রোগীর হাত কামড়ানোর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার সকালে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় ওই রোগী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ক্যানিংয়ের মিঠাখালির বাসিন্দা গুরুপদ বিশ্বাস নামে বছর সত্তরের ওই বৃদ্ধ হিঙ্গলগঞ্জের দোলমন্দির এলাকায় তাঁর বোনের বাড়িতে আসেন। পা কেটে যাওয়ায় তিনি ওই গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। সেই সময়ে নির্মল দাস নামে এক চিকিৎসক তাঁর কোয়ার্টারে রোগী দেখছিলেন বলে অভিযোগ। সেখানে গিয়ে বহির্বিভাগে রোগী বসিয়ে রেখে কেন তিনি কোয়ার্টারে রোগী দেখছেন জানতে চান গুরুপদবাবু। তাঁকে গালাগালি দেন বলে অভিযোগ। এতে গুরুপদবাবুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মলবাবু। অভিযোগ, সেই সময়ে নির্মলবাবুর কলার চেপে ধরেন গুরুপদবাবু। তবে গুরুপদবাবুর পাল্টা অভিযোগ, “বচসার সময়ে চিকিৎসক আমার বাঁ হাতে কামড়ে দেন। পরে তিনি ভুল স্বীকার করে হাতে ব্যান্ডেজ বেঁধে দেন। সব ঘটনার জানিয়ে থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”
অভিযোগ অস্বীকার করে নির্মলবাবু বলেন, “কয়েক দিন ধরে পায়ের চিকিৎসা করাচ্ছিলেন গুরুপদবাবু। এ দিন মদ্যপ অবস্থায় হাসপাতালে আসেন। কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে আমার কোয়ার্টারে এসে গালিগালাজ করেন। তাঁর হাত কাটা থাকায় ব্যান্ডেজ বেঁধে করে দিই। কামড়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই।” হিঙ্গলগঞ্জের বিএমওএইচ অঞ্জন মণ্ডল বলেন, “ওই বৃদ্ধ হাসপাতালে গিয়ে কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন। তাঁর হাতে আগে থেকে ক্ষত ছিল, নাকি তা পরে হয়েছে, খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গুরুপদবাবুর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। |