টুকরো খবর |
স্ত্রীকে খুনে যাবজ্জীবন স্বামীর
নিজস্ব সংবাদদাতা • কালনা |
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। শুক্রবার বিকেলে কালনা আদালতে নিশ্চিন্তপুর গ্রামের খগেন সর্দারকে সাজা শোনান অতিরিক্ত জেলা জজ অবনীকান্ত লাহা। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ১২ অগস্ট নদিয়ার কোতয়ালি এলাকার বাসিন্দা গুরুপদ সর্দার কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান, বছর দশেক আগে তাঁর বোন শঙ্করীদেবীর সঙ্গে বিয়ে হয় খগেনের। বিয়ের পর থেকেই পণ চেয়ে অত্যাচার চালাত খগেন। তিনি আরও জানান, এই অভিযোগ দায়ের করার কয়েকদিন আগে খগেন শ্বশুরবাড়ির লোকেদের জানায়, স্ত্রীকে পাওয়া যাচ্ছে না, স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছেন তিনি। তবে তার কয়েকদিন পরে নিশ্চিন্তপুর গ্রামেই একটি কচুরিপানা ভর্তি নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শঙ্করীদেবীর দেহ মেলে। বস্তা যাতে ভেসে না ওঠে তাই নাইলনের দড়ি দিয়ে বস্তার মুখে বেঁধে তার সঙ্গে ইট ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই মামলার সরকারি আইনজীবী বিকাশ রায় বলেন, “মামলা চলাকালীন আদালত ১৫ জনের সাক্ষ্য নেয়। জেরায় পুলিশের কাছে স্ত্রীকে খুন করার কথা স্বীকারও করে খগেন।”
|
মিটে গেল জমির জবরদখল সমস্যা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বেশ কয়েকটি পরিবার জবরদখল করে তাঁর আমবাগানে বসবাস শুরু করেছিলেন প্রায় ১৪ বছর আগে। পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর গ্রামের ওই বাসিন্দা দীনবন্ধু সাহা এমন অভিযোগ এনে আদালতে যান। আদালত জবরদখল হটিয়ে দেওয়ার নির্দেশ দেয় প্রায় বছর তিনেক আগে। অভিযোগ, পুলিশ জবরদখল হটাতে গেলে প্রতিবারই বাধার সম্মুখীন হয়। শুক্রবার অবশেষে ওই আমবাগান জবরদখলমুক্ত হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে দীনবন্ধুবাবুর একটি ৪ একর জমিতে আমবাগান এবং পুকুর রয়েছে। অভিযোগ, প্রায় ১৪ বছর আগে আমবাগানের জায়গায় ৬৫টি পরিবার জবরদখল করে বসবাস শুরু করেন। দীনবন্ধুবাবু আদালতে যান। এরপর পুলিশকে নির্দেশ দেওয়া হয় জবরদখল হটিয়ে দেওয়ার জন্য। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, আদালতের রায় দীনবন্ধুবাবুর পক্ষে যাওয়ায় অনেকেই জায়গা থেকে উঠে অন্যত্র বসবাস শুরু করেন। বর্তমানে ৩৬টি পরিবার ওই জায়গায় থাকছিলেন। তাঁরা গরিব পরিবারের হওয়ায় বিষয়টি নিয়ে সাহা পরিবারের সঙ্গে আলোচনা করা হয়। তাঁরা ১ একর জমি তাঁদের জন্য ছেড়ে দিতে রাজি হন। শুক্রবার পুলিশ আদালতের নির্দেশে অভিযান চালায়। তার আগেই ওই ১ একর জমিতে পরিবারগুলিকে আশ্রয় দেওয়া হয়। বিধায়কের দাবি, প্রতিটি পরিবারকে আড়াই শতক করে জমি দেওয়া হয়েছে। নগদ ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। পরবর্তীতে ওই জমিতে পরিবারগুলিকে নিজ গৃহ ও নিজ ভূমি প্রকল্পে ঘর করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
|
বধূ খুনে অভিযুক্ত স্বামী-সহ পাঁচ জন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আটাগড়ের কাছে। স্বামী-সহ পাঁচ জনের বিরুদ্ধে এক গৃহবধুকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মারা যান স্থানীয় আটাগড়ের কাছে মাটিয়ালের মৌফুজা বেগম (২২)। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে শেখ জালালুদ্দিন ওরফে শেখ দুলালের বিয়ে হয়। মৃতের দাদা শেখ গোলাম জিলানি অভিযোগ করেছেন, বিয়ের পরে থেকেই বাপের বাড়ি থেকে টাকা আদায়ের জন্য চাপ দিয়ে মৌফুজার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তাঁদের ফোন করে মৌফুজা জানান, ভোর থেকে তাঁকে মারধর করা হচ্ছে। এর কিছু পরেই শ্বশুরবাড়ি থেকে ফোনে তাঁদের জানানো হয়, বোন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বোনের সারা শরীরে মারধরের চিহ্ন দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
