টুকরো খবর
কিশোরীকে পাচার, জেল
মাদক মেশানো খাবার খাইয়ে এক কিশোরীকে পাচারের দায়ে দুই মহিলা-সহ ছ’জনের দশ বছর কারাদণ্ডের সাজা দিলেন পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক-১ কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রসাদকুমার রায়। মামলার সরকারি আইনজীবী নন্দুলাল সিংহানিয়া জানিয়েছেন, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর মানবাজার থানার সিজাডি গ্রামের রাখডি টোলার বাসিন্দা, চোদ্দো বছরের এক কিশোরী বাড়ির কাজ করা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে পুরুলিয়া শহরে চলে আসে। সেখানে তার সঙ্গে শহরেরই কসাই মহল্লার বাসিন্দা শেখ কালু ও শেখ বাব্বনের আলাপ হয়। তারা ওই কিশোরীকে সে দিনই শেখ আসলাম ও মুন্নি বিবির কাছে নিয়ে যায়। তারাও কসাই মহল্লার বাসিন্দা। তারা ওই কিশোরীকে মাদক মেশানো খাবার খাইয়ে পুরুলিয়া থেকে গুজরাটের গাঁধীনগরে নিয়ে গিয়ে মুকেশ বাগলা ও দ্রৌপদী বেন নামে এক মহিলার কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সেখানে ওই কিশোরীকে আটকে রেখে প্রচণ্ড খাটানো হত। এক দিন কোনও ভাবে নজর এড়িয়ে ওই কিশোরী পালিয়ে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। গুজরাটের পুলিশ মানবাজার থানার সঙ্গে যোগাযোগ করে। মানবাজার থানার পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে আনে। পরে কিশোরীটির অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে মানবাজার থানায় অপহরণ ও পাচারের মামলা শুরু হয়। শুক্রবার বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ছ’জনকেই দশ বছর জেলের সাজা শোনান।

খুনের দায়ে যাবজ্জীবন
জমি সংক্রান্ত বিবাদের জেরে আত্মীয়াকে খুন করে কুয়োয় ফেলে দেওয়ার দায়ে যাবজ্জীবন জেল হল বাবা, মা ও ছেলের। শুক্রবার ওই রায় ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অমিত চক্রবর্তী। মামলার সরকারি আইনজীবী নন্দুলাল সিংহানিয়া জানিয়েছেন, খুনের ঘটনাটি ঘটেছিল ঝালদা থানা এলাকার ছোটবকত গ্রামে ২০১১ সালের ১৩ মে। জমি সংক্রান্ত বিবাদের জেরে পড়শি তথা আত্মীয় ইন্দ্রনারায়ণ সাওকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়। পর দিন নিহতের ছেলে ঝালদা থানায় পড়শি প্রদীপকুমার সাও, তাঁর স্ত্রী রেখা ও তাঁদের ছেলে অজয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ দিন অভিযুক্ত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

ক্ষতিপূরণের দাবি
হাতির হানায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলল কৃষকসভা। বৃহস্পতিবার সংগঠনের সদস্যেরা সোনামুখী রেঞ্জ অফিসে ওই দাবি জানান। সোনামুখী থানা কমিটির সম্পাদক মলয় চক্রবর্তীর দাবি, “সারা বছর ধরে হাতির হানা চললেও গত এক বছরের বেশি সময় ধরে কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। এ দিকে হাতির আক্রমণে চলতি মাসেই তিন জন জখম হয়েছেন। তাঁরাও সাহায্য পাননি।” সোনামুখীর রেঞ্জ অফিসার হরেন্দ্রনাথ বাউরি বলেন, “ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ওঁদের সঙ্গে আলোচনা হয়েছে।”

তিন দুষ্কৃতী গ্রেফতার
পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক থেকে তিন দুস্কৃতীকে পাকড়াও করল পুলিশ। ধৃতেরা বর্ধমানের কুলটি থানার সোদপুর ওয়ার্কশপ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ একটি পিক-আপ ভ্যান সমেত তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান মিলেছে।

বাজ পড়ে মৃত দুই
মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে একই জায়গায় মৃত্যু হল দু’জনের। শুক্রবার দুপুরের ঘটনা। মৃতেরা হলেন পাত্রসায়রের সানিপুকুর পাড় এলাকার মাধবী বাগদি (৩৯) ও রানা বাগদি (১২)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.