স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার কাজ পরিদর্শনে এসে গ্রামবাসীদের হাতে ঘেরাও হলেন হুড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) এবং স্বাস্থ্যকর্মীরা। ঘটনাটি হুড়া ব্লকের খৈরি-পিহিড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রে সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এই কাজ পরিদর্শনে যান বিএমওএইচ দেবশঙ্কর হাঁসদা ও ম্যালেরিয়া পরিদর্শক নিয়ামুল খান-সহ ব্লকের স্বাস্থ্যকর্মীরা। গ্রামবাসীদের কাছে সে খবর পৌঁছয়।
ঘটনা হল, এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। মাত্র একজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি চলে। তিনি ছুটিতে থাকলে ভরসা ফার্মাসিস্ট। স্থানীয় মানুষ জানিয়েছেন, এমনও হয়েছে যে এক জন মাত্র চিকিৎসক লম্বা ছুটিতে থাকায় ওই গোটা সময়টাই স্বাস্থ্যকেন্দ্র চালিয়েছেন ফার্মাসিস্ট। এ দিন বিএমওএইচ-সহ বাকিদের ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দা পাবর্তী সর্পবৈদ্য, সুভাষচন্দ্র মাহাতোরা বলেন, “আমরা শুনেছিলাম, এখানকার এক জন চিকিৎসককে বদলি করে দেওয়া হচ্ছে। তাই আমরা বিএমওএইচের কাছে দাবি করেছি, সব সময়ের এক জন চিকিৎসককে এখানে রাখতে হবে। পাশাপাশি এখানকার পরিষেবার মান আরও ভাল করতে হবে।” বিএমওএইচ বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বদলির নির্দেশ আসেনি। আমরা এখানে সংস্কারের কাজ এবং স্বাস্থ্যকেন্দ্রের কী কী সমস্যা রয়েছে, তা-ও খতিয়ে দেখতে এসেছিলাম। এখানে এলাকার বাসিন্দারা আমাকে ঘেরাও করে রাখেন। আমরা তাঁদের চিকিৎসা পরিষেবার মান আরও ভাল করার আশ্বাস দিয়েছি। বাসিন্দাদের সঙ্গে আলোচনা চলছে।”
এ দিন দুপুর আড়াইটে থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ বাকি স্বাস্থ্যকর্মীদের। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে সোমবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা হবে, এই আশ্বাস পেয়ে রাত ৯টা নাগাদ ঘেরাও ওঠে। |