অনির্বাণ-গগনজিৎ জুটি গল্ফ বিশ্বকাপে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতের হয়ে জুটি বাঁধলেন দেশের দুই সেরা গল্ফার গগনজিৎ ভুল্লার এবং অনির্বাণ লাহিড়ী। আগামী ২১-২৪ নভেম্বর দ্য রয়্যাল মেলবোর্ন গল্ফ ক্লাবে অনুষ্ঠেয় আইএসপিএস গল্ফ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন এই দুই তারকা। যাঁদের সামনে রেখে এখন থেকেই রিও অলিম্পিক নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে ভারতীয় গল্ফ।
নিয়ম অনুযায়ী বিশ্ব র্যাঙ্কিংয়ের বিচারে দেশের দুই সেরা গল্ফারই বিশ্বকাপে নামার যোগ্যতা পান। সেই নিয়মেই বিশ্বের ১৫০ নম্বর গগনজিৎ এবং ১৯১ নম্বর অনির্বাণ বিশ্বকাপের দলে এলেন। দুই তারকার কেউই অবশ্য এই মুহূর্তে দেশে নেই। চলতি বছরেই অর্জুন পাওয়া গগনজিৎ ইউরোপে আলফ্রেড ডানহিল টুর্নামেন্ট খেলায় ব্যস্ত। |
|
|
অনির্বাণ-গগনজিৎ। |
|
অনির্বাণ এ দিনই জাপানের প্যানাসনিক ওপেনে প্রথম রাউন্ডে দুই-ওভার ৭৩ স্কোর করেছেন। দুই তারকারই চলতি বছরটা দারুণ যাচ্ছে। বেঙ্গালুরুর বাঙালি অনির্বাণ যেমন, সেল-এসবিআই ওপেন জিতেছেন। রানার্স হয়েছেন সেলাঙ্গর মাস্টার্সে। অন্য দিকে কাপুরথালার গগনজিৎ আভান্থা মাস্টার্সের মতো ইউরোপীয় ট্যুর টুর্নামেন্টে রানার্স হওয়ার সুবাদে এশীয় ট্যুরের অর্ডার অব মেরিট লিস্টে আপাতত দ্বিতীয় স্থানে। বাহাত্তর হোল-এর কোর্সে বিশ্বকাপ খেলা হবে ব্যক্তিগত এবং দলগত দুই পর্যায়েই। এবং রিও অলিম্পিকেও দল নির্বাচন এবং খেলার এই একই ফরম্যাট মানা হবে বলে এ দিন জানালেন ভারতের পেশাদার ট্যুরের (পিজিটিআই) ডিরেক্টর পদমজিৎ সাঁধু। যে কারণে রিও গেমসেও গগনজিৎ-অনির্বাণ জুটিই শেষ পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করবে বলে পদমজিৎরা মনে করছেন। |
|