বার্ষিক সাধারণ সভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড প্রেসিডেন্ট হতে আপাতত আর কোনও বাধা রইল না তাঁর। তবে ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার উপরই নির্ভর করছে প্রশাসক শ্রীনির ক্রিকেট ভাগ্য। তবে আজ উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে অরুণ জেটলি, নিরঞ্জন শাহ ও সুধীর দাবির একসঙ্গে পদত্যাগ করেন। মনে করা হচ্ছে কালকের সাধারণ সভার আগে বোর্ডের এই তিন ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে শ্রীনিকে।

জঙ্গি অনুপ্রবেশ, জম্মু-কাশ্মীর জুড়ে সতর্কতা
বৃহস্পতিবার জম্মুতে জঙ্গি হানার রেশ কাটতে না কাটতেই আজ ফের জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছে সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, কঠুয়া জেলার দেয়ালাচক এলাকায় কয়েক জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরতে দেখেছেন গ্রামবাসীরা। এই ঘটনার পরেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় জম্মু জুড়ে জারি হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে জম্মু-পাঠানকোট হাইওয়ে। জঙ্গি হানার আশঙ্কায় স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, শ্রীনগর-বারামুলা হাইওয়েতে একটি গাড়ির শোরুমে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ঘটনাস্থলে সেনা বাহিনীর তল্লাশি অভিযান। ছবি: এপি
সেনা সূত্রে খবর, কুপওয়ারায় গত ৩-৪ দিন ধরে চারটি দলে প্রায় ৩০ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। ইতিমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১০-১২ জন জঙ্গির। এখনও গুলি বিনিময় চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই সেনা সূত্রে খবর। গত বৃহস্পতিবারই জম্মুর হিরানগর থানা ও সেনাবাহিনীর সাম্বা ব্রিগেড অফিসে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন এক লেফটেন্যান্ট কর্নেল-সহ ১০ জন। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গিও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.