l
Anandabazar Patrika Epaper
l
Online Recharge
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Apps
l
My Anandabazar Apps
আজকের শিরোনাম
• তৃণমূল থেকে সাসপেন্ড কুণাল ঘোষ
• বিরোধীহীন মনোনয়ন পেশ শ্রীনির
• জঙ্গি অনুপ্রবেশ, জম্মু-কাশ্মীর জুড়ে সতর্কতা
বিস্তারিত...
হলদিয়ার নতুন পুরপ্রধান দেবপ্রসাদ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
প্রত্যাশা মতোই শুক্রবার হলদিয়ার নতুন পুরপ্রধান হিসাবে নির্বাচিত হলেন তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল। এত দিন বিরোধী দলনেতার ভূমিকায় থাকা দেবপ্রসাদবাবুকে এ দিন পুরপ্রধান পদে সমর্থন করেন তিন সিপিএম ও এক সিপিআই কাউন্সিলর। পুরপ্রধান হিসাবে দেবপ্রসাদবাবুর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই খোশমেজাজে পুরভবনে ঢোকেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সভাকক্ষের পাশের ঘরে তখন জড়সড় ভাবে বসেছিলেন উপ-পুরপ্রধান সিপিআইয়ের নারায়ণচন্দ্র প্রামাণিক। দলীয় হুইপ এমনকী রাজ্য কমিটির নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পুরসভায় এসেছিলেন সভার আহ্বায়ক নারায়ণবাবু। ধন্যবাদ জানাতে ঘরে ঢুকেই তাঁর সঙ্গে হাত মিলিয়ে জড়িয়ে ধরেন শুভেন্দু। তারপর ঢুকে যান সভাকক্ষে। নারায়ণবাবু কষ্টের হাসি হেসে বললেন, “এটা নেহাতই সৌজন্য।” এ দিনের সভা তিনি ডেকেছিলেন বলে তাঁর উপস্থিত থাকাটা আবশ্যিক ছিল জানিয়ে নারায়ণবাবু বলেন, “পরিবেশ পরিস্থিতির কাছে হার মেনে দলীয় নির্দেশ অগ্রাহ্য করে আসতে হয়েছে। তবে হলদিয়ার উন্নয়নই যেখানে মুখ্য কথা, সেখানে ওরা উন্নয়ন করলে করুক। আমরা বামেদের শক্তিবৃ্দ্ধি হওয়া পর্যন্ত অপেক্ষা করব।”
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
• পূর্বে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে নতুন মুখ তৃণমূলে
বেআব্রু সীমান্তের চর উজিয়ে ঢোকে নকল টাকা
সোমনাথ চক্রবর্তী • মালদহ
জাল নোট শব্দটা যেন জীবনে প্রথম বার শুনলেন, এমন ভাবে তাকালেন দুই যুবক। কালো কষকষে পেটানো চেহারা। সন্দিগ্ধ দু’জোড়া চোখ। প্রশ্ন ছিল, বাংলাদেশ থেকে এখানে কি জাল নোট ঢোকে? কারা সে সব নিয়ে আসে? জাল নোট? না-না। এ রকম কোনও ব্যাপার এখানে নেই। আমরা বলতে পারব না। কথা বলেই তাঁরা কিন্তু সরে গেলেন না। দুপুরে কুম্ভিরা গ্রামে ঢোকা ইস্তক ওই দু’জন সর্বদা গায়ে সেঁটে থেকেছেন। মুখে কোনও কথা নেই। ঠান্ডা, নিষ্পলক চাউনিতে নজরদারির উদ্দেশ্য সাফ। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) মাস ছয়েক আগে দিল্লি থেকে উজিয়ে গ্রামে এসে ধরে নিয়ে গিয়েছে কুম্ভিরা হাটের বাসিন্দা মান্নান শেখ ও বাদল শেখকে। কুম্ভিরার উপপ্রধান নিতাই ঘোষ বলেন, “আমরা জাল টাকা নিয়ে শঙ্কিত। কিন্তু আমাদের এলাকায় জাল টাকা বেশি পাওয়া যায় না। বেশির ভাগটাই চলে যায় ভিন রাজ্যে।” মালদহ শহর থেকে কুম্ভিরা প্রায় ৫০ কিলোমিটার। আর কুম্ভিরার আড়াই কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ সীমান্ত। গঙ্গার চর যেখানে শেষ হচ্ছে, সেখানেই শোভাপুর গ্রাম।
বিস্তারিত...
