First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
বনধে তালা দিয়ে উন্নয়নে গুরুঙ্গরা
খালেদা-পুত্রের সহযোগী
আইএসআই, উদ্বিগ্ন দিল্লি
বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার গড়া নিয়ে শুরু হয়েছে সংঘাত। শুক্রবার ঢাকার সোহরাবর্দি উদ্যানে জনসভা করে রবিবার থেকে টানা তিন দিন হরতালের ডাক দিয়েছেন বিরোধী বিএনপি-নেত্রী খালেদা জিয়া। দেশের বিভিন্ন শহরে সরকার ও বিরোধী দলের কর্মীদের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। এ দিনই মারা গিয়েছেন সাত জন। আহত শতাধিক। এই পরিস্থিতিতে বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো বেশ কিছু তথ্য হাতে পেয়ে দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের কার্যকলাপ। ঢাকার পাঠানো তথ্য অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পুরোদস্তুর সাহায্য-সহযোগিতা করে চলেছে লন্ডনের এডমন্টনে স্বেচ্ছানির্বাসনে থাকা তারেক ও তার দলবলকে। একই সঙ্গে উপমহাদেশে সক্রিয় মৌলবাদী ও জঙ্গি নেতাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখে চলেছেন বিএনপি-র এই নেতা।
চিকিৎসায় গাফিলতির শাস্তি
কই, অনুরাধা-রায় ঘিরে প্রশ্ন
অনুরাধা সাহা মামলায় রায় ঘোষণার সময়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, রোগীরা সম্মান নিয়ে সুস্থ ভাবে বাঁচার জন্য প্রচুর টাকা খরচ করেন। তার পরেও চিকিৎসায় গাফিলতি হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওই মামলায় ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে ‘কড়া ব্যবস্থা’র বিষয়টি শীর্ষ আদালত নিজেই এড়িয়ে গেল কি না, এ বার সে প্রশ্ন উঠতে শুরু করেছে। তা তুলছেন বিচারবিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই। এর কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু অনুরাধার চিকিৎসা-ব্যয় এবং আদালতের খরচ-খরচার কথাই উল্লেখ করা হয়েছে, ১৪ বছরের সুদ জুড়ে যার অঙ্ক দাঁড়িয়েছে ১১ কোটি টাকা। পাবেন অনুরাধার স্বামী কুণাল সাহা, স্ত্রীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ এনে যিনি মামলা করেছিলেন। এবং গাফিলতির দায়ে দোষী সাব্যস্ত তিন চিকিৎসক (সুকুমার মুখোপাধ্যায়, বৈদ্যনাথ হালদার, বলরাম প্রসাদ) ও সংশ্লিষ্ট হাসপাতালের (আমরি) তরফে কুণালবাবুকে তা মিটিয়ে দিতে হবে।
এই সংক্রান্ত আরও খবর...
• হাল ছাড়া নয়, রায় শুনে বুক বাঁধছেন ভুক্তভোগীরা
মেরুকরণ উস্কে দিয়েও
মোদী চৌকিদার হতে চান উন্নয়নের
স্টিয়ারিং-বিপ্লব থেকে পিছোলেন সৌদি মেয়েরা
প্রস্তুতি ছিল পুরোদমে। স্টিয়ারিং-এ হাত রেখে আগামিকাল পথে নামতে চলেছিলেন সৌদি মহিলারা। তবে সরকারি ফতোয়ার মুখে পিছিয়ে গেলেন তাঁরা। যদিও মেয়েদের বক্তব্য, তাঁরা কালকের কর্মসূচিটুকুই পিছিয়েছেন। আন্দোলন চলবে। বুধবার সৌদি অভ্যন্তরীণ মন্ত্রক ঘোষণা করে “নিয়ম ভাঙলেই কড়া শাস্তি। সে বিক্ষোভে যোগ দেওয়াই হোক বা মেয়েদের গাড়ি চালানো।” সেই হুমকির মুখেই এ দিন পিছিয়ে গেলেন মেয়েরা। ২৬ অক্টোবরকে প্রতীকী করার তোলার ইচ্ছে ছিল তাঁদের। তবে পিছিয়ে এসেও আরও কয়েক পা এগিয়ে যাওয়ার ডাক দিলেন। আন্দোলনকারী নাজলা আল-হারিরি বললেন, “অভ্যন্তরীণ মন্ত্রকের সতর্কবার্তাকে সম্মান জানিয়ে মেয়েদের কাল স্টিয়ারিং ধরতে বারণ করছি। বরং ‘অক্টোবর-২৬’ আন্দোলনকে লাগাতার আন্দোলনের চেহারা দেওয়া হোক।” সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা-শাস্তি-বিক্ষোভ, নতুন কিছু নয়।
