কেঁচো খুঁড়তে সাপ!
শুধুমাত্র অনিল অম্বানীর আয়কর রিটার্ন অ্যাকাউন্ট হ্যাক করেই শেষ নয়। একই ভাবে হ্যাক হয়েছে শাহরুখ খান, সলমন খান, সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিংহ ধোনির আয়কর অ্যাকাউন্টও। অনিল অম্বানীর বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়েই উঠে এল এই চমকপ্রদ তথ্য। এ বার অভিযোগের তির নয়ডার এক শিক্ষানবিশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দিকে।
চলতি মাসেই রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর কর্ণধার অনিল অম্বানীর আয়কর অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টি সামনে আসে। হায়দরাবাদের মনোজ দাগা অ্যান্ড কোম্পানিতে ২১ বছরের শিক্ষানবিশ একটি মেয়ে কৌতূহলের বশেই কাণ্ডটি ঘটিয়েছিল। অনিলের আয় ঠিক কত, তাঁর আয়করের অঙ্কই বা কেমন, তা জানাই ছিল তাঁর উদ্দেশ্য। সেই বিষয়ে তদন্তে নামে মুম্বই পুলিশ।
সেই তদন্তেই জানা যায়, শুধু হায়দরাবাদ নয়, নয়ডা থেকেও একই ভাবে অনিলের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যার সূত্র ধরে বিশাল কৌশল কোম্পানিতে যোগাযোগ করে পুলিশ। সেখানকার ২২ বছরের শিক্ষানবিশ সঞ্চিত কাটিয়ালের বিরুদ্ধে অভিযোগ, তিনি জুন মাসে পর পর শাখরুখ, সলমন, ধোনি ও অম্বানীর অ্যাকাউন্টে হানা দেন। তার পর ফের ধোনি এবং সচিনের অ্যাকাউন্ট হ্যাক করেন।
হায়দরাবাদ এবং নয়ডা উভয় ক্ষেত্রে একই ভাবে আয়কর দফতরে ই-মেল পাঠিয়ে ওই অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড পরিবর্তন করার আবেদন করা হয়। নতুন পাসওয়ার্ড পেলে তা দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তবে কোনও ক্ষেত্রেই এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। আরও তথ্য পেতে সঞ্চিতের কম্পিউটার নিজেদের দখলে নিয়েছে তারা। তবে পুলিশের মতে, এই দুই ঘটনাই প্রশ্ন তুলে দিয়েছে আয়কর দফতরের সুরক্ষা নিয়ে। |