বারো মাসই পানীয় জলের সমস্যা লেগে থাকে রাজপুর-সোনারপুর পুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে বার বার জানিয়েও লাভ হয়নি। আপাতত তাই পানীয় জলের জন্য এই এলাকা নির্ভরশীল লস্করপুর পেয়ারাবাগানের জলাধার আর কিছু নলকূপের উপর।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় যে সব নলকূপ রয়েছে তার বেশির ভাগের জল ব্যবহার করা যায় না। দীর্ঘ দিন এই এলাকায় জলের পাইপলাইন সংস্কার হয়নি। নলকূপগুলি বসানোর পরে বছর ঘুরতে না ঘুরতে খারাপ হয়ে যায়। ঘোলা জল বেরনোয় সেই জল আর ব্যবহার করা যায় না। যে ভাবে এলাকায় পানীয় জলের চাহিদা বাড়ছে তাতে পরিস্থিতির মোকাবিলা কী ভাবে করা হবে তা নিয়ে রীতিমতো চিন্তিত পুরসভার জল বিভাগ।
|