চিকিৎসায় গাফিলতির শাস্তি
কই, অনুরাধা-রায় ঘিরে প্রশ্ন |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অনুরাধা সাহা মামলায় রায় ঘোষণার সময়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, রোগীরা সম্মান নিয়ে সুস্থ ভাবে বাঁচার জন্য প্রচুর টাকা খরচ করেন। তার পরেও চিকিৎসায় গাফিলতি হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওই মামলায় ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে ‘কড়া ব্যবস্থা’র বিষয়টি শীর্ষ আদালত নিজেই এড়িয়ে গেল কি না, এ বার সে প্রশ্ন উঠতে শুরু করেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ক্ষতিপূরণের নির্দেশ হয়। কিন্তু তা মানেন ক’জন? পরিসংখ্যান বলছে, চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে এ রাজ্যে বিভিন্ন সময়ে যত চিকিৎসককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের ৩০ শতাংশেরও বেশি ওই নির্দেশ মানেননি। বিভিন্ন দরজায় ঘুরে জুতোর শুকতলা ক্ষইয়ে শেষ পর্যন্ত বাস্তবটা মেনে নিতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীদের অনেকেই। |
হাল ছাড়া নয়, রায় শুনে
বুক বাঁধছেন ভুক্তভোগীরা |
|
প্রসবের সময় শিশুর ধড়-মুণ্ড
আলাদা, বিক্ষোভ হাসপাতালে |
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রসব করানোর সময় ধড় থেকে আলাদা হয়ে গিয়েছে শিশুর মুণ্ড। শুক্রবার উলুবেড়িয়া হাসপাতালের লেবার-রুমে এই দৃশ্য দেখে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রসূতির পরিবারের লোকজন। থানাতেও অভিযোগ করেন তাঁরা। যদিও চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, প্রসবের সময় কোনও ভাবে মায়ের দেহের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে শিশুর মৃত্যু হলে যন্ত্র দিয়ে শিশুর মাথা কেটে বার করা হয়। |
|
বাড়ছে আক্রান্ত,
পরিষেবা নিয়ে ক্ষোভ |
|
|
|
সরঞ্জাম নেই,
খোঁড়াচ্ছে দন্ত চিকিৎসা |
|
বরাদ্দ বন্ধ,
সমস্যা রক্ত পরিবহণে |
|
|
টুকরো খবর |
|
|