|
|
|
|
ডেঙ্গি পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা |
পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি |
শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে ডেঙ্গি এবং জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কোথাও ডেঙ্গির রক্ত পরীক্ষা করাতে মাত্রাতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে, আবার কোথাও প্রয়োজন ছাড়াই বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে বলে অভিযোগ। ডেঙ্গিতে গুরুতর অসুস্থ জেনে অনেক নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীদের ভর্তি নিতেও চাইছে না বলে অভিযোগ। ডেঙ্গিতে মৃত বিকাশ কুমরা ঝার পরিবারের কাছ থেকে বৃহস্পতিবার অভিযোগ পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোনও নার্সিংহোমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে বলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
ডেঙ্গির রক্ত পরীক্ষার জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে যে টাকা নেওয়া হয় এই পরিস্থিতিতে সেই অর্থেই ওই কাজ করার জন্য নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে ই-মেলে চিঠি পাঠানো হচ্ছে বলে জানান দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক। নার্সিংহোমে চিকিৎসাধীন ডেঙ্গিতে আক্রান্ত তিন জন রোগীর মৃত্যুতে তাদের ঠিক কী ধরণের চিকিৎসা হয়েছে সে বিষয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “নার্সিংহোমগুলিতে এ দিনই ই-মেলে চিঠি পাঠিয়ে রক্ত পরীক্ষা বা অন্য কোনও বিষয়ে ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে যাতে অতিরিক্ত অর্থ না নেওয়া হয় সেই নির্দেশ পাঠানো হচ্ছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু নিয়েও তিনটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবার দিকটি তদন্ত করে দেখা হচ্ছে।” ডেঙ্গিতে মৃত বিকাশ কুমার ঝার বাবা বিনোদবাবু মন্ত্রীকে জানান, নার্সিংহোমে ছেলের ডেঙ্গি রোগনির্ণয়ে রক্ত পরীক্ষা করাতে ১৩০০ টাকা করে দিতে হয়েছে। একই অভিযোগ তুলেছেন অন্য রোগীর আত্মীয়েরাও। সম্প্রতি প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ডেঙ্গি আক্রান্ত এলাকাগুলি ঘুরে দেখেন। সে সময় বাসিন্দাদের কাছ থেকে নার্সিংহোমগুলির বিরুদ্ধে ডেঙ্গির চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ পান। অশোকবাবু বলেন, “নার্সিংহোমগুলির একাংশ পরিস্থিতির সুযোগ নিয়ে রক্ত পরীক্ষা, প্লেটলেট বিক্রি করে ব্যাপক মুনাফা লুটছে। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।” শিলিগুড়ি নার্সিংহোম মালিক সংগঠনের সভাপতি পীযূষ রায় জানান, এই পরিস্থিতি স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই নার্সিংহোমগুলিকে সাহায্য করতে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, “আমরাও সংগঠনের সদস্যদের তা জানাব। তবে ডেঙ্গি রোগীদের জন্য অন্য রোগীরা অনেক সময় থাকতে চাইছেন না তা নিয়ে কিছু সমস্যা রয়েছে।” স্বাস্থ্য দফতর জানিয়েছে, রক্ত পরীক্ষা, প্লেটলেটের দাম যাতে বেশি না নেওয়া হয় সেজন্য ইতিমধ্যেই এক বার নার্সিংহোমগুলিকে বলা হয়েছে। এক ইউনিট অনুচক্রিকার জন্য সরকারি হাসপাতালে ৪০০ টাকা ধার্য হলেও বেসরকারি ব্যাঙ্কগুলিতে ১৩০০-১৫০০ টাকা নেওয়া হচ্ছে। |
|
|
|
|
|