অবৈধ বাজি কারখানায় আগুন লেগে দম্পতি মারা যাওয়ার তদন্তে নেমে শুক্রবার রাত পর্যন্ত চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই অবৈধ বাজি তৈরির সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সীতারাম পাল, সুমন মণ্ডল, শেখ আবদুল হালিম ও কাউসার শেখ। ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কালনা ২ ব্লকের আনুখালে বসতবাড়ির মধ্যে থাকা বেআইনি বাজি কারখানায় আগুন লেগে যায়। ঘরের মধ্যেই পুড়ে মারা যান মানিক সাঁতরা (৩২) ও তাঁর স্ত্রী কাজল সাঁতরা (২৪)। গুরুতর আহত হন বৃদ্ধ বাবা-মা ও এক কর্মচারী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু আনুখালেই নয়, আশেপাশের বহু এলাকাতেই চলে অবৈধ বাজির কারবার। তারপরেই পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। ধৃতদের থেকে উদ্ধার করা হয় চারটি ট্রাক ভর্তি বাজি ও বাজি তৈরির উপকরণ। এরপর পুলিশ দমকলে খবর দেয়। দমকলের কর্মীরা এসে বাজি ও বাজি তৈরির উপকরণ নষ্ট করে। |