মাঝে আর মোটে দুটো সপ্তাহ। বছরভরের অপেক্ষা ফুরোবে তার পরেই। আর তার সঙ্গেই ফুরোবে আশ মিটিয়ে সাজগোজের দিন গোনার পালা। শপিং মলের জমানায় যতই সারা বছর কেনাকাটা লেগে থাক, তা বলে কি ভাটা পড়বে পুজোর শাড়ি কেনায়? এই শেষ বেলাতেও তাই শাড়ির টানেই পাগলপারা বাঙালি কন্যে।
দোকানে দোকানে ঠাসাঠাসি ভিড়। নজরকাড়া এবং এক্সক্লুসিভ ডিজাইনের খোঁজে পুজোর বাজারে হিট শহরের বুটিকগুলোও। আইসিসিআর-এ ক্রাফ্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার বিপণি ‘কমলা’র পুজোর সংগ্রহে রয়েছে বাংলার শান্তিপুরী, বেগমপুরী ও টাঙ্গাইল শাড়ি, নানা ধরনের প্রিন্টেড মাহেশ্বরী, হাল্কা প্যাস্টেল শেডের চান্দেরি, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের তসর ও মটকা। রয়েছে চেন্নাইয়ের রংবাহারি চেট্টিনাড, কিছুটা অন্য রকম রঙের অন্ধ্রের মঙ্গলগিরি এবং ডবল ইক্কত, কলমকারি শাড়ি। এ ছাড়া আছে জয়পুরের নানা ধরনের প্রিন্টেড সুতির শাড়ি, আকোলার হ্যান্ড-ব্লক প্রিন্টেড মলমল, বেনারসি তাঁত এবং সিল্ক, তসর ও মুগার বিপুল সম্ভার। |
পুজোর শাড়ি বাছাইয়ে ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী। |
বেহালার ব্যানার্জি পাড়ায় ‘ফিওনা’ বুটিকের ভাঁড়ারে নানা ধরনের তাঁত, শিফন, জর্জেট, সিল্ক এবং ঢাকাই শাড়ি। সিল্কের সঙ্গে ভারী পাড় বসিয়ে, কিংবা র’ সিল্কে শিফন বা শিফনের সঙ্গে রাজস্থানি কোটার যুগলবন্দিতে তৈরি নানা ধরনের ডিজাইনার শাড়ি রয়েছে সংগ্রহে। বুটিকের কর্ত্রী সঙ্গীতা দাস জানালেন, ফ্যাশন মেনে নিওন অর্থাৎ উজ্জ্বল শেডের শাড়িরই চাহিদা বেশি। ভাল চলছে ফুল, পাখি-সহ নানা ধরনের মোটিফ। সিল্কের শাড়িতে মন্দিরের মোটিফও চলছে বেশ। নিওন রঙের পাশাপাশি কালো, লাল, গাঢ় নীলের মতো সলিড কালারের শাড়িরও চাহিদা রয়েছে ভালই।
ডিজাইনার চৈতালী দাশগুপ্তের বুটিক ‘শ্রাবস্তী’তে এ বার পুজোয় হাজির নানা ধরনের হাল্কা রঙের কেরালা কটন। তাতে ব্লক প্রিন্টের কাজ। এ ছাড়া রয়েছে অ্যাপ্লিকের কাজ করা উজ্জ্বল রঙের কোটা এবং তসর ও কনট্রাস্ট ব্লাউজের যুগলবন্দি।
পুজোর শাড়িতে এ বার মধুবনী পেন্টিং নিয়ে কাজ করেছেন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। তাঁর সংগ্রহে রয়েছে হাল্কা রঙের তসর বা লালপেড়ে গরদে মধুবনীর কাজ, গোটাটা মধুবনীর সঙ্গে কাঁথার কাজ বা সুতোর কাজ করা পাড়ের শাড়ি। সাদা-লালপাড় শাড়ির আঁচল-পাড়ে নানা রঙে মধুবনী কাজ, ফল-এ একটুখানি সবুজ কাজের সঙ্গে রং মিলিয়ে ব্লাউজের রং সবুজ এ ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ সাজেই এ বার ক্রেতাদের সাজাতে চান অগ্নিমিত্রা। জানালেন, নানা ধরনের স্টিচের শাড়ি, দু’তিন রকম কাপড়ের মিক্স অ্যান্ড ম্যাচ শাড়ি, উজ্জ্বল রঙের প্রিন্টেড ককটেল শাড়ি, টাঙ্গাইল, গাদোয়াল, বোমকাই, লাল-গোলাপি-ফুশিয়ার নিওন শেডের শাড়ি রয়েছে এ বারের ফ্যাশনে।
অতএব?
ঢাকে কাঠি তো পড়ল বলে!
শেষ মুহূর্তের কেনাকাটা এগোচ্ছে তো? |