হার্টের চিকিৎসা করানো মানেই বড় খরচের ধাক্কা। তবে প্রচলিত এই ধারণা ভেঙে দিচ্ছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতাল। একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মাসিক কিস্তিতে হার্টের চিকিৎসার সুযোগ নিয়ে এসেছে তারা।
হঠাৎ করে কখনও কারও বুকে ব্যাথা শুরু হল। হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করার পর দেখা গেল, গুরুত্বপূর্ণ কোনও ধমনীতে ব্লক রয়েছে। রোগীর পরিবার পড়লেন দুশ্চিন্তায়। কারণ অ্যাঞ্জিওপ্লাস্টির প্রচুর খরচ। খরচ আসবে কোথা থেকে? হয়তো পরিবারের রোজগার তেমন ভাল নয়। দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল এবং একটি বেসরকারী সংস্থার যৌথ উদ্যোগে এই ধরনের রোগীদের জন্য মাসিক কিস্তিতে হার্টের চিকিৎসার ব্যবস্থা করেছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মাসিক এক হাজার টাকা কিস্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়, পেসমেকার বসানো যায়। শুধু সেই পরিবারে যে কোনও একজন কর্মরত থাকলেই হল।
দ্য মিশন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অরুণাংশু গঙ্গোপাধ্যায় জানান, প্রকল্পের নাম ‘হেলদি হার্ট ফর অল’। ২০১০ সালের জুন মাসে প্রকল্পের শুরু। খুব সহজেই রোগীকে ঋণের ব্যবস্থা করে দেওয়া যায়। ৬ মাসের মধ্যে ঋণ মিটিয়ে দিলে কোনও সুদ দিতে হয় না। তবে তার থেকে বেশি সময়ের জন্য ঋণ নিলে অল্প সুদ লাগে। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানান, এখন পর্যন্ত একশো জন রোগী এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। বৃহস্পতিবার হাসপাতালে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রকল্পের সুবিধা নেওয়া একটি বেসরকারি বীমা সংস্থার কর্মী সব্যসাচী সরকার। তিনি বলেন, “এই সুবিধা পেয়ে আমি নবজীবন লাভ করেছি। আমি আবার আগের মতোই দৌড় ঝাঁপ করতে পারছি।” |