শিলিগুড়ি শুধু নয়, ডেঙ্গির প্রকোপ ছড়াচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। শুক্রবার সকালে শিলিগুড়ির সেবক রোড এলাকার এক নার্সিংহোমে মৃত্যু হয় ডুয়ার্সের মালবাজার মহকুমার এক বাসিন্দার। তাঁর নাম শিবশঙ্কর প্রসাদ (৪৫)। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসানের বাসিন্দা শিবশঙ্করবাবু বৃহস্পতিবার দুপুরে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যু নিয়ে শুল্কাপাড়া ব্লক হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর এ জ্বর নিয়ে তিনি ব্লক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে গিয়েছেন বলে তাঁকে তিনদিন পর ছুটি দেওয়া হয়। ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিলিগুড়িতে পাঠাল হয়। তবে চিকিৎসার গাফিলতির অভিযোগ মানতে নারাজ ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভজিৎ হাওলাদার। তিনি বলেন, “যখন শিবশঙ্করবাবুকে ছাড়া হয়, তখন তাঁর জ্বর ছিল না।”
শুক্রবার পর্যন্ত শিলিগুড়ি ও ডুয়ার্স মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট। পাহাড়-সমতল মিলিয়ে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১৫০০-এর বেশি। সরকারি তথ্য অনুযায়ী, ১১৭২ জন ডেঙ্গি সন্দেহে সরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে চিকিৎসাধীন। ৮৯৪ জন ডেঙ্গিতে আক্রান্ত রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। |
শুধু শিলিগুড়ি পুর এলাকা নয় ডেঙ্গি ছড়িয়েছে লাগোয়া এলাকাতেও। ওই সমস্ত এলাকায় প্রায় ৩০০ জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত বলে স্বাস্থ্য দফতর জানতে পেরেছে। পাহাড়েও ছড়িয়েছে ডেঙ্গি। কালিম্পঙের রম্ভি এলাকাতে ইতিমধ্যে ৫৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর অন্যদিকে শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।
এই দিন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুরকমিশনার ও অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। এই পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকের মাধ্যমেই কাজ করা হবে বলে জানান তিনি। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গৌতমবাবু বলেন, “যেখানে পুর কর্তৃপক্ষ কাছে লোকবল রয়েছে, তা ব্যবহার করছে না তাঁরা। শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাঁদের। কিন্তু নদর্মা রাস্তাঘাট কিছুই ঠিকমত পরিষ্কার করা হচ্ছে না।” তিনি আরও বলেন, “এঁরা কোনও কাজ করছেন না বলে সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। জেলাশাসকের মাধ্যমে কাজ করা হবে। প্রয়োজনে টাকা দেওয়া হবে পুর দফতর থেকে।” পুরসভা কী কাজ করছে নিয়মিত সেই রিপোর্ট দিতে হবে বলে জানান গৌতমবাবু। কত কর্মী কোথায় কি কাজ করছেন, কতটা তেল ব্লিচিং ছড়ানো হচ্ছে, জঞ্জাল অপসারণের গাড়ি কোথায় যাচ্ছে তাও জানাতে হবে বলে নির্দেশ দেন তিনি শহরের ডেঙ্গি পরিস্থিতিতে পুরসভার ভূমিকা খতিয়ে দেখতে আজ শনিবার দুই আধিকারিক শিলিগুড়ি আসছেন এদিন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে দুই সদস্যের এক প্রতিনিধি দল শিলিগুড়ি পৌঁছন। তাঁরা হলেন নিমাই ভট্টাচার্য, গৌতম ধর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিকের সঙ্গে বৈঠক করেন তাঁরা। আজ, শনিবার থেকে তাঁরা শহরের বিভিন্ন ওয়ার্ড গুলি পরিদর্শন করবেন। পুরসভার আধিকারিক ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “শনিবার থেকে আমরা টিম তৈরি করে প্রতিটি ওয়ার্ডে গিয়ে কাজ করব। অবস্থা নিয়ন্ত্রণে গাড়ি সংখ্যা বাড়ানো হচ্ছে।” সামগ্রিক পরিস্থিতির জানিয়ে দেওয়া হবে বলে জানান গঙ্গোত্রী দেবী। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাহায্য চেয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে চিঠি দেওয়া হয়েছে পুরসভার তরফে।
এদিনই পুরভবনে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ। ২৫ নম্বর ওয়ার্ডের বিকাশ কুমার ঝাঁ এর মৃত্যুর ঘটনায় মেয়রের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি দেয় তাঁরা। সংগঠনের তরফে নির্ণয় রায় বলেন, “শহরের সর্বত্র জঞ্জাল, যেখানে সেখানে জমে রয়েছে জল, পুরসভার তা পরিষ্কার করছে না। দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।” এ দিন বিক্ষোভের সময় তাঁরা মেয়রের পদত্যাগ দাবি করেন, তাঁরা মেয়রকে উদ্দেশ্য করে নানা কটূক্তি করেন। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা, এ অভিযোগে এ দিন স্মারকলিপি দেয় সিপিআইএমএল লিবারেশন। শিলিগুড়ি লোকাল কমিটির সম্পাদক মোজাম্মেল হক বলেন, “তিন দলের টানাটানিতে পুর পরিষেবা ভেঙে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়রকে দায়িত্ব নিতে হবে।” রাজ্য ও পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ এই দাবিতে মিছিল করে শিলিগুড়ি ওয়েল ফেয়ার সোসাইটির সদস্যরা।
|