পুরুলিয়া-বাঁকুড়া |
পঞ্চায়েতে হেরে
স্কুলে প্রার্থী দিল না তৃণমূল |
সমীর দত্ত, পুঞ্চা: উন্নয়নের কাজ করেও পঞ্চায়েতের দখল পায়নি তৃণমূল। এমনই দাবি করে পরাজয়ের অভিমানে এ বার এলাকার স্কুল ভোটে প্রার্থী দিল না তারা। পুঞ্চা ব্লকের বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠ হাইস্কুলে আগামীকাল রবিবার অভিভাবক নির্বাচন হচ্ছে। তৃণমূল নেতৃত্ব রীতিমতো এলাকায় সভা করে এ বার ওই স্কুলভোটে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আঞ্চলিক কুষ্ঠ প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়ে কর্মীদের বেতনের টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরের ডাকাতির এই অভিযোগ উঠল বাঁকুড়া সদর থানার গৌরীপুরে। পুলিশ জানিয়েছে, প্রায় দশ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ডাকাতি হয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে।
|
কুষ্ঠ প্রশিক্ষণকেন্দ্রে
বেতনের টাকা লুঠ |
|
টুকরো খবর |
|
বীরভূম |
মুঠো চাল জমিয়ে পুজোর
খরচ চালায় ভাড্ডি গ্রাম
|
|
দয়াল সেনগুপ্ত, খয়রাশোল: প্রতিদিন হাঁড়িতে ভাত চাপানোর আগে ছোট্ট একটা মাটির ভাঁড়ে আলাদা করে এক মুঠো চাল সরিয়ে রাখেন বধূ লক্ষ্মী ঘোষ, সাবিত্রী কর্মকার, রিঙ্কু মণ্ডলরা। শুধু ওঁরা নন, গোটা গ্রামেরই এক রেওয়াজ। উদ্দেশ্য, জমানো ওই চাল বিক্রির টাকায় গ্রামের একমাত্র দুর্গাপুজো করা। এখনও একই ভাবে পুজোর টাকা জোগাড় করেন খয়রাশোলের ভাড্ডি গ্রামের বাসিন্দারা। |
|
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: পুরএলাকার দুঃস্থদের বসবাসের জায়গা লিজ দেওয়া হচ্ছে বীরভূমে। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শ্যামাশিস রায় জানান, ছ’টি পুরসভার ২৬৯টি পরিবারকে বাড়ি লিজ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে বোলপুর পুরসভার ১৫৬টি পরিবারের নাম রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।
|
গরিবদের জন্য
জমি ও বাড়ি |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|