শ্যুটিং করতে দুর্গাপুরে এসে ডেঙ্গিতে আক্রান্ত হলেন ‘লুটেরা’-খ্যাত রণবীর সিংহ।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘গুন্ডে’ ছবির শ্যুটিংয়ের জন্য গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপুরে এসেছিলেন বছর আঠাশের রণবীর। সংবাদ সংস্থা সূত্রের খবর, দুর্গাপুরেই তাঁর জ্বর হয়েছিল। ২৬ তারিখ মুম্বই ফেরার পরে রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। আপাতত মুম্বই শহরতলির এক হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। কত দিন তিনি হাসপাতালে থাকবেন বা কবে ফের কাজ শুরু করতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পারিবারিক সূত্রের খবর, তিনি মানসিক ভাবে যথেষ্ট চাঙ্গা আছেন।
দুর্গাপুরের কাছে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারিতে ‘গুন্ডে’র শ্যুটিংয়ে রণবীর ছাড়াও এসেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং অর্জুন কপূর। গোটা ইউনিট ছিল দুর্গাপুরের একটি হোটেলে। রোজ ভোরেই বেরিয়ে যেতেন তাঁরা। ফিরতে রাত হয়ে যেত। হোটেল সূত্রে জানা যায়, শ্যুটিংয়ের শেষ দু’দিন রণবীরের জ্বর হয়েছিল। এক চিকিৎসক তাঁর চিকিৎসাও করেন। রণবীরের ডেঙ্গির খবর স্বীকার করে তাঁর এক প্রতিনিধি জানান, অসুস্থ হয়েও তিনি কাজ বন্ধ করেননি। মুম্বইয়ের হাসপাতালের চিকিৎসকেরা জানান, কী ভাবে ওই অসুস্থতা নিয়েও রণবীর অভিনয় করে গিয়েছেন, তা ভেবে তাঁরা অবাক হয়ে যাচ্ছেন।
অগস্টের প্রথম দুই সপ্তাহেই দুর্গাপুরে অন্তত ১৩ জনের রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়েছিল। অন্তত ৫০ জন অজানা জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রাক্তন সুপার মিহির নন্দী জানান, এখনও দু’এক জন মাঝে-মধ্যে অজানা জ্বর নিয়ে ওই হাসপাতালে আসছেন। এর মধ্যে কয়েক জনের ডেঙ্গি ধরা পড়ছে। দিন তিনেক আগেও উখড়ার এক বাসিন্দা অজানা জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন।
এর আগে জুলাইয়ে দুর্গাপুরের কাছেই অন্ডালের দীর্ঘনালা গ্রামে নবম শ্রেণির এক ছাত্র ডেঙ্গিতে মারাও যায়। অন্ডাল ব্লক হাসপাতাল সূত্রের খবর, দিন পনেরো আগে পাঁচ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছিলেন। তিন জনকে ছাড়া হয়েছে। দু’জন এখনও ভর্তি। স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাস জানান, এই মুহূর্তে পরিদর্শকদের একটি দল উত্তরবঙ্গে গিয়েছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্গাপুর, রানিগঞ্জ এবং আসানসোলে কিছু দিন আগে ডেঙ্গির প্রকোপ বেড়েছিল। তখন কিছু পদক্ষেপ করা হয়। ফের সতর্কতা বাড়ানো হবে।
|