বিপর্যস্ত অন্ধ্র-ওড়িশায়
মৃত ২১, ব্যাহত রেল চলাচল
দু’সপ্তাহ-ও পেরোল না। তার আগেই ফের দুর্যোগের মুখে পড়ল অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। শুক্রবার রাত পর্যন্ত দুই রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে অন্তত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া লক্ষাধিক মানুষ। অতি-বৃষ্টির জেরে দেখা দিয়েছে বন্যাও। যার জেরে হাওড়া-চেন্নাই রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। পুজোর সময় ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় পিলিন। বিপর্যস্ত হয়ে গিয়েছিল দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলি। তার রেশ কাটতে না কাটতেই ফের তামিলনাড়ু উপকূলে হাজির হয়েছিল একটি শক্তিশালী নিম্নচাপ। সেটি স্থলভূমিতে না ঢুকে অন্ধ্র উপকূলের দিকে সরে আসায় ফের দুর্যোগ দেখা দিয়েছে ওই দুই রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ, শনিবার ওড়িশায় অতি-ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ্তকুমার মহাপাত্র জানিয়েছেন, ১২টি জেলাতে অতি-ভারী বৃষ্টি হয়েছে।
জ্যোতি আলুর দাম বাঁধল
রাজ্য, প্রশ্ন নজরদারি নিয়ে
জ্যোতি আলুর দাম ১৪ টাকা কিলোয় বেঁধে দিল রাজ্য সরকার। এর পরে ব্যবসায়ীরা জ্যোতি আলুর দাম বেশি নিলে পুলিশ বা দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত ‘টাস্ক ফোর্স’ ব্যবস্থা নেবে বলে শুক্রবার জানান রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তা ছাড়া, ভিন্-রাজ্যে আলু পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মন্ত্রী বলেন, “রাজ্যের হিমঘরগুলিতে যে পরিমাণ আলু এখনও মজুত আছে, তাতে দাম বাড়ার কথা নয়। কিন্তু আলুর দাম বাড়ানোয় মজুতদারদের ভূমিকা রয়েছে। তাই দাম বেঁধে দেওয়া হল। এর অন্যথা হলে পুলিশ বা টাস্ক ফোর্স ব্যবস্থা নেবে।” মহাকরণে এ দিন হিমঘর মালিক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন কৃষি বিপণনমন্ত্রী। কৃষি বিপণন দফতর সূত্রের খবর, গত মরসুমে এ রাজ্যে ৯০ লক্ষ টন আলু উৎপন্ন হয়েছিল। এখনও রাজ্যের হিমঘরগুলিতে ১৮-১৯ লক্ষ টন আলু মজুত আছে।
বিনোদন
• শহরে আজ শুরু চলচ্চিত্র উৎসব
• চিতাভস্মও পাঠাতে চায় না মান্নার ক্ষুব্ধ পরিবার
‘ভূশণ্ডির’ মাঠে উধাও ক্রিকেটের ভগবান
এই সংক্রান্ত আরও খবর...
• ‘সচিনের আগ্রাসনটা সবার আগে শেখার’
এক নজরে...


দেশ

বিদেশ


খেলা
অলৌকিক কাণ্ড ছাড়া
আজ ম্যাচ হওয়া অসম্ভব


সম্পাদকীয়

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা




আজকের দিনে
• ১৯৮৫: অভিনেত্রী আসিন থোত্তুমকলের জন্ম। ২০০১-এ মালায়লম ছবিতে আত্মপ্রকাশ। ২০০৩-এ তেলুগু ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জন করেন। ২০০৪-০৮ পর্যন্ত তামিল সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ২০০৮-এ ‘গজনী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার পাক্ষিক

প্রতি মাসের ১ ও ১৫ তারিখ

প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.