হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে আর্জি
ৎসবের মরশুমে রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরকে সতর্ক করল প্রশাসন। নির্বিঘ্নে দুর্গাপুজো, কালী পুজো ও ঈদের অনুষ্ঠান শেষ করতে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় স্বাস্থ্য দফতর, পুলিশ, দমকল, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া ও পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। বৈঠকে ডান-বাম দলের পক্ষে জেলাশাসককে উৎসবের মরশুমে হাসপাতালের পরিষেবা ঠিক রাখার দাবি জানানো হয়। তাঁরা অভিযোগ করেন, গত তিনবছর ধরে উৎসবের সময় হাসপাতালের বেশির ভাগ চিকিৎসক একসঙ্গে ছুটিতে যাওয়ায় চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হয়েছে। জেলাশাসক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস মন্ডলকে পুজোর সময়ের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে সতর্ক করেন। বৃহস্পতি বার দুপুরে জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক গৌতম মন্ডল কর্ণজোড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রশাসনের সতর্কবার্তার কথা সকলকে জানিয়ে দিয়েছেন। এদিন জেলাশাসক বলেন, “একসঙ্গে অনেক চিকিৎসক ছুটিতে চলে যাওয়ায় গত কয়েকবছর ধরে পুজোর মরশুমে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ পেয়েছি। জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সতর্ক করে দিয়েছি। ওই সময় ২৪ ঘন্টা হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। প্রয়োজনে ছুটি বাতিল হবে। তারা পরেও নির্দেশ অমান্য হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “হাসপাতালে চিকিৎসক না থাকাটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা ও পেটের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হয়। এ বার পর্যাপ্ত চিকিৎসক না থাকলে হাসপাতালের প্রশাসনিক কাজকর্ম অচল করে দেওয়া হবে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ নারায়ণ ঘোষও। তিনি বলেন, “এ বার আগের ঘটনা ঘটলে আমরা চুপ করে বসে থাকব না।” আর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, “উৎসবের দিনে হাসপাতালের সুষ্টু পরিষেবা বজায় রাখতে দলের তরফে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।” হাসপাতালের সুপার তথা প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন জেলা সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় জানান, এবছর হাসপাতালের নার্স ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক হাতে রাখতে চিকিৎসকদের উপযুক্ত কারণ ছাড়া ছুটির আবেদন মঞ্জুর করা হবে না। অ্যাসোসিয়েশন অব হেল্থ সার্ভিস ডক্টরসের জেলা সম্পাদক দেবব্রত রায় বলেন, “চিকিৎসকদের সামাজিক ও পারিবারিক জীবন রয়েছে। তবে আগে পরিষেবা পরে ছুটির বিষয়টি চিকিৎসকদের দেখা দরকার।”

চক্ষু পরীক্ষা
স্পেশাল অলিম্পিকে যোগদানকারি ১৩৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য একটি চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির হয়ে গেল সিউড়ি শহরে। বৃহস্পতিবার শিবিরটি হয় সিউড়ি পুরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের লালকুঠিপাড়ায়। অবস্থিত একটি বেসরকারি চক্ষু হাসপাতলে। উদ্যোক্তা স্প্যেশাল অলিম্পিক ভারত, সর্বশিক্ষা মিশন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৫ জনের একটি মেডিক্যাল টিম তাদের চিকিৎসা করেন বলে জানিয়েছেন, সর্বশিক্ষা মিশনের জেলা সমন্বায়ক শুকদেব চক্রবর্তী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.