আজকের শিরোনাম
জিটিএ-র নতুন চিফ এগজিকিউটিভ বিনয় তামাঙ্গ
বিনয় তামাঙ্গ।
—নিজস্ব চিত্র।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নতুন চিফ এগজিকিউটিভ হিসাবে আজ নির্বাচিত হলেন বিনয় তামাঙ্গ। নির্বাচনী সভায় মোর্চার ৫০ জন সদস্যের মধ্যে আজ উপস্থিত ছিলেন ৩৪ জন। সভায় দলের সভাপতি বিমল গুরুঙ্গের অনুপস্থিতিতেই মোর্চার প্রতিনিধিরা বিনয় তামাঙ্গকে জিটিএ প্রধান হিসাবে নির্বাচিত করেন। ২০১১-র একটি পুরনো মামলায় বিনয় তামাঙ্গ গত অগস্ট থেকে জলপাইগুড়ির জেলে বন্দি। বিনয় তামাঙ্গের নির্বাচনের বিষয়টি জিটিএ-এর প্রধান সচিব আর ডি মিনাকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারকে জিটিএ-র নয়া প্রধানের নাম পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, মোর্চার সদিচ্ছা থাকলে জিটিএ নিয়ে সব রকমের সাহায্য করবে রাজ্য সরকার।

‘দাগি’ অর্ডিন্যান্স নিয়ে বিরূপ রাহুল
‘দাগি’ প্রার্থীদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে ‘অবাস্তব’ বলে কটাক্ষ করলেন রাহুল গাঁধী। শুধু তাই নয়, এই অর্ডিন্যান্সকে ‘ছিঁড়ে ফেলে দেওয়া উচিত’ বলেও আজ সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সব দলই ‘দাগিদের’ প্রার্থী করে। সময় এসেছে এই ‘রীতি’ বদল করার। রাহুলের এই মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জানিয়েছেন, দেশে ফিরে মন্ত্রিসভায় আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।
সাংবাদিক বৈঠকে রাহুল গাঁধী। ছবি: পিটিআই
এই অর্ডিন্যান্স নিয়ে রাহুলের প্রতিক্রিয়ার পরে কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, ‘‘রাহুল গাঁধী আমাদের নেতা। তাঁর রায়ই কংগ্রেসের রায়। তবে দলই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে।’’

ভোটারদের প্রার্থী প্রত্যাখানের সুযোগ দিল সুপ্রিম কোর্ট
এ বার থেকে প্রার্থী পছন্দ না হলে প্রার্থীদের ‘প্রত্যাখান’-এর অধিকার পেলেন ভোটাররা। আজ এক জনস্বার্থ মামলার রায় ঘোষণা করে নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, বৈদ্যুতিন ভোটযন্ত্রে প্রার্থী প্রত্যাখানের জন্য একটি নির্দিষ্ট বোতাম রাখতে হবে। বিকল্প ব্যবস্থা রাখতে হবে ব্যালট পেপারের ক্ষেত্রেও। তবে এই নির্দেশ কার্যকর করতে নির্বাচন কমিশনকে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সময়সীমা দেয়নি সুপ্রিম কোর্ট। বিকল্প এই ব্যবস্থার ফলে গণতন্ত্র আরও মজবুত হবে বলেই আশা সুপ্রিম কোর্টের।

শীর্ষ আদালতের রায়ে ফের অস্বস্তিতে শ্রীনি
সুপ্রিম কোর্টের রায়ে ফের ধাক্কা খেল শ্রীনির ক্রিকেট ভাগ্য। বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য প্রসাদ বর্মার করা মামলার রায় ঘোষণা করে আজ সুপ্রিম কোর্ট ২৯ সেপ্টেম্বরের চেন্নাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সবুজ সঙ্কেত দিলেও প্রেসিডেন্টের চেয়ার থেকে আপাতত সরিয়েই রাখল শ্রীনিকে। বিচারপতি এ কে পট্টনায়ক ও জগদীশ সিংহ খেহরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ভোটে জিতলেও মামলা চলাকালীন প্রেসিডেন্ট হতে পারবেন না শ্রীনিবাসন। এর ফলে প্রশাসক শ্রীনির ক্রিকেট ভবিষ্যত্ কী হতে চলেছে তার দিকে তাকিয়ে গোটা ক্রিকেটমহল।

মুম্বইতে বহুতল ভেঙে মৃত ১১
দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। ছবি: এএফপি।
মুম্বইয়ে একটি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন ২৬ জন। আজ ভোর ৬টা নাগাদ মুম্বই ডকইয়ার্ডের পাশে ভেঙে পড়ে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) একটি বহুতল আবাসন। ধ্বংসস্তূপের ভিতরে বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা পুলিশের। উদ্ধারকাজ নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। পুলিশ জানিয়েছে, কয়েক জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহুতলটি ভাঙার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে গত কয়েক দিনের বৃষ্টির কারণেই এই ঘটনা বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.