আত্মহত্যায় প্ররোচনা, সাজা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে কারাদণ্ড হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সিউড়ির প্রথম অতিরিক্ত দায়রা আদালতের বিচারক প্রিয়ব্রত দত্ত সাঁইথিয়ার বল্লভপুর গ্রামের বাসিন্দা হৃদয় দাসকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার সাজা ঘোষণা হয়। সরকারি আইনজীবী তপন গোস্বামী বলেন, “বধূ নির্যাতনের দায়ে ওই ব্যক্তির দু’বছর কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে সাত বছর কারাদণ্ড, ৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড হয়। সব সাজা এক সঙ্গে চলবে।” ২০১০ সালের ৬ জুনের ঘটনা। সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসের অভিযোগ, “মেয়ে শুভদ্রার ওপর জামাই নির্যাতন করত। ঘটনার দিন দুপুরে জামাই কেরোসিন ভর্তি জার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, গায়ে আগুন লাগিয়ে মর। অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শয্যায় তোলার সঙ্গে সঙ্গে মারা যায়।” আরও তিন জনের নামে অভিযোগ হয়েছিল। পরে তাঁদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
|
ঝামেলায় নাম জড়ালে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
কলেজে কলেজে বিশৃঙ্খলায় তাদের সংগঠনের সদস্যদের নাম জড়িয়ে পড়ছে। তাই ছাত্র আন্দোলন করতে গিয়ে অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ করা, কিংবা কলেজে যে কোনও ধরনের বিশৃঙ্খলায় তাদের সংগঠনের কোনও সদস্যের নাম উঠে এলে, কড়া পদক্ষেপ নিতে কুন্ঠিত হবে না। বৃহস্পতিবার মুরারই কবি নজরুল কলেজে তাদের সদস্য-সমর্থকদের এমনই বার্তা দিলেন টিএমসিপির রাজ্য ও জেলা নেতৃত্ব। সংগঠনের বীরভূম জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, “ছাত্র ছাত্রীদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগসুবিধা সম্পর্কে ওয়াকিবহাল করা, স্কুল বা কলেজের কোনও পড়ুয়া মাঝখানে পড়াশোনা বন্ধ না করেন, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাঁদের পুনরায় পড়াশোনামুখী করার জন্য আরও বেশি করে এগোতে হতে সদস্যদের।”
|
আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
থানার লকআপে গলায় কম্বল জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। শুক্রবার ময়ূরেশ্বর থানার ঘটনা। বরুণ বিত্তার নামে ওই যুবকের বাড়ি গোঁড়লা গ্রামে। দাদা অরুণ বিত্তারের দাবি, “পুরনো মামলা আছে বলে পুলিশ বৃহস্পতিবার রাতে ভাইকে বাড়ি থেকে নিয়ে যায়।” বর্তমানে বরুণ সিউড়ি হাসপাতালে ভর্তি। এসপি সি সুধাকরের দাবি, “তাঁকে মোটরবাইক চুরির অভিযোগে হাতে নাতে ধরে পুলিশ। পরে থানার লকআপে কম্বল জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রহরীরা দেখতে পেয়ে হাসপাতালে পাঠায়।”
|
পরিচয়পত্র বিলি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আনার জন্য রামপুরহাট, সিউড়ি, বোলপুর মহকুমার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ওই সব শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি পরিচয়পত্র ও পাস বই বিলি করল জেলা শ্রমদফতর। এ দিন রামপুরহাট ও বোলপুর, রামপুরহাট মহকুমার ৪৫ জন পরিবহণ শ্রমিককে আর্থিক সুবিধা দেওয়া হয় এবং উপভোক্তাদের হাতে অর্থ তুলে দেওয়া হয়। আজ, শনিবার ও কাল, রবিবার জেলার অন্যত্র এই ক্যাম্প করা হবে।
|
রেণু-হত্যা মামলায় অফিসারকে জেরা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রেণু সরকার খুনের মামলার তদন্তকারী অফিসারকে জেরা শুরু হল বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “শুক্রবার অভিযুক্ত পক্ষের আইনজীবী কার্তিক চক্রবর্তী তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষকে জেরা করেন। জেরা অসম্পূর্ণ থাকায়, বিচারক আগামী ৮ নভেম্বর ফের দিন ধার্য করেছেন।” প্রসঙ্গত, গত বছর ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনে নিজের বাড়ির দোতলার ঘরে খুন হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার।
পুরনো খবর: বিছানায় রক্তাক্ত দেহ দেখেছিলেন প্রতিবেশীরা
|
বাজ্রাঘাতে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
বাড়ির ছাদে কাজ করার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হল অলোক ঘোষ (৩২) ও অসীম ঘোষ(২৮) নামে দুই যুবকের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাঁকরতলার গহরাকুড়ি গ্রামে। |