সিডি জাল করলে শাস্তি দিতে আসছে অর্ডিন্যান্স |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পীদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিচ্ছে রাজ্য সরকার। জাল ভিডিও এবং অডিও সিডি-র রমরমা রুখতে অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই অর্ডিন্যান্স জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই অর্ডিন্যান্সের নাম দেওয়া হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অব অডিও-ভিডিও পাইরেসি অর্ডিন্যান্স-২০১৩’ বা ‘পশ্চিমবঙ্গ অডিও-ভিডিও পাইরেসি নিষিদ্ধকরণ অধ্যাদেশ-২০১৩’।
মহাকরণ সূত্রের খবর, ভিডিও, অডিও সিডি-র জালিয়াতি ঠেকানোর জন্য বিভিন্ন শিল্পী-মহল থেকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি আইন করার আর্জি জানানো হচ্ছিল। অভিনেতা প্রসেনজিৎও এই ধরনের একটি আইন প্রণয়নের জন্য একাধিক বার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই মুখ্যমন্ত্রী এমন একটি অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যের প্রশাসনিক কর্তারা জানান, নতুন ব্যবস্থায় সিডি নকল করা হবে জামিন-অযোগ্য এবং ফৌজদারি অপরাধ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সিডি নকল করার অভিযোগে ধৃতদের ২৫ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। হতে পারে তিন বছর থেকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডও। শিল্পমন্ত্রী বলেন, “রাজ্যের প্রথম সারির শিল্পীরা অনেক দিন ধরেই জাল সিডির কারবার ঠেকানোর দাবি জানিয়ে আসছেন। জাল সিডি-র রমরমা রুখতে আমরা কঠোর ভাবে এই অর্ডিন্যান্স বাস্তবায়িত করব।”
তবে এই অর্ডিন্যান্সে শিল্পীদের রয়্যালটি পাওয়ার বিষয়টি থাকছে না বলেই জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, “রয়্যালটি পাওয়ার বিষয়টি শিল্পীর সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ডিং সংস্থার চুক্তির ভিত্তিতে ঠিক হয়। এই বিষয়ে অর্ডিন্যান্সে কিছু থাকছে না। আমরা জাল সিডির কারবার কঠোর ভাবে রোখার উপরেই জোর দিয়েছি। |