খানাকুলে বোমা-গুলি, ভাঙচুর বাড়িতে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল
এলাকা দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে খানাকুলের মহিষগোট গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে। বোমা-গুলি চলে। দু’জন ছুরির ঘায়ে জখম হয়েছেন। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা কুড়ি বাড়িতে ভাঙচুর-লুঠপাট চলে। শুক্রবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। তাদের দাবি, দেরিতে খবর পাওয়া গিয়েছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪টি না-ফাটা বোমা, ৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার হয়েছে। বেশ কিছু গুলির খোল এবং ফেটে যাওয়া বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানায়, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে। এলাকায় পুলিশি টহল রয়েছে। খানাকুলের বিধায়ক তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ বলেন, “দলের কোন্দল কোনও মতেই বরদাস্ত করা হবে না। কেউ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করলে পুলিশকে কঠোর ভাবে দমন করতে বলেছি। আমার তরফ থেকে দু’পক্ষকেই চরম সতর্ক করেছি।” এলাকায় আপাতত কোনও উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিধায়ক।
বিস্তারিত...
বৃষ্টি-জল ধরে সঙ্কটমোচন শুখা মরসুমে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
শুখার মরসুমে ছোট চা বাগানের জল সঙ্কট মেটাতে পারে সংরক্ষিত বৃষ্টির জল। ক্ষুদ্র চা চাষিদের কাছে বিকল্প আয়ের উৎসও হতে পারে এই পদ্ধতি। শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিদের এমনই শেখালেন চা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞরা। কদমতলার এক হোটেলে চা পর্ষদের উদ্যোগে একটি কর্মশালা আয়োজিত হয়। কর্মশালাতেই চা চাষিদের কাছে বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি ব্যাখ্যা করেন বিশেষজ্ঞরা। ২৫ একর পর্যন্ত চা বাগানকে ক্ষুদ্র বাগান বলা হয়। ওই পরিমাণ জমিতে একটি পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা যেতে পারে বলে চা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাঁরা জানান, নূন্যতম হাজার লিটার জল ধরতে পারে এমন জলাশয় তৈরি করলেই শুখার মরসুমের বেশ কয়েকমাস চা বাগানে জল সরবারহ সম্ভব। এমনিতেই চা গাছে সারা বছর জল দিতে হয়। বড় চা বাগানের ক্ষেত্রে ওই মরসুমে জল দিতে নিকাশি ব্যবস্থা রয়েছে। চা গবেষণা কেন্দ্রের তরফে জানানো হয়, মূলধনী ব্যায়ের অভাবে বড় বাগানের মতো নিকাশি ব্যবস্থা ছোট বাগানে গড়ে তোলা সম্ভব নয়।
বিস্তারিত...
দাসেরবাঁধ মামলায় আগাম
জামিন সিপিএমের ২২ জনের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দাসেরবাঁধ কঙ্কাল মামলায় ২২ জন সিপিএম নেতা-কর্মীর আগাম জামিনের আবেদন শুক্রবার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জামিনপ্রাপ্তদের মধ্যে তরুণ রায়, এন্তাজ আলি, নুরুল ইসলামের মতো কেশপুরের এক সময়ের দাপুটে নেতারাও রয়েছেন। শীর্ষ আদালতের রায়ে খুশি এই মামলারই অন্যতম অভিযুক্ত গড়বেতার সিপিএম বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তিনি বলেন, “আদালতের উপরে আমাদের আস্থা রয়েছে। মামলাটা যে সাজানো, সেটা যারা করেছে, তারাও জানে। তবু যত ভাবে অপদস্থ করা যায়, তার চেষ্টা করছে।” মামলাটি যিনি করেছিলেন, সেই শ্যামল আচার্য এখন যুব তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি। তাঁর বক্তব্য, “কেউ আগাম জামিন পাওয়া মানেই মামলা থেকে অব্যাহতি নয়। খুনিদের শাস্তি হবেই।” ২০০২-এর ২২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পিয়াশালায় ৭ তৃণমূল কর্মীকে সিপিএমের সশস্ত্র বাহিনী খুন করে বলে অভিযোগ ওঠে। রাজ্যে পালাবদলের পরে সুশান্ত ঘোষের আদি-বাড়ি বেনাচাপড়ার অদূরে দাসেরবাঁধ থেকে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার হলে, তা পিয়াশালায় নিহতদের বলে দাবি করে তৃণমূল।
বিস্তারিত...
খাসজঙ্গলে পলিটেকনিক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলায় একটিমাত্র পলিটেকনিক কলেজ রয়েছে। সেটিও ঝাড়গ্রামে। এ বার তাই মেদিনীপুরেও একটি পলিটেকনিক কলেজ তৈরিতে উদ্যোগী হল রাজ্য সরকার। সম্প্রতি জঙ্গলমহল সফরে বেরিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ছিল সেই সফরের শেষ দিন। বৈঠক শেষেই পলিটেকনিক কলেজ তৈরির কথা জানান তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠক শেষে মেদিনীপুর বিধায়ক ও জেলাশাসককে বলেন, মেদিনীপুরে একটি পলিটেকনিক কলেজ তৈরির উদ্যোগ নিতে। বিধায়ক মৃগেন মাইতি বলেন, “মুখ্যমন্ত্রী পলিটেকনিক কলেজ তৈরির জন্য ব্যবস্থা নিতে বলেছেন। আমরা দ্রুত জমি দেখে তা সংশ্লিষ্ট দফতরকে জানিয়ে দেব। যাতে শীঘ্রই কলেজ তৈরির কাজ শুরু করে দেওয়া যায়।” পশ্চিম মেদিনীপুর জেলায় ২টি আইটিআই রয়েছে। একটি মেদিনীপুরে ও ১টি ঝাড়গ্রামে। আরও কয়েকটি আইটিআই তৈরির পরিকল্পনা রয়েছে জেলায়। লালগড়, শালবনি-সহ বিভিন্ন জায়গায় আইটিআই তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে সরকারি উদ্যোগে। কিন্তু পলিটেকনিক কলেজ তৈরি নিয়ে সে রকম কোনও উদ্যোগ আগে লক্ষ্য করা যায়নি।
বিস্তারিত...
তিন প্রকল্পকে একত্র করে শৌচাগার নির্মাণ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
আগামী চার মাসের মধ্যে ‘সবার শৌচাগার’ প্রকল্পের মাধ্যমে প্রায় এক লক্ষ পরিবারে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উদ্যোগী হল নদিয়া জেলা প্রশাসন। একশো দিনের কাজের প্রকল্প, নির্মল ভারত অভিযান ও গ্রামীণ জীবিকা মিশনের সমন্বয়ে এই কাজ সম্পন্ন হবে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। জেলা শাসক পিবি সালিমের দাবি, “চলতি মাসে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় আমরা বিষয়টি তুলে ধরি। কেন্দ্র বিষয়টিকে ‘নদিয়া মডেল’ হিসেবে উল্লেখ করে। দেশের অন্যান্য জেলাকে এই মডেল অনুসরণের কথা বলে।” সম্প্রতি জেলা প্রশাসন আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে একটি সমীক্ষা করে। তাতে দেখা যায়, প্রায় তিন লক্ষ পরিবারে কোনও শৌচাগার নেই। খোলা মাঠই ভরসা। রিপোর্ট হাতে পেয়েই নড়েচড়ে বসে জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিস্তারিত...
• মুঠো চাল জমিয়ে পুজোর খরচ চালায় ভাড্ডি গ্রাম
• শুকনো পাটে মণ্ডপ সাজছে গৌরীপুরে
এক নজরে...
• কলেজে ভাঙচুরে অভিযুক্ত ১৩ জন, গ্রেফতার তৃণমূলের এক সমর্থক
• সমর্থকের স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা-সহ ৩
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দফায় দফায় ঘেরাও
চাঁচল কলেজে
লুঠে অভিযুক্ত পুলিশ
দক্ষিণবঙ্গ
চাঁদা নিয়ে বিবাদে ভাঙচুর, গুলি-বোমা বসিরহাটে
বছরভর জলকষ্টে
জেরবার বাসিন্দারা
বর্ধমান
বিস্ফোরণে ধৃত ৪,
কারবার চলছেই
আরও বাড়িতে ফাটল,
আতঙ্কে বিনিদ্র এলাকা
পুরুলিয়া
পঞ্চায়েতে হেরে স্কুলে
প্রার্থী দিল না তৃণমূল
কুষ্ঠ প্রশিক্ষণকেন্দ্রে
বেতনের টাকা লুঠ
মুর্শিদাবাদ
শ্রমিক-মালিক বোঝাপড়া
বন্ধ হলেই বৈঠক,
জানালেন শ্রমমন্ত্রী
কর্মীরা নিষ্ক্রিয়,
ট্র্যাফিক সামলাবে কে
মেদিনীপুর
সারদা কাণ্ডে ক্ষতিপূরণ
পাবেন পশ্চিমের ৪৮ জন
আসন বণ্টনে
হিমশিম ফ্রন্ট
Content on this page requires a newer version of Adobe Flash Player.
কলকাতা
৩৪.৭/২৬.৩
আজকের দিনে
•
বিশ্ব
জলাতঙ্ক
দিবস।
•
১৮৯৫
:
ফরাসি
বিজ্ঞানী
লুই
পাস্তুরের
মৃত্যু
হয়।
তিনি
মাইক্রোবায়োলজির
অন্যতম
প্রতিষ্ঠাতা।
তিনি
প্রথম
র্যাবিস
ও
অ্যানথ্রাক্স
-
এর
প্রতিষেধক
আবিষ্কার
করেন।
হপ্তা জুড়ে...
শনিবার
রবিবার
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
সোমবার সারাবেলা
সপ্তাহে তিন দিন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.