টোলগেদের বিতর্কিত জয়ের পর ২৪ ঘণ্টাও কাটেনি। কলকাতার প্রথম বড় ম্যাচে দু’দলের দুই কোচ এলকো সাতোরি ও আবদুল আজিজের ঝামেলা তুঙ্গে।
বুধবার ইউনাইটেড স্পোর্টস বনাম মহমেডান ম্যাচের সময়ই ঝামেলা শুরু হয়েছিল। ইনজুরি টাইমে মহম্মদ রফিকের গোল রেফারি অফসাইড বলে বাতিল করে দেওয়ার পর। তার জের রয়ে গেল বৃহস্পতিবারও।
বৃহস্পতিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলনের পর মহমেডানের জয় নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন এলকো। বলে দিলেন, “মহমেডান বড় টিম। ওদের অনেক সমর্থক আছে। সমর্থকদের চাপের মুখেই রেফারি ওদের জিতিয়ে দিয়েছে। জেতার মতো মহমেডান খেলেনি। টিমটার মধ্যে আহামরি কিছু নেই। ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে মানেই মহমেডান ভাল খেলছে এটা ভাবার কিছু হয়নি।”
এলকোর পালটা দিতে আজিজও অ্যাটাকিং স্ট্র্যাটেজি নিয়েছেন। সেন্ট্রাল পার্কে অনুশীলনের পর মহমেডান কোচ বললেন, “আমরা তো গতকাল সাত গোল দিতে পারতাম। কিন্তু প্রথমার্ধেই এত গোল হয়ে গিয়েছিল যে পরে আমার ছেলেরা গোল করার উৎসাহ হারিয়ে ফেলেছিল। আমাদের তো তা-ও একটা ট্রফি আছে। ওদের তো তা-ও নেই।”
পরিস্থিতি যা তাতে লিগ যত এগোবে ততই দুই কোচের ঝামেলা আরও বাড়বে। |