মোহনবাগানের ছেড়ে দেওয়া অ্যান্টনি পেরিরা চার্চিল ব্রাদার্সে সই করতে পারেন। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে গোয়ার ক্লাবটির। শনিবার চার্চিলের মুখোমুখি হবে মোহনবাগান। আর তার ঠিক আগেই গত বারের আই লিগ চ্যাম্পিয়ন দলে খেলার জন্য আলেমাও চার্চিলের সঙ্গে এক প্রস্ত কথা বললেন মোহনবাগানের সদ্য প্রাক্তন অ্যান্টনি পেরিরা। এ মরসুমে যাঁকে ৮০ লক্ষ টাকায় সই করিয়েছিলেন বাগান কর্তারা। কিন্তু আর্থিক সমস্যার জন্য কিছু দিন আগেই অ্যান্টনিকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গোয়াতে আলেমাও চার্চিলকে ফোনে ধরা হলে বললেন, “অ্যান্টনির সঙ্গে আমাদের কথা অনেক দূর এগিয়েছে। কিছু আইনি সমস্যা রয়েছে। দেখা যাক কী হয়!” এ দিকে অ্যান্টনিকে না পাওয়ায় দল গড়তে সমস্যার মুখে করিম বেঞ্চারিফা। করিমের যুক্তি, “ভার্গবের চোট। তারওপর অ্যান্টনি চলে যাওয়ায় আমার দলে এই মুহূর্তে মোট ছ’জন মিডিও রয়েছে। এদের মধ্যে লেফট হাফ এবং রাইট হাফে খেলতে পারে একমাত্র রাম মালি ও রাজীব ঘড়ুই। যাদের খেলাতে গেলে আবার আমাকে বসিয়ে দিতে হবে ডেনসন, জাকিরের মতো ফুটবলারদের। তাই ৫-৩-২ স্ট্র্যাটেজিতে খেলাচ্ছি। কিন্তু ফুটবলাররা এখনও এর সঙ্গে মানিয়ে নিতে পারেনি বলে দল সাফল্য পাচ্ছে না।”
|
সদ্য সমাপ্ত ২৫ তম আন্তঃজোনাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে সাফল্য পেল পশ্চিম মেদিনীপুরের রূপসী খাতুন। ২২-২৪ সেপ্টেম্বর কেরলের কোচিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। জেলার একমাত্র প্রতিনিধি ছিল রূপসী। সে হাইজাম্পে ব্রোঞ্চ পদক পেয়েছে। জেলার প্রতিভাবান এই অ্যাথলিটের সাফল্যে খুশি মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার অ্যাথলেটিক উপসমিতির আহ্বায়ক স্বদেশরঞ্জন পান বলেন, “ওকে নিয়ে আমাদের অনেক আশা। আগামী দিনে ও আরও সাফল্য পাবে।” স্বদেশবাবু জানান, আগামী ২৫-২৭ অক্টোবর লক্ষ্মৌতে অনুষ্ঠিত হবে ১১ তম আন্তঃজেলা জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা। এতে রূপসী-সহ জেলার চার জন অ্যাথলিট যোগ দেবে। অন্য তিনজন তুষ্ট মাহাতো, বীরেশ্বর সাহা এবং ঋত্বিক গুরুঙ্গ। এ বারের রাজ্য অ্যাথলেটিক্সেও জোড়া পদক পেয়েছিল রূপসী।
|
ইতালীয় পার্টনার ড্যানিয়েল ব্রাক্কিয়ালির সঙ্গে জুটি বেঁধে তাইল্যান্ড ওপেনে ডাবলসের শেষ চারে লিয়েন্ডার পেজ। ব্যাংককে কোয়ার্টার ফাইনালে এ দিন শীর্ষ বাছাই লি-রা ৬-৭(৪), ৭-৬(৮), ১০-৮ হারালেন কলম্বিয়ার জুয়ান কাবাল-রবার্ট ফারাহকে। শেষ চারে এ বার লি-দের সামনে জেমি মারে-জন পিরে। অন্য দিকে, কুয়ালা লামপুরে সোমদেব দেববর্মন ও তাঁর দক্ষিণ আফ্রিকার পার্টনার রিক ডে ভোয়েস্ট কোয়ার্টার ফাইনালে বড় ধরনের অঘটন ঘটিয়ে ছিটকে দিলেন দ্বিতীয় বাছাই নেনাদ জিমোনজিচ-জুলিয়েন বেনেতুর জুটিকে। প্রথম সেট খুইয়েও সোমদেবরা সেমিফাইনালে গেলেন ৩-৬, ৬-৪, ১০-৭ জিতে।
|
মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ সুলতান অব জওহর কাপ-এর শেষ চারে কোরিয়াকে ৬-১ দুরমুশ করে আজ ফাইনালে উঠল ভারত। রবিবার কাপ জয়ের যুদ্ধে ভারতের সামনে এ বার মালয়েশিয়া। এ দিন তামান দায়া হকি স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধেই তিনটি করে গোল করে ভারত। গোল দেন অমিত রোহিদাস, সতবীর সিংহ, তলবিন্দর সিংহ, অমন মিরাশ তিরকি, রমাদীপ সিংহ ও আফ্ফান ইউসুফ। টুর্নামেন্টে পর পর ইংল্যান্ড (২-১), আর্জেন্তিনা (৩-২), পাকিস্তানকে (৪-০) হারিয়ে সেমিফাইনালে ওঠার পর দুর্দান্ত ফর্মে থাকা ভারত ছুটি করে দিল কোরিয়ারও। এ বার তাদের সামনে কাপ জেতার হাতছানি।
|