দীপাবলির রাতে বাইকবাহিনী সামলাতে অটোই বাহন পুলিশের
কালীপুজোর রাতে এলাকায় মোটরবাইক বাহিনীর তাণ্ডব ও নিষিদ্ধ শব্দবাজি রুখতে এ বার অলিগলিতে অটো নিয়ে ঘুরবে পুলিশ। সে জন্য কালীপুজোর সময়ে কলকাতা পুলিশ এলাকায় ৩০০ অটো নামানো হচ্ছে। শুক্রবার কলামন্দিরে শহরের পুজোর উদ্যোক্তাদের নিয়ে সমন্বয় বৈঠকে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন লালবাজারের কর্তারা। এ দিনের বৈঠকে পুরসভা, সিইএসসি, দমকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এ দিনের বৈঠকে বেশ কয়েকটি পুজোর উদ্যোক্তারা অভিযোগ জানান, অজ্ঞাতপরিচয় যুবকেরা মোটরবাইকে চেপে মণ্ডপের সামনে এসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে। কটুক্তিও করে। তা নিয়ে ঝামেলা, মারামারির মতো ঘটনা ঘটে। এই সমস্ত অপ্রীতিকর ঘটনা রোখার জন্যও পুলিশকে এ দিন অনুরোধ করেন উদ্যোক্তারা। উত্তর কলকাতার বৈঠকখানা রোডের ৩৭ পল্লি শ্যামাপুজো কমিটির তরফে চয়ন ভৌমিক বলেন, “পুজোর দিনগুলিতে যাতে মণ্ডপের সামনে বেশি সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়, সেই বিষয়ে আবেদন জানিয়েছি।”
এ দিন লালবাজারের কর্তারা জানান, ১ অক্টোবরের আগে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না। ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যেই কালীপ্রতিমা বিসর্জন দিতে হবে। তবে পুজোর উদ্যোক্তারা বিসর্জনের দিন বাড়ানোর আবেদন জানালেও তা নাকচ করে দেন পুলিশের কর্তারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, শহরে ছোট-বড় মিলিয়ে ৩৬০০ পুজো কমিটি আছে। পুলিশকর্তারা কালীপুজোর মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি লাগানোর প্রস্তাবও দেন। ছোট পুজো কমিটিগুলি আপত্তি জানালে পুলিশকর্তারা বলেন, “যাঁরা পারবেন, তাঁরাই সিসিটিভি লাগাবেন।”
কলকাতা পুলিশের তরফে দুর্গাপুজোয় সেরা পুজোর পুরস্কার দেওয়ার চল থাকলেও কালীপুজোয় তেমন কিছু ছিল না। এ দিন পুলিশকর্তারা জানান, এ বছর থেকে সব নিয়ম মেনে চলা পুজোগুলি পরিবেশ, প্রতিমার মতো বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পাবে।
এ দিন কমিটিগুলিকে উদ্বোধন ও বিসর্জনের দিন জানানো হয়। কালীপুজো কমিটির তরফে পুলিশের কাছে আবেদন করা হয়, আগামী বছর থেকে দুর্গা পুজোর মতো অন্তত এক মাস আগে যেন ওই দিনগুলি জানানো হয়। এ নিয়ে পুলিশকর্তারা এখনই কিছু বলেননি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.