...সময় এল কাছে থিম আর সাবেকিয়ানার
মেলবন্ধন মণ্ডপ জুড়ে

য়েক মাস টানা বৃষ্টির ঘ্যানঘ্যানানি কেটে সবেমাত্র ঘন নীল হয়েছে আকাশটা। আর তাতেই যেন আগমনীর সুর শুনতে পাচ্ছে বুবলি। বাবার কেনা নতুন গাড়িতে চেপে গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার পথে মুম্বই রোডের দু’পাশে কাশফুলের সারি আর জায়গায় জায়গায় পুজোর প্রস্তুতি দেখতে দেখতে সেই অনুভূতি আরও জোরদার হয়েছে।
হাইওয়ে ছেড়ে কোনা এক্সপ্রেসওয়েতে ঢুকতেই বুবলি দেখতে পেল, ধীরে ধীরে সাদামাটা পুজোমণ্ডপগুলো পাল্টে গেল থিম পুজোয়। নামী-অনামী থিম মেকারদের ভাবনায় রাতারাতি যেন বদলে গিয়েছে রাজপথ থেকে অলিগলিও।
কোনা এক্সপ্রেসওয়ে থেকে অল্প দূরেই সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং-এর এ বারের ভাবনা “কালোর বাঁধন ছিঁড়ে, আলোর বাঁধন ঘিরে’। মায়াবী আলোয় অসুরবিহীন মায়ের হাসিমুখ অহিংস মূর্তিকে দেখা যাবে এখানে। সুবর্ণজয়ন্তী বর্ষে শিবপুর হাজারহাতকালীতলা সাধারণ দুর্গোৎসবের থিম ‘মায়ের আঁচলে বিশ্ব’। দেশপ্রাণ শাসমল রোডের পাগলা ফৌজের পুজো মানুষকে সচেতন করবে কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে। সেখানে দেবী দুর্গাই নারীশক্তির প্রতীক। অসুর মায়ের কাছে আত্মসমর্পণ করছে।
ব্যাঁটরা সম্মিলনীর ৭৫ বছরের পুজোর এ বছরের থিম যাত্রাপালা। তার মধ্য দিয়েই বাঙালি সংস্কৃতির শিকড়ের সন্ধান করবে তারা। বালিটিকুরি সদানন্দ স্মৃতি সঙ্ঘের পুজোর বিষয় বিশ্ব উষ্ণায়ন। পুজোমণ্ডপে ঢুকলেই মনে হবে, সোজা চলে এসেছেন অ্যান্টার্কটিকায়। সেখানে উষ্ণায়নের প্রভাবে হিমবাহ গলছে। চোখে পড়বে স্লেজ, সাদা ভালুক, পেঙ্গুইন। রামরাজাতলা ভাই-ভাই সঙ্ঘের ৫০ বছরের পুজোয় এ বার নিয়ে যাবে সোনাঝুরি গ্রামে। সেখানে দেখানো হবে, কী ভাবে সভ্যতার চাপে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে সাঁওতাল সংস্কৃতি। হাওড়া তরুণ সমিতির মণ্ডপে আবার দেখা যাবে গঙ্গার মর্তে আসার কাহিনি।
বৃন্দাবন মল্লিক লেনের নেতাজি বালক সঙ্ঘের পুজো এ বার হচ্ছে গ্রাম-বাংলার বিভিন্ন শিল্প নিয়ে। পৃথিবী আজ ধ্বংসের মুখে। এই সুন্দর শস্যশ্যামলা পৃথিবীকে রক্ষার জন্য দেবদেবীর শরণাপন্ন হচ্ছে হাওড়া সরস্বতী ক্লাবের পুজো। তাদের থিমটাই তাই। কোঁড়ার বাগান বারোয়ারি ও বাগবাদিনী ব্যায়াম সমিতির মণ্ডপে দেখা যাবে, এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে দেবী দুর্গা সকল আসুরিক শক্তিকে পরাজিত করে পৃথিবীতে শান্তি আনছেন।
শঙ্করমঠ রামরাজাতলা যুবক বৃন্দের মণ্ডপ তৈরি হচ্ছে অক্ষরধাম মন্দিরের ধাঁচে। কামারডাঙা শীতলাতলা বারোয়ারি মণ্ডপ সাজছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের আদলে। হাওড়া ইছাপুর শিবাজী সঙ্ঘের পুজোর থিমও বিশ্ব উষ্ণায়ন। হাওড়া সেবা সঙ্ঘ অবশ্য তাদের পুজোয় সাবেকিয়ানা বজায় রাখছে। সেখানে তৈরি হচ্ছে ১৮ ফুটের একচালার ডাকের সাজের মূর্তি। উত্তর খুরুট বারোয়ারির এ বারের থিম রঙের খেলা। সূর্যের সাত রঙ কী ভাবে পৃথিবীতে আসছে তা দেখা যাবে এদের মণ্ডপে। সঙ্গে থাকবে কাঁচা বাঁশের কারুকাজ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.