First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
আজকের শিরোনাম
জিটিএ-র নতুন চিফ এগজিকিউটিভ বিনয় তামাঙ্গ
‘দাগি’ অর্ডিন্যান্স নিয়ে বিরূপ রাহুল
• ভোটারদের প্রার্থী প্রত্যাখানের সুযোগ দিল সুপ্রিম কোর্ট
জম্মুতে হত ১০, গোয়েন্দা সমন্বয় নিয়ে প্রশ্ন

এই সংক্রান্ত আরও খবর...
বুঝিনি, ওরা সেনার পোশাক পরা জঙ্গি
শরিফ-বৈঠক বাতিলে নারাজ মনমোহন
রঘুরামের নতুন সূচকে মমতা ক্ষুব্ধ,
কপাল খুলবে নীতীশের
একটা রিপোর্ট, যার পরতে পরতে রাজনৈতিক সমীকরণ আর বিতর্কের ছায়া। আর সেই রিপোর্ট ঘিরে কারও স্বস্তি, কারও অস্বস্তি কারও বা ক্ষোভ। রাজ্যগুলির অনগ্রসরতার নতুন মাপকাঠি তৈরি করে তার ভিত্তিতে উন্নয়নের জন্য অর্থ সাহায্য দেওয়ার নতুন সূত্র তৈরির জন্য গত মে মাসে রঘুরাম রাজনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। সেই রিপোর্ট ৫ সেপ্টেম্বর জমা পড়ে এবং আজ সেটি প্রকাশিত হয়। ওই রিপোর্টকে ভিত্তি করেই লোকসভা ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা উস্কে দিয়ে ওড়িশা এবং বিহারকে আরও বেশি কেন্দ্রীয় অর্থ সাহায্য দেওয়ার পথে হাঁটতে চলেছে মনমোহন সিংহের সরকার।

এই সংক্রান্ত আরও খবর...
বিশেষ মর্যাদায় খুশি নীতীশ, জয়ের ভাগ চেয়ে সরব লালুরাও
দাগি-রক্ষায় অর্ডিন্যান্স কেন, ব্যাখ্যা চান প্রণব
মমতা-স্পর্শে কন্যাশ্রীর যাত্রা শুরু মাস পয়লায়
প্রকল্পের নাম দিয়েছেন তিনি। প্রকল্পের প্রতীক (লোগো) তাঁর হাতে আঁকা। স্লোগানও তাঁর তৈরি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের ‘কন্যাশ্রী’ প্রকল্প যাত্রা শুরু করছে আগামী ১ অক্টোবর। এতে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের (অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি) পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ বাবদ বছরে পাঁচশো টাকা অনুদান দেবে রাজ্য সরকার। উদ্বোধনের দিনেই রাজ্যের দশ হাজার ছাত্রীকে এর আওতায় আনা হচ্ছে বলে মহাকরণের খবর। তবে সাহায্য পাওয়ার কিছু শর্তও আছে। টাকা তারাই পাবে, যারা অবিবাহিত এবং স্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি হতে পারবে না। তবে অনাথ ও প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়নি।
সোমবার টাকা ফেরতের সূচনা মমতার হাতেই
পুজোর আগে সারদা গোষ্ঠীর এক লক্ষ আমানতকারীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেবে রাজ্য সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৯২৬ জন আমানতকারীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়ে সেই কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই পুরোদমে টাকা বিলি শুরু হয়ে যাবে। কমিশন সূত্রের খবর, জেলাশাসকের দফতরে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে। জেলা প্রশাসনই ওই টাকা আমানতকারীদের ফিরিয়ে দেবে। সারদা কমিশনের চেয়ারম্যান, বিচারপতি শ্যামল সেন বৃহস্পতিবার বলেন, “সামনের মাসের গোড়া থেকেই ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে। মূলত যাঁরা জেলার বাসিন্দা, সর্বস্বান্ত এবং ১০ হাজার টাকার কম লগ্নি করেছিলেন, টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রাথমিক ভাবে তাঁদেরই বেছে নেওয়া হয়েছে।”
বিনোদন

• নাটকে মজেছে খুদেরা, উপচে পড়ল ভিড়
কলকাতার জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার সংস্কারে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার বা প্রায় ২৪০০ কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে এডিবি-র অন্যতম শর্ত হল, শহরে জলকর বসাতে হবে। যদিও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “এমন কোনও শর্তের কথা জানি না। আমরা সাধারণ মানুষের কাছ থেকে কোনও জলকর নেব না।” তা হলে কি ওই ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে? এডিবি জানিয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা তাদের জানা। ওই প্রকল্প সম্পূর্ণ হতে প্রায় ১০ বছর সময় লাগবে। ধাপে ধাপে জলকর বসানোর ব্যবস্থা করলেই হবে। মেয়র শোভনবাবুর কথায়, “আমরা তো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে জলকর নিই। সেখান থেকে পাওয়া করের টাকায় ভর্তুকি মেটানো সম্ভব হয়। তাই সাধারণ মানুষের ক্ষেত্রে জলকর বসানোর প্রয়োজন নেই।”
ঘেরাও রুখতে উপদেষ্টা কমিটি বিশ্ববিদ্যালয়ে
পড়ুয়াদের বেয়াড়াপনার মোকাবিলায় কড়া ব্যবস্থার পক্ষপাতী আচার্য-রাজ্যপাল। সাম্প্রতিক কিছু ঘটনায় বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ কঠোর হতে না-পারায় উপাচার্যদের ডেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তার পরেই ছাত্র-অসন্তোষ মেটাতে বিজ্ঞান, কলা, বাণিজ্য-সহ বিভিন্ন শাখায় একটি করে পরামর্শদাতা কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ছাত্র, শিক্ষক, আধিকারিকদের নিয়ে গঠিত ওই কমিটি নিয়মিত বৈঠক করে ছাত্রছাত্রীদের অভাব-অভিযোগের কথা শুনবে। এর ফলে ঘেরাও, বিক্ষোভ-অবস্থানের মতো কর্মসূচি থেকে তাঁরা বিরত থাকবেন বলে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের আশা। আচার্য-রাজ্যপালকেও এই পদক্ষেপের কথা জানানো হবে। কিন্তু কমিটি গড়ে কাজ কতটা হবে, তা নিয়ে সংশয়ের সুর শোনা গিয়েছে শিক্ষাজগতেই।
ঝাড়গ্রাম রাজবাড়ি ঘিরে
‘ট্যুরিস্ট হাব’ তৈরির সিদ্ধান্ত
কাতার বিশ্বকাপে কলঙ্কিত
মানবাধিকার, উদ্বেগে ফিফা
এক নজরে...

• জন পরিষেবা অধিকার আইন

মারজিতের ইস্তফা কি
এক্তিয়ার ছাড়ানোর মাসুল


দেশ

বিদেশ
খাদ্য-জলের অভাব
তীব্র, বাড়ছে ক্ষোভ

খেলা
ক্রীড়া সম্মান প্রাপক
বাছাইয়ে বিতর্ক


সম্পাদকীয়

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা




আজকের দিনে
বিশ্ব পর্যটন দিবস।
• ১৮৩৩: ব্রিটেনের স্টেপলটনে প্রয়াত হন সমাজ-সংস্কারক রাজা রামমোহন রায়। তাঁকে ‘আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা’ বলা হয়ে থাকে। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ রদ তাঁর সমাজ-সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার পাক্ষিক


প্রতি মাসের ১ ও ১৫ তারিখ

প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.