আশাকর্মীদের নিয়ে গান স্বাস্থ্য-কর্তার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অফিসে কত কাজের ঝক্কি। তারই মধ্যে সময় বার করে পশ্চিম মেদিনীপুরের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারঙ্গি আশাকর্মীদের উৎসাহিত করতে গান বেঁধেছেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী-সহ সকলেই। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথায়, “উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে গানটি লিখেছেন, সেটি বেশ ভাল। এই সিডি প্রচারের কাজে ব্যবহৃত হবে।” সিডির গান লেখা থেকে শুরু করে সুর দেওয়া, সবই করেছেন উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবার এই সিডিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। মেদিনীপুর শহরের ডাকবাংলো রোডের বাসিন্দা সৌম্যশঙ্করবাবুর স্বাস্থ্য দফতরের কাজকর্মের পাশাপাশি সংস্কৃতিচর্চাতেও সমান আগ্রহ রয়েছে। সৌম্যশঙ্করবাবু বলেন, “আশাকর্মীরা অনেক কাজ করেন। কাজগুলো গুরুত্বপূর্ণ। গ্রামের গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর রাখা, গ্রামে কোনও রোগ ছড়াচ্ছে কি না, তা দেখা। ওঁদের উৎসাহিত করতেই সিডি তৈরির ভাবনা।” তাঁর কথায়, “দফতরের সকলে সহযোগিতা ছাড়া এমন সিডি তৈরি সম্ভব হত না। আশাকর্মীরা যে সব কাজ করেন, গানের মধ্যে তা রাখার চেষ্টা করেছি। গান যদি সকলের ভাল লাগে, সেটাই প্রাপ্তি।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলছিলেন, “আশা কর্মীদের উৎসাহিত করতে সিডি তৈরির উদ্যোগ সত্যি প্রশংসনীয়।”
|
পেটের রোগে আক্রান্ত ৩৫
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৫ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধান্ডাবাগে। অসুস্থদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল, দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ধান্ডাবাগে এক হরিনাম সংকীর্তনের আসরে রাতে খাবারে ভাত, ডাল, তরকারি দেওয়া হয়। রাত ১১টা নাগাদ রাতের খাওয়া শেষ হয়। ঘণ্টা খানেকের মধ্যেই কারও কারও পেটে ব্যথা শুরু হয়ে যায়। বুদবুদ থেকে আসা শিল্পী প্রহ্লাদ দে জানান, রাতের খাবার খেয়ে রাত ১টা নাগাদ তাঁর পেটে ব্যথা হয়। এরপর শুরু হয় বমি, পায়খানা। রাত ৩টে নাগাদ তিনি ভর্তি হন মহকুমা হাসপাতালে। বিদ্যাসাগর পল্লির বাসিন্দা শ্রীবাস বসু জানান, পেটে ব্যথা নিয়ে রাত দেড়টা নাগাদ তিনি মহকুমা হাসপাতালে ভর্তি হন। মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খাবারে কোনও কারণে বিষক্রিয়া হওয়ায় এমন ঘটনা ঘটেছে।
|
অবস্থান বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গোয়ালপোখর ব্লকের গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার নিয়ে অভিযোগ তুলে অবস্থান করল এসইউসিআই প্রভাবিত হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। শুক্রবার সংগঠনের তরফে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রায়গঞ্জের ঘড়িমোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয়। এ দিনের অবস্থান মঞ্চ থেকে নভেম্বর মাসের মধ্যে পরিষেবার মান উন্নয়ন না হলে অনির্দিষ্ট কালের জন্য জেলা স্বাস্থ্য দফতর ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত বলেছেন, “বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিয়োগের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মহকুমা হাসপাতাল পরিষ্কার রাখতে অস্থায়ী সাফাই কর্মী নিয়োগের নির্দেশ দিলেন মহকুমাশাসক। শুক্রবার সকালে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল পরির্দশন করেন মহকুমা শাসক নিখিল নির্মল। মহকুমার সহ মুখ্যস্বাস্থ্য আধিকারিক তথা মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দীনেশ বিশ্বাস বলেন, “হাসপাতালে ২৫ জন সাফাই কর্মীর প্রয়োজন থাকলেও রয়েছেন মাত্র ১৯ জন। মহকুমা শাসক নির্দেশ দিয়েছেন মাসিক দেড় হাজার টাকার বিনিময়ে ছয় জন অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করতে। সেই মত পদক্ষেপ করা হবে।” |