এটিএম কার্ডে জালিয়াতি, গায়েব টাকা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এটিএম জালিয়াতির কবলে পড়লেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া আধিকারিক রথীন্দ্রনাথ ভট্টাচার্য। এই ঘটনায় তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রথীনবাবু জানিয়েছেন, তিনি স্থানীয় টাউন হল পাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যান। প্রথমবার তিনি টাকা তুলতে ব্যর্থ হন। তখন এক অবাঙালি হিন্দীভাষী যুবক তাঁকে সাহায্য করার নামে তাঁর এটিএম কার্ডটি হাতিয়ে তাঁর হাতে অন্য একটি কার্ড গুঁজে দেন। প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। পিন নম্বর না মেলায় বাড়ি ফিরে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন তাঁর এটিএম কার্ডটি বদলে গিয়েছে। কিন্তু হিন্দীভাষী যুবকটিকে আর দেখতে পাননি তিনি। কিছুক্ষন পরে তাঁর মোবাইলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার এসএমএস আসতে থাকে। রথীনবাবু ব্যাঙ্কের শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্টটি সিল করান। ততক্ষনে বিভিন্ন এটিএমে ঢুকে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৭০ হাজার টাকা তুলে ফেলেছে দুষ্কৃতীরা। পুলিশ এটিএমের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের সম্পর্কে কিছু সূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। মৃতের নাম ফারুক আবদুল্লাহ (১৩)। বাড়ি স্থানীয় এঁরাচিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারুক স্থানীয় বিজয়পুর পলসনা হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র। এ দিন স্কুলে যাওয়ার সময় স্থানীয় পলসনা মোড়ে একটি ট্রাক্ট্রর তার সাইকেলে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে দুপুরে মারা যায়। পুলিশ ট্রাক্ট্ররটি আটক করেছে ও ট্রাক্টরের চালককে গ্রেফতার করেছে।
|
চালু হচ্ছে আদালত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মামলার চাপ কমাতে কালনা মহকুমায় চালু হতে চলেছে দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। মহকুমা বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আদালত চালু হবে ৩০ সেপ্টেম্বর। আদালতে বিচারক হিসেবে যোগ দিচ্ছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত দেবাশিস বর্মন। কালনা মহকুমায় বর্তমানে রয়েছে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। তবে প্রচুর মামলা জমে যাওয়ায় আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত প্রয়োজন হয়। কালনা বার অ্যাসোসিয়েশনের সদস্য পার্থ কর বলেন, “নতুন আদালতটি চালু হলে বিচার প্রক্রিয়ায় গতি বাড়বে। ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।
|
অনূর্ধ্ব ১৪ বিভাগে জয়ী কালনার স্কুল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সুব্রত কাপ অনূর্ধ্ব ১৪ বিভাগের জাতীয় প্রতিযোগিতার প্রথম খেলায় জয়ী হল কালনা কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। শুক্রবার দিল্লির রেস কোর্স মাঠে লাক্ষাদ্বীপকে ৯-০ গোলে হারায় কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়। শনিবার কৃষ্ণদেবপুর মুখোমুখি হবে গোয়ার চ্যাম্পিয়ন দলের সঙ্গে। রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় কালনা ১ ব্লকের এই স্কুলটি এ বার চ্যাম্পিয়ন হয়। শুক্রবার কৃষ্ণদেবপুরের এই সাফল্যের কথা ব্যাপারে কালনা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকার বলেন, “প্রথম খেলাতেই বড় ব্যবধানে জয় ওদের প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিল।”
|
চ্যাম্পিয়ন টাউন স্কুল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর জোন আন্তঃস্কুল ভলিবলে অনূর্ধ্ব ১৭ ও ১৯ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান টাউনস্কুল। অনূর্ধ্ব ১৭ বিভাগে তারা ২-০ সেটে সিএমএস স্কুল বিসিরোডকে ও অনূর্ধ্ব ১৯ বিভাগে একই ফলে সিএমএস বাবুরবাগকে হারিয়ে দিয়েছে। অনূর্ধ্ব ১৪ বিভাগে জিতেছে সিএমএস বিসিরোড। তারা টাউন স্কুলকে ০-২ সেটে হারিয়েছে।
|
সিপিএম-তৃণমূল সংঘর্ষ |
সিপিএম ও তৃণমূল সংঘর্ষে আহত হলেন দুই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতারের মোহনপুরের ঘটনা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিপিএম ও তৃণমূল। আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। আহত তৃণমূল কর্মী নারায়ণ সামন্তের অভিযোগ, “বৃহস্পতিবার মোহনপুর মোড়ে একটি দোকানের সামনে সিপিএমের সমর্থকরা আমাকে মারধর করে। দীপক দেবনাথ বাধা দিতে গেলে তাঁকেও মারা হয়।” সিপিএম বোমাবাজি করে বলেও অভিযোগ তাঁর। সিপিএমের দাবি, ঘটনাটি তৃণমূলের দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াই। পুলিশ তদন্ত শুরু করেছে। |
|