কলেজে সংগঠনের ব্যানার খোলা এবং টাঙানোকে কেন্দ্র করে ছাত্র পরিষদ, এসএফআই ও তৃনমূল ছাত্র পরিষদের অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় মালদহের চাঁচল কলেজ। শুক্রবার বিকাল থেকেই ওই তিন ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে রাত পর্য়ন্ত কলেজে ঘেরাও হয়ে থাকেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কেন তাঁদের না জানিয়ে কলেজ থেকে সংগঠনের ব্যানার, ফেস্টুন খুলে ফেলা হয়েছে তা নিয়ে প্রথমে অধ্যক্ষকে ঘেরাও করে এসএফআই। ছাত্র সংসদের মেয়াদ শেষের পরেও কেন ছাত্র পরিষদের কর্মীরা কলেজে ঢুকে ‘প্রভাব’ খাটাবে সেই অভিযোগ তুলে কলেজের গেটে ধর্ণায় বসে পড়ে টিএমসিপি কর্মীরা। কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকে এসএফআই ও টিএমসিপি-র ব্যানার, ফেস্টুন খুলে ফেললেও ফের তা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বাদ যায়নি ছাত্র পরিষদও। রাতে ছাত্র পরিষদ কর্মীরা এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। রাতে ছাত্র পরিষদ ঘেরাও তুলে নিলে টিএমসিপি ঘেরাও শুরু করে। গভীর রাত অবধি ঘেরাও চলছে। কর্তৃপক্ষের টেলিফোন পেয়ে কলেজে পুলিশ পৌঁছলেও পরিস্থিতি রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাতে এসএফআই ও টিএমসিপিকে নিয়ে পুলিশ আলোচনায় বসে ব্যানার খুলে নেওয়ার কথা বললেও তাতে তাঁরা রাজি হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা চাঁচলের কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব বলেন, “সবার সঙ্গে আলোচনা করে কীভাবে সমস্যা মেটানো যায় তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলব।” কলেজ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের দ্বিতীয় বর্ষের পাস কোর্সের পরীক্ষা চলছে। পুজোর ছুটির হতে আর কয়েকদিন বাকি। পুজোর পরেই কলেজে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা। তিনদিন আগে সব ছাত্র সংগঠনের ব্যানার, ফেস্টুন খুলে ফেলে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু এসএফআই, টিএমসিপি ফের তা কলেজে টাঙিয়ে দেয় বলে অভিযোগ। তা নিয়েই এদিন কলেজে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল ব্লক কমিটির সভাপতি রাইহানুল ইসলামের নালিশ, “কলেজ কর্তৃপক্ষ সরাসরি ছাত্র পরিষদের হয়ে কাজ করছে। কর্তৃপক্ষকে বারবার বলার পর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” এসএফআইয়ের চাঁচল লোকাল কমিটির সভাপতি অমিতেশ পান্ডের দাবি, “এতদিন ছাত্র পরিষদের ব্যানার ছিল। তখন কর্তৃপক্ষের টনক নড়েনি। আমাদের ব্যানার খোলার চেষ্টা হলে কলেজে তালা ঝুলিয়ে দেব।” ছাত্র সংসদে প্রাক্তন সাধারণ সম্পাদক ছাত্র পরিষদ নেতা সুমিত সরকার বলেন, “কলেজে কারও ব্যানার থাকবে না। সমস্যা না মেটা পর্যন্ত ঘেরাও হবে।”
যুবক খুন। দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনহাটার ছোট ফকিরতকেয়ায়। হত মোস্তাফিজুর রহমান (৩০) বৈদ্যুতিন যন্ত্রাংশ মেরামতের কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে নিউ গীতালদহ এলাকায় ওই যুবক গুলিবিদ্ধ হন। |