|
|
|
|
ডিএনএ পরীক্ষা বন্ধ হচ্ছে, বিপাকে পুলিশ
শুভাশিস ঘটক • কলকাতা |
অনির্দিষ্টকালের জন্য কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে ডিএনএ পরীক্ষা।
এ রাজ্যে একমাত্র কলকাতার পার্ক সার্কাসের কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এই পরীক্ষা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে নির্দেশ পাঠিয়েছে,
আগামী ১ অক্টোবর থেকে এই পরীক্ষাগারে ডিএনএ পরীক্ষা বন্ধ রাখা হবে। কবে থেকে ফের ডিএনএ পরীক্ষা শুরু হবে তা ওই নির্দেশে জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই নির্দেশ কলকাতা ও রাজ্য পুলিশকে জানানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।
কী কাজে লাগে ডিএনএ পরীক্ষা? পুলিশ কর্তাদের বক্তব্য, ধর্ষণকাণ্ড, পিতৃত্ব-মাতৃত্ব সম্পর্কে নিশ্চিত হতে বা মৃতদেহের শনাক্তকরণ কাজে এই পরীক্ষার অত্যন্ত প্রয়োজন হয়। জিনঘটিত কোনও রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এই পরীক্ষার প্রয়োজন। রাজ্য পুলিশের এক কর্তা বলেন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা বা পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডে মৃতদের শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ছিল ডিএনএ পরীক্ষা। পার্ক স্ট্রিট বা কামদুনি ধর্ষণ মামলাতেও ডিএনএ পরীক্ষার তথ্য মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসাবে আদালতে পেশ করা হয়েছে।
এই পরীক্ষা বন্ধ করে দেওয়ার নির্দেশ পেয়ে তাই মাথায় হাত রাজ্য ও কলকাতা পুলিশের কর্তাদের। রাজ্য পুলিশের এক কর্তা বলেন, “রাজ্য সরকারের বেলগাছিয়ায় যে ফরেন্সিক পরীক্ষাগার রয়েছে, তাতে ডিএনএ পরীক্ষা হয় না। তাই পার্ক সার্কাসের কেন্দ্রে এই পরীক্ষা বন্ধ হয়ে গেলে তদন্তের ক্ষেত্রে বিপর্যয় হবে।” পুলিশ কর্তারা জানান, এখনই এই পরীক্ষাগারের উপরে এত চাপ, যে অনেক সময়েই ভিন্ রাজ্য থেকে ডিএনএ পরীক্ষা করিয়ে আনতে হয়। এ বার সব ক্ষেত্রেই তা করতে হলে বহু গুরুত্বপূর্ণ তদন্তের কাজে দেরি হবে। ফলে ওই সব মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগবে।
সিআইডির এক কর্তাও বলেন, “কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে ডিএনএ পরীক্ষার উপর রাজ্যের বহু মামলার তদন্তকারী অফিসারেরা ভরসা করে থাকতেন। এখানে কাজের এত চাপ ছিল যে রিপোর্ট পেতে অনেক সময় বছর গড়িয়ে যেত। এ বার অন্য রাজ্য থেকে এই পরীক্ষা করিয়ে আনতে গেলে কত বেশি সময় লাগবে কে জানে!” তাঁর আশঙ্কা, এর ফলে বহু মামলা শুরুই করা যাবে না।
কেন এই পরীক্ষাগারে বন্ধ হয়ে যাবে ডিএনএ পরীক্ষা?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ডিএনএ পরীক্ষা-সহ বিভিন্ন পরীক্ষায় বিশেষ কিছু রাসায়নিকের প্রয়োজন হয়। মূলত ওই ধরনের রাসায়নিকের জোগান কম থাকায় আপাতত পার্ক সার্কাসের পরীক্ষাগারে ডিএনএ পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রক সূত্রের খবর, পরীক্ষাগারের পরিকাঠামোরও সংস্কার প্রয়োজন। পরীক্ষাগারে প্রচুর নমুনা এসে জমে রয়েছে।
ওই সব নমুনা রাখতে গিয়ে জায়গারও সমস্যা হচ্ছে। এই অবস্থায় বিহার, ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরায় ওই পরীক্ষা করা যেতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ।
কিন্তু রাসায়নিকের এই জোগানের সমস্যা নিয়েই প্রশ্ন তুলেছেন এই ফরেন্সিক পরীক্ষাগারের সঙ্গে যুক্ত আধিকারিকদের একাংশ। তাঁরা বক্তব্য, সারা দেশের অন্য কেন্দ্রে রাসায়নিক জোগানের সমস্যা না থাকলে কলকাতায় তা হবে কেন?
এর কোনও উত্তর মেলেনি। |
|
|
|
|
|