|
|
|
|
রানিগঞ্জে ডায়েরিয়ায় মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। রানিগঞ্জের কুনস্তড়িয়া এরিয়ার দামোদা কোলিয়ারি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সানি ভুঁইয়া (৬), সুমন ভুঁইয়া (২২)। তাঁরা সর্ম্পকে পিসি ভাইপো। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সানি তিন দিন ধরে জ্বরে ভুগছিল। হঠাৎ বুধবার সন্ধ্যায় সানির মৃত্যু হয়। কিছুক্ষণ পরেই সুমন মারা যান। মৃতদের হাতুড়ে ডাক্তারের কাছে দেখানো হয়েছিল বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই এলাকা থেকে মোট ৫ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে রানিগঞ্জ ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, একজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সিপিএম পরিচালিত রানিগঞ্জ পুরপ্রধান এবং তৃণমূল পরিচালিত রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। পুরসভা এবং আসানসোল মহকুমা স্বাস্থ্যদফতরের স্বাস্থ্য প্রতিনিধিদল এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ করেছেন।
আসানসোলের সিএমওএইচ মণিকাঞ্চন সাহা বলেন, “আমাদের স্বাস্থ্য কর্মীরা গতকাল এবং আজ দু’দিনই আক্রান্তদের বাড়ি গিয়েছিলেন। তাঁরা খতিয়ে দেখে এই সিদ্ধান্তে এসেছেন, সানির মৃত্যু হয়েছে ডায়েরিয়াতেই। সুমনের কী কারণে মৃত্যু হয়েছে তা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। তবে খতিয়ে দেখা হচ্ছে।” এলাকার বাসিন্দাদের অভিযোগ, ইসিএল এবং পুরসভা সাফাইয়ের কাজ করে না। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তিনটি কলে জল পর্যাপ্ত পরিমাণে মেলে না। বাড়ির অন্যান্য কাজে ব্যবহারের জন্য ইসিএল অপরিশোধিত জল সরবরাহ করে। পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মণ্ডলের অভিযোগ, পুরসভাকে বার বার বলা হলেও জল সরবরাহের ব্যবস্থা বা সাফাইয়ের কাজ করেনি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের পাইপ লাইন আর্বজনায় ঢেকে গিয়েছে। তাঁদের আশঙ্কা, এর জেরে পাইপে ছিদ্রের সৃষ্টি হয়েছে। সেই ছিদ্র দিয়ে জলের সঙ্গে নোংরা বর্জ্য মিশে যাওয়ায় পেটের রোগের প্রকোপ দেখা দিয়েছে। পুরপ্রধান অনুপ মিত্র দাবে করেন, ওই এলাকায় জল সমস্যা মেটাতে পুরসভা বেশ কিছু দিন ধরে পাইপ বসানোর কাজ করছে। এক সপ্তাহের মধ্যে ওই কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। পুরপ্রধান জানালেন, বুধবার ও বৃহস্পতিবার মহকুমা স্বাস্থ্য দফতরের পাশাপাশি পুরসভার স্বাস্থ্য কর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। সাফাই না হওয়ার অভিযোগ সর্ম্পকে অনুপবাবু বলেন, “সাফাই কর্মীরা বৃহস্পতিবার এলাকায় বিশেষ সাফাই অভিযান শুরু করেছে।” মহকুমাশাসকের কাছে ওই এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দফতরের সরবরাহ করা জলের নমুনা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করার আবেদনও জানিয়েছেন বলে দাবি করেন অনুপবাবু। ইসিএলের কুনস্তড়িয়া এরিয়ার জিএম অখিলেশ পান্ডে জানান, নিয়মিত সাফাই এবং ঠিক কি কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তাঁরা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। |
|
|
|
|
|