প্রতিবেশী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল ভারত। শুক্রবার পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে বাংলাদেশের কুষ্ঠিয়ার ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে পরীক্ষামূলক ভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানো হয়। ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই উপকেন্দ্র থেকে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ভিডিও সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করবেন। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেক বেশি হওয়ায় কম মূল্যে বিদ্যুৎ আমদানি সম্ভব হয়েছে বাংলাদেশে। প্রশাসনের আরও আশা, আমদানির পরিমাণ ধাপে ধাপে বেড়ে অক্টোবরের শেষ দিকে অন্তত আড়াইশো মেগাওয়াটে দাঁড়াবে। ২০১০ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী বাংলাদেশকে এই বিদ্যুৎ বিক্রি করছে ভারত।
|
কার্জন গেটের পাশে ম্যান্ডেলা পার্কে শুরু হল ১০ দিনের তাঁত মেলা। শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
|
আগে ভারতের শেয়ার বাজারে নথিভুক্ত না-হয়েও, সরাসরি বিদেশে নথিভুক্তির জন্য দেশীয় সংস্থাগুলিকে সায় দিল কেন্দ্র। জানাল, এর মাধ্যমে বিদেশ থেকে টাকা তুলতে পারবে তারা। তা দিয়ে মেটাতে পারবে বৈদেশিক ঋণ। ওই অর্থ কাজে লাগাতে পারবে বিদেশি সংস্থা কিনতেও। বিশেষজ্ঞদের মতে, চলতি খাতে বাণিজ্য লেনদেন ঘাটতি কমাতেই এই সিদ্ধান্ত।
|
অক্টোবর থেকে গাড়ির দাম বাড়াচ্ছে মহীন্দ্রা |
অক্টোবর থেকেই বিভিন্ন যাত্রী ও বাণিজ্যিক গাড়ির দাম ৬ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বাড়াচ্ছে মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা। সংস্থার দাবি, ডলারে টাকার দাম কমে যাওয়া এবং গাড়ি তৈরির কাঁচামাল বাবদ খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত।
|
জমি পড়ে কেন, জবাব দিতে হবে ২ সংস্থাকে |
জমি ও কয়লা খনি হাতে পাওয়ার পরে পাঁচ বছর কেটে গেলেও কেন কাজ শুরু হয়নি জয় বালাজি এবং আধুনিক গোষ্ঠীর কাছে তার জবাবদিহি চাইবে রাজ্য সরকার। তাদের জন্য বরাদ্দ কয়লা খনির ইজারা এবং জমির লিজ চুক্তি কেন বাতিল করা হবে না তাও জানাতে বলা হবে। শুক্রবার মন্ত্রিসভার পরিকাঠামা-শিল্প-কর্মসংস্থান বিষয়ক বিশেষ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয় বালাজির অন্যতম ম্যানেজিং ডিরেক্টর আদিত্য জাজুরিয়া ও আধুনিক স্টিলের অন্যতম কর্ণধার মহেশ অগ্রবাল জানান, তাঁরা কোনও কোল ব্লক ফেলে রাখেননি। কাজ শুরুর প্রক্রিয়া চলছে। জগন্নাথপুরে দু’টি খনির ইজারা পেয়েছে জয় বালাজি। ১৬ হাজার কোটি টাকার ইস্পাত কারখানা গড়তে রঘুনাথপুরের শিল্পতালুকে তারা ১১০০ একর জমি পেয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের থেকে। তবে সেই লিজ-চুক্তি সই হয়নি। আধুনিক কর্পোরেশনের সঙ্গেও এখনও নিগমের লিজ-চুক্তি হয়নি। সংস্থার সিইও বিকাশ রায়চৌধুরি এ দিন জানান, অন্ডালে আরও কয়েকটি সংস্থার সঙ্গে তাঁরা যে কয়লা খনিটি পেয়েছিলেন, সেটি নিয়েও মামলা চলছে